ETV Bharat / state

Civic Volunteer Death : নাকা চেকিংয়ের সময় গাড়ির ধাক্কায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু - Latest News on Hooghly

রবিবার ভোরে ঘটনাটি ঘটে হুগলির বৈঁচি বেড়েলায় (civic volunteer dies in road accident during naka checking) । তনয় তা নামে ওই সিভিক ভলান্টিয়ার পাণ্ডুয়া থানার হয়ে নাকা চেকিংয়ের দায়িত্বে ছিলেন ৷ ঘাতক গাড়িটি খুঁজছে পুলিশ ৷

civic volunteer dies in road accident during naka checking
Civic Volunteer Death : নাকা চেকিংয়ের সময় গাড়ির ধাক্কায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু
author img

By

Published : Dec 19, 2021, 8:50 PM IST

হুগলি, 19 ডিসেম্বর : নাকা চেকিং করতে গিয়ে মৃত্যু হল হুগলির পাণ্ডুয়ার এক সিভিক ভলান্টিয়ারের (civic volunteer dies in road accident during naka checking) । ঘটনাটি ঘটে বৈঁচি বেড়েলায় । মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম তনয় তা (40) । তাঁর বাড়ি পাণ্ডুয়ার বৈঁচি বেড়েলা কোঁচমালি পঞ্চায়েতের আমন মৌরীতে ।

পরিবার ও পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে রবিবার ভোর চারটে নাগাদ বেরিয়ে ছিলেন তনয় । এরপর বেড়েলার কাছে নাকা চেকিংয়ে ডিউটি পড়ে তাঁর । ডিউটি করার সময় বর্ধমানের দিক থেকে কলকাতা দিকে যাওয়া একটি পিকআপ ভ্যান সজোরে এসে ধাক্কা মারে তনয়কে । সেই সময় দায়িত্ব থাকা অন্যান্য পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনায় ঘাতক গাড়িটি পলাতক । গাড়ির খোঁজে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পাণ্ডুয়া থানার পুলিশ । এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত ছিলেন তনয় । তনয়ের মা কুমকুম তা বলেন, ‘‘বাড়ি থেকে ডিউটি যাচ্ছি বলে বের হয় । তারপরেই এক সিভিক ভলেন্টিয়ার এসে খবর দেয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তনয়ের ।’’

আরও পড়ুন : Rail Block in Talandu Station : তালান্ডু স্টেশনে রেল অবরোধ, 2 ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

পরিবারের একমাত্র রোজগেরে ছেলে ছিল তনয় । বার্ধক্যের কারণে চলাফেরা করতে পারেন না বাবা গোবিন্দচন্দ্র তা । বাড়িতে ভাই থাকলেও তাঁরও ঠিকভাবে কাজ হয় না । তাই একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে দিশেহারা ওই পরিবার । পরিবারের কারও সরকারি চাকরি বা সরকারি সাহায্য হলে ভাল হয় বলে জানান সদ্য সন্তানহারা মা ।

হুগলি, 19 ডিসেম্বর : নাকা চেকিং করতে গিয়ে মৃত্যু হল হুগলির পাণ্ডুয়ার এক সিভিক ভলান্টিয়ারের (civic volunteer dies in road accident during naka checking) । ঘটনাটি ঘটে বৈঁচি বেড়েলায় । মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম তনয় তা (40) । তাঁর বাড়ি পাণ্ডুয়ার বৈঁচি বেড়েলা কোঁচমালি পঞ্চায়েতের আমন মৌরীতে ।

পরিবার ও পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে রবিবার ভোর চারটে নাগাদ বেরিয়ে ছিলেন তনয় । এরপর বেড়েলার কাছে নাকা চেকিংয়ে ডিউটি পড়ে তাঁর । ডিউটি করার সময় বর্ধমানের দিক থেকে কলকাতা দিকে যাওয়া একটি পিকআপ ভ্যান সজোরে এসে ধাক্কা মারে তনয়কে । সেই সময় দায়িত্ব থাকা অন্যান্য পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনায় ঘাতক গাড়িটি পলাতক । গাড়ির খোঁজে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পাণ্ডুয়া থানার পুলিশ । এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত ছিলেন তনয় । তনয়ের মা কুমকুম তা বলেন, ‘‘বাড়ি থেকে ডিউটি যাচ্ছি বলে বের হয় । তারপরেই এক সিভিক ভলেন্টিয়ার এসে খবর দেয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তনয়ের ।’’

আরও পড়ুন : Rail Block in Talandu Station : তালান্ডু স্টেশনে রেল অবরোধ, 2 ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

পরিবারের একমাত্র রোজগেরে ছেলে ছিল তনয় । বার্ধক্যের কারণে চলাফেরা করতে পারেন না বাবা গোবিন্দচন্দ্র তা । বাড়িতে ভাই থাকলেও তাঁরও ঠিকভাবে কাজ হয় না । তাই একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে দিশেহারা ওই পরিবার । পরিবারের কারও সরকারি চাকরি বা সরকারি সাহায্য হলে ভাল হয় বলে জানান সদ্য সন্তানহারা মা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.