চুঁচুড়া, 25 জুন : ফের শৃঙ্গ জয় বঙ্গসন্তানদের ৷ হিমালয়ের অন্যতম কঠিন শৃঙ্গ ইন্দ্রাসন ও দেওটিব্বা জয় করলেন সোনারপুর আরোহীর সদস্যরা ৷ যার মধ্যে রয়েছেন হুগলির চুঁচুড়ার সাঁতার প্রশিক্ষক দেবাশিস মজুমদার ৷ শৃঙ্গ জয়ের পর শনিবার সকালে বাড়ি ফেরেন অভিযাত্রী দলের সদস্যরা ।
গত 28 মে সোনারপুর আরোহীর 11 জনের অভিযাত্রী দল বেরিয়ে ছিল মাউন্ট ইন্দ্রাসন(6221 মিটার) ও মাউন্ট দেও টিব্বা(6001 মিটার) জয়ের লক্ষে(Chinsurah Teacher Climbs Up Himalayas 2 peak Indrasan and Deo Tibba)। কিন্তু 6 জন সদস্য শৃঙ্গ জয় করতে পারলেও বাকিরা খারাপ আবহাওয়ার জন্য যেতে পারেননি ৷
সাঁতারের পাশাপাশি পর্বতারোহণের নেশা দেবাশিসবাবুর । সেই থেকেই হিমালয়ের অন্যতম কঠিন শৃঙ্গ ইন্দ্রাসন ও দেও টিব্বা জয় করেছেন চুঁচুড়ার এই সাঁতার শিক্ষক ৷ পাহাড়ে চড়ার নেশা থেকেই তিনিও সোনারপুর আরোহীর সদস্য হয়ে যান । এবার তাঁর লক্ষ 2024 এ কাঞ্চনজঙ্ঘা ও 2025 সালে এভারেস্ট জয় ।
আরও পড়ুন : Piyali Basak : এভারেস্টের পর এবার লোৎসে, অক্সিজেন ছাড়া চতুর্থ উচ্চতম শৃঙ্গ জয় পিয়ালীর
চুঁচুড়ার এক সুইমিং ক্লাবে সাঁতার শেখান দেবাশিস মজুমদার । 2015 সাল থেকে পাহাড়ে চড়ার নেশা তাঁর । পর্বতারোহণের প্রশিক্ষণ নিয়ে শুরু হয় পাহাড় চড়া । এর আগে বিসি রায় ও নন্দা ঘুমটি শৃঙ্গ জয় করেন দেবাশিসবাবু ।