শেওড়াফুলি, 2 অগাস্ট : মুখ্যমন্ত্রীর নিজেই ম্যাজিশিয়ান, ফিজ়িশিয়ান আবার নিজেই সায়েন্টিস্ট হয়ে গেছেন । অন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা না করেই লকডাউন করছেন । পুরোটাই সার্কাস চলছে । আর সেই সার্কাসের জোকার মাননীয়া মুখ্যমন্ত্রী । শেওড়াফুলি বাজার স্থানান্তরিত করার প্রতিবাদে এসে মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ।
শেওড়াফুলি পাইকারী সবজি বাজারকে দিল্লি রোডের পাশে RMC-তে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আজ মিছিলে যোগ দিতে আসেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন,‘‘শেওড়াফুলির 600 বছরের বাজারকে তুলে দেওয়ার জন্য তৃণমূল অন্যত্র সরিয়ে নিয়ে গেছে । তৃণমূলের নেতারা কাটমানি খাওয়ার জন্য এখানকার পাইকারি ব্যবসায়ীদের জায়গায় অন্য কিছু লোককে ঢুকিয়ে দিল । আমরা এর তীব্র ভাষায় নিন্দা করছি । এই বাজার যা ছিল তা তোলা যাবে না । দিল্লি রোডে শেওড়াফুলির বাজার নিয়ে গেলে সকলেরই অসুবিধা । এর সাথে প্রায় 500 ব্যবসায়ী যুক্ত আছে । সকলের পেটে মমতা বন্দ্যোপাধ্যায় লাথি মারছে । তৃণমূলের লোকেরা সেখানে লাখ লাখ টাকা কাঠমানি কামাচ্ছে ।’’
লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী লকডাউন নিয়ে ছেলেখেলা করছেন ৷ তিনি নিজেই ফিজ়িশিয়ান, নিজেই সায়েন্টিস্ট ৷ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা না করে লকডাউনের তারিখ লিখছেন, মুছছেন ৷ পুরোটাই সার্কাস চলছে । আর সেই সার্কাসের জোকার মাননীয়া মুখ্যমন্ত্রী ।’’
5 অগাস্টে লকডাউন প্রসঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাম রামচন্দ্র সনাতন ধর্মের ভগবান । আমরা পুজো করে আসছি তাঁকে । ওইদিন প্রধানমন্ত্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন । আর সেই দিনকেই মুখ্যমন্ত্রীর যত গায়ের জ্বালা । পশ্চিমবাংলা থেকে রামধনু উঠে গেছে । রংধনু হয়েছে পশ্চিমবঙ্গে । তাইতো রাম নাম করলে জেলে যেতে হয় । রামনবমী মিছিল করলে মিথ্যা মামলায় ফাঁসতে হয় । হনুমান জয়ন্তী মিছিল করলে পুলিশ গ্রেপ্তার করে । সরস্বতী পুজো করা যাবে না দুর্গা পুজো করা যাবে না । কিন্তু রোহিঙ্গারা এখানে এসে বাস করতে পারবে ।
তিনি আরও বলেন, ‘‘নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে মুখ্যমন্ত্রীর কোনও নজরদারি নেই । এই হুগলিতে আলুর মূল্য ঊর্ধ্বমুখী । এটা পুরো কালোবাজারি হচ্ছে । এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়েরা করছে । এই কাটমানির ভাগ কালীঘাটে যাচ্ছে ।’’