হুগলি, 30 মার্চ : নির্বাচনী প্রচারে গিয়ে আজ হুগলির সিঙ্গুরে গোপাল নগর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চাষিদের সঙ্গে কথা বলেন লকেট চ্যাটার্জি। হুগলি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী লকেট আজ প্রথম এলাকায় ভোটের প্রচারে আসেন। সারাদিন সিঙ্গুরের বিভিন্ন এলাকায় প্রচার করেন। প্রথমে তিনি যান দেওয়ান ভেরি এলাকায়। সেখানে চাষিদের সঙ্গে কথা বলেন। পূর্ণিমা দাস নামে স্থানীয় এক চাষির বাড়িতে ছোলা, মুড়ি ও শশা খান।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "সিঙ্গুরের চাষিরা নিপীড়িত, অবহেলিত। সাত বছর ধরে তারা কিচ্ছু পায়নি। এদের সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু তাদের জন্য কিচ্ছু ভাবেননি মুখ্যমন্ত্রী। চাষিদের ক্ষমতার মসনদে ওঠার সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে। শিল্প নেই, চাষ নেই। বেইমানি করেছে চাষিদের সঙ্গে। কিছুদিন আগেই কাগজপত্র দেখিয়ে দাবি করেছেন সিঙ্গুরের চাষিদের জমি নাকি ফেরত দেওয়া হয়েছে। টিভি ক্যামেরার সামনে সরষে ছড়িয়ে নাটক করেছেন। শিল্পের জমি চাষের উপযুক্ত করে চাষিদের ফেরৎ দিতে পারবেন না বলেই এসব নাটক করছেন।"
লকেট আজ সিঙ্গুরের বাসিন্দাদের প্রতিশ্রুতি দেন কেন্দ্রের সমস্ত প্রকল্প এই এলাকার মানুষের উন্নয়নে কাজে লাগাবেন। তিনি বলেন, "রাজ্য সরকার কেন্দ্রের সমস্ত প্রকল্প থেকে এখানকার মানুষদের বঞ্চিত করে রেখেছেন।"
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজিকে আক্রমণ করতে গিয়ে পাঁচ বছর ধরে চাষিদের কোনও প্রকল্পের আওতায় আনেননি। চাষি থেকে সাধারণ মানুষ আজ সব দিক থেকে বঞ্চিত। অধিকার পাওয়ার জন্য আমি তাদের পাশে থেকে লড়াই করতে চাই। শিল্প এবং কৃষি দুটোরই গুরুত্ব আছে। দুটোকে একসাথে ব্যালেন্স করা উচিত তাহলে প্রত্যেকটি মানুষই খুশি থাকবে। আমি 100 শতাংশ নিশ্চিত লোকসভা ভোটে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি লিড পাবে।"