ETV Bharat / state

আসার কথা মুখ্যমন্ত্রীর, বন্যা কবলিত খানাকুলে চলছে প্রস্তুতি

author img

By

Published : Aug 4, 2021, 12:17 PM IST

Updated : Aug 4, 2021, 2:25 PM IST

খানাকুলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি জোরকদমে । আজ সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে আবহাওয়া প্রতিকূল ৷ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি ৷

খানাকুলে চলছে প্রস্তুতি
খানাকুলে চলছে প্রস্তুতি

খানাকুল, 4 অগস্ট : আজ খানাকুলে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ দুপুর 1টা নাগাদ ঘোষপুর মান্নার ডাঙা মাঠে নামবে মুখ্যমন্ত্রীর চপার ৷ এরপর সেখান থেকেই নৌকায় চেপে বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ।

তাই খানাকুলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে । হেলিপ্যাড তৈরির কাজ চূড়ান্ত হয়ে গেলেও সকাল থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়েছে সংশ্লিষ্ট দফতরকে । একইসঙ্গে যে স্পিডবোট করে মুখ্যমন্ত্রীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে বৃষ্টির জন্য তা প্রস্তুতির কাজও থমকে গিয়েছে ।

খানাকুলে মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি
মুখ্যমন্ত্রীর বন্যা পরিস্থিতি পরিদর্শনের আগে খানাকুলে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি


উল্লেখ্য, বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর বাঁধ ভাঙায় খানাকুলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় । ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্ধারকাজে নামে বায়ুসেনা ৷ এখনও জলভাসি হয়ে রয়েছেন একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ । প্রশাসনের তরফে বন্যাদুর্গতদের ইতিমধ্যেই ত্রাণশিবিরে পাঠানো হয়েছে । আজ সেইসব ত্রাণ শিবিরে গিয়ে বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

বৃষ্টির মধ্যেই মুখ্যমন্ত্রী আসার আগে খানাকুলে চলছে প্রস্তুতি

আরও পড়ুন : Khanakul Flood : খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, উদ্ধারকাজে নামল সেনা

খানাকুল, 4 অগস্ট : আজ খানাকুলে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ দুপুর 1টা নাগাদ ঘোষপুর মান্নার ডাঙা মাঠে নামবে মুখ্যমন্ত্রীর চপার ৷ এরপর সেখান থেকেই নৌকায় চেপে বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ।

তাই খানাকুলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে । হেলিপ্যাড তৈরির কাজ চূড়ান্ত হয়ে গেলেও সকাল থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়েছে সংশ্লিষ্ট দফতরকে । একইসঙ্গে যে স্পিডবোট করে মুখ্যমন্ত্রীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে বৃষ্টির জন্য তা প্রস্তুতির কাজও থমকে গিয়েছে ।

খানাকুলে মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি
মুখ্যমন্ত্রীর বন্যা পরিস্থিতি পরিদর্শনের আগে খানাকুলে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি


উল্লেখ্য, বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর বাঁধ ভাঙায় খানাকুলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় । ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্ধারকাজে নামে বায়ুসেনা ৷ এখনও জলভাসি হয়ে রয়েছেন একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ । প্রশাসনের তরফে বন্যাদুর্গতদের ইতিমধ্যেই ত্রাণশিবিরে পাঠানো হয়েছে । আজ সেইসব ত্রাণ শিবিরে গিয়ে বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

বৃষ্টির মধ্যেই মুখ্যমন্ত্রী আসার আগে খানাকুলে চলছে প্রস্তুতি

আরও পড়ুন : Khanakul Flood : খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, উদ্ধারকাজে নামল সেনা

Last Updated : Aug 4, 2021, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.