ETV Bharat / state

Student Death: উত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে এসে মৃত্যু এক ছাত্রের, অসুস্থ আরও তিন ছাত্রী - কলেজের প্রথম বর্ষের ছাত্র

পরীক্ষা দিতে এসে মৃ্ত্যু কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের ৷ বছর উনিশের ওই ছাত্র রিষড়া বিধান চন্দ্র কলেজে পড়তেন ৷ পরীক্ষার সিট পড়েছিল উত্তরপাড়া প্যারীমোহন কলেজে ৷ পরীক্ষা দিতে দিতে আচমকায় অসুস্থ হয়ে পড়েন ৷ ওই ছাত্রের পাশাপাশি আরও তিন ছাত্রীও আজ, শনিবার অসুস্থ হয়ে পড়েন ৷

Student Death
ত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে এসে মৃত্যু এক ছাত্রের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 8:18 PM IST

ত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে এসে মৃত্যু এক ছাত্রের

উত্তরপাড়া, 2 সেপ্টেম্বর: উত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে এসে মৃত্যু এক ছাত্রের। নাম রাহুল ঠাকুর (19)। তিনি রিষড়া বিধান চন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের প্রথম বর্ষের ছাত্র। শনিবার উত্তরপাড়া প্যারীমোহন কলেজে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে আসেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উত্তরপাড়া কলেজের গাড়ি করে স্থানীয় একটি নার্সিংহোমে পরে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পরিবার সূত্রের খবর, ওই ছেলেটির হার্টের সমস্যা ছিল। 2016 সালে রাহুলের বাইপাস সার্জারি হয়েছিল। অনুমান আজ, শনিবার তীব্র গরম ও পরীক্ষার টেনশনের কারণে অসুস্থ হয়ে পড়েন পরীক্ষার হলে। পুলিশ সূত্রে খবর, বিষয়টির তদন্ত শুরু হয়েছে। ময়নাদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে। এর পাশাপাশি উত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে গিয়ে আরও তিন ছাত্রী অসুস্থ বোধ করায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা এখন সুস্থ ৷

রিষড়া বিধান চন্দ্র কলেজের প্রিন্সিপাল রমেশ কুমার বলেন, "উত্তরপাড়া কলেজের এক অধ্যাপক আমাকে ফোন করে জানান আমাদের কলেজের এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তারপর জানতে পারলাম ছাত্রটির মৃত্যু হয়েছে। ছাত্রটি রাষ্ট্র বিজ্ঞানে অনার্স নিয়ে পড়ত। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ছিল আজ। মৃত্যুটি খুব দুর্ভাগ্যজনক। কীভাবে অসুস্থ হয়েছে তা উত্তরপাড়া কলেজ বলতে পারবে। ছাত্রটির পরিবারের পাশে আমরা আছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।"

পাশাপাশি উত্তরপাড়া কলেজের প্রিন্সিপাল সুদীপ কুমার চক্রবর্তী বলেন, "রিষড়া বিধান কলেজের ছাত্র আমাদের কলেজে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালীন ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রটিকে কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়। তখন ছাত্রটি জানায়, ওর হার্টের সমস্যা আছে। বাইপাস হয়েছিল একবার। সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় নার্সিংহোমে নিয়ে গিয়ে ইসিজি করালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসে একটা টেনশন নিয়ে। আজকের আবহাওয়া গরম ছিল। হতে পারে রাত জেগে পড়েছে। সকালে ঠিকমত খায়নি। টেনশন ও পরিবেশ মিলিয়ে এই ঘটনা হয়ে থাকতে পারে।"

আরও পড়ুন: পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের দেহ, মিলল সিসিটিভি ফুটেজ

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.