উত্তরপাড়া, 16 ডিসেম্বর : সংঘর্ষে জড়াল তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআইয়ের (TMCP & SFI Clash in Uttarpara) ছাত্ররা ৷ খেলার ব্যাট ও গাছের ডাল দিয়ে একে অপরকে মারধর করার অভিযোগ উঠেছে ৷ বৃহস্পতিবার বেলায় ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার (uttarpara news) রাজা প্যারীমোহন কলেজে ৷ সাময়িকভাবে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় কলেজের সামনে ৷
খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় এসএফআইয়ের বক্তব্য, ছাত্র সংসদ নির্বাচন ও হুগলিতে মেডিকেল কলেজ তৈরি-সহ একাধিক দাবি নিয়ে উত্তরপাড়া স্টেশন থেকে কলেজ স্ট্যান্ড পর্যন্ত শান্তিপূর্ণভাবে মিছিল করছিল ৷ মিছিল শেষে সভা করার সময় হঠাৎ তাদের উপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ তারপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ ৷
যদিও এই ঘটনায় তৃণমূল পরিচালিত উত্তরপাড়া কলেজের ছাত্র সংসদের দাবি, কলেজে পরীক্ষা চলাকালীন এসএফআইয়ের ছাত্র-ছাত্রীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করে । বাধা দিতে গেলে মারধর শুরু করে ৷
আরও পড়ুন : school campaigns for drop out students: স্কুলছুটদের ফেরাতে ব্যানার-মাইক নিয়ে প্রচার পড়ুয়া-শিক্ষকদের