ETV Bharat / state

Chaos in Rishra: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এবার উত্তপ্ত রিষড়া, কড়া বিবৃতি রাজ্যপালের - রামনবমীর মিছিলে উত্তপ্ত রিষড়া

রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির রিষড়া ৷ ঘটনায় আহত হয়েছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ-সহ বেশ কয়েকজন ৷ ওই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও ৷ ঘটনায় কড়া বিবৃতি দিয়েছেন রাজ্যপাল ৷

Etv Bharat
রিষড়ার ঘটনা নিয়ে বিবৃতি রাজ্যপালের
author img

By

Published : Apr 2, 2023, 9:52 PM IST

Updated : Apr 3, 2023, 8:25 AM IST

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি রিষড়ায়

রিষড়া/দার্জিলিং, 2 এপ্রিল: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এবার উত্তেজনা ছড়াল হুগলির রিষড়ায় ৷ রবিবার সন্ধ্যায় এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ-সহ 15 জন ৷ আহতদের মধ্যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন বলেও খবর ৷ এদিন মিছিলকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ দুর্বৃত্ত, গুণ্ডা এবং অশান্তি সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে তিনি জানান ৷

এদিনের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর কমিশনারেটের পুলিশকে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হয় ৷ জানা গিয়েছে, তাতেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি । গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ৷ হাওড়ার শিবপুরের পর হুগলির রিষড়ার এই ঘটনা নিয়েও সরব হয়েছে বিরোধীরা ৷

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি'র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি এলাকায় উপস্থিত থাকাকালীনই অশান্তি শুরু হয় ৷ ঘটনায় আহত হয়েছেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ঘটনার প্রেক্ষিতে এলাকায় 144 ধারা জারি করা হয়েছে ৷ রাত 12টার পর কিছু এলাকায় বন্ধ করে দেওয়া হবে ইন্টারনেট পরিষেবাও ৷ এলাকায় গিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ও ডিইজি (বর্ধমান রেঞ্জ) শ্যাম সিং ৷

এদিন দার্জিলিংয়ে রাজভবনে সাংবাদিক বৈঠক করে এই ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন," দুর্বৃত্ত, গুণ্ডা এবং অশান্তি সৃষ্টিকারীদের আমরা কঠোর হাতে দমন করব । গণতন্ত্র এভাবে ভূ-লুণ্ঠিত হতে পারে না । আমরা সংকল্পবদ্ধ এই ধরনের ঘটনা থেকে রাজ্যকে মুক্ত করার জন্য ৷ এই ধরনের ঘটনার অবসান ঘটাতে হবে । আইন ভঙ্গকারীরা এবং নৈরাজ্য সৃষ্টিকারীরা শীঘ্রই বুঝতে পারবে যে তারা আগুন নিয়ে খেলছে । এর শাস্তি তারা পাবে ৷ পুলিশবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে ৷ আমরা এই ধরনের গুণ্ডামি, নৈতিকতার বিরোধীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় শেষ করব এবং তার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ ।"

আরও পড়ুন: বেআইনি কারবার ছেড়ে 'রাজু বন গয়া জেন্টলম্যান', এটাই কি তাঁর জীবনের কাল হল ?

এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, শান্তিপূর্ণ মিছিলে পাথর ছোড়া হয়েছে ৷ পুলিশের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, বোমাবাজিও হয় ৷ এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দিলীপ ৷ তবে এই ঘটনায় রাজ্য বিজেপি'র প্রাক্তন সভাপতিকে পালটা কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, দিলীপ ঘোষ যে এই মিছিলে আসবেন তা পুলিশকে জানানো হয়নি ৷ তিনি আসার পরেই উত্তেজনা ছড়ায় ৷ মিছিলে বড় বড় বাঁশ নিয়ে বহিরাগতরা এসেছিল বলেও তাঁর অভিযোগ ৷ বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে, প্ররোচনা দিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে কল্যাণের অভিযোগ ৷

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি রিষড়ায়

রিষড়া/দার্জিলিং, 2 এপ্রিল: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এবার উত্তেজনা ছড়াল হুগলির রিষড়ায় ৷ রবিবার সন্ধ্যায় এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ-সহ 15 জন ৷ আহতদের মধ্যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন বলেও খবর ৷ এদিন মিছিলকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ দুর্বৃত্ত, গুণ্ডা এবং অশান্তি সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে তিনি জানান ৷

এদিনের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর কমিশনারেটের পুলিশকে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হয় ৷ জানা গিয়েছে, তাতেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি । গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ৷ হাওড়ার শিবপুরের পর হুগলির রিষড়ার এই ঘটনা নিয়েও সরব হয়েছে বিরোধীরা ৷

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি'র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি এলাকায় উপস্থিত থাকাকালীনই অশান্তি শুরু হয় ৷ ঘটনায় আহত হয়েছেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ঘটনার প্রেক্ষিতে এলাকায় 144 ধারা জারি করা হয়েছে ৷ রাত 12টার পর কিছু এলাকায় বন্ধ করে দেওয়া হবে ইন্টারনেট পরিষেবাও ৷ এলাকায় গিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ও ডিইজি (বর্ধমান রেঞ্জ) শ্যাম সিং ৷

এদিন দার্জিলিংয়ে রাজভবনে সাংবাদিক বৈঠক করে এই ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন," দুর্বৃত্ত, গুণ্ডা এবং অশান্তি সৃষ্টিকারীদের আমরা কঠোর হাতে দমন করব । গণতন্ত্র এভাবে ভূ-লুণ্ঠিত হতে পারে না । আমরা সংকল্পবদ্ধ এই ধরনের ঘটনা থেকে রাজ্যকে মুক্ত করার জন্য ৷ এই ধরনের ঘটনার অবসান ঘটাতে হবে । আইন ভঙ্গকারীরা এবং নৈরাজ্য সৃষ্টিকারীরা শীঘ্রই বুঝতে পারবে যে তারা আগুন নিয়ে খেলছে । এর শাস্তি তারা পাবে ৷ পুলিশবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে ৷ আমরা এই ধরনের গুণ্ডামি, নৈতিকতার বিরোধীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় শেষ করব এবং তার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ ।"

আরও পড়ুন: বেআইনি কারবার ছেড়ে 'রাজু বন গয়া জেন্টলম্যান', এটাই কি তাঁর জীবনের কাল হল ?

এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, শান্তিপূর্ণ মিছিলে পাথর ছোড়া হয়েছে ৷ পুলিশের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, বোমাবাজিও হয় ৷ এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দিলীপ ৷ তবে এই ঘটনায় রাজ্য বিজেপি'র প্রাক্তন সভাপতিকে পালটা কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, দিলীপ ঘোষ যে এই মিছিলে আসবেন তা পুলিশকে জানানো হয়নি ৷ তিনি আসার পরেই উত্তেজনা ছড়ায় ৷ মিছিলে বড় বড় বাঁশ নিয়ে বহিরাগতরা এসেছিল বলেও তাঁর অভিযোগ ৷ বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে, প্ররোচনা দিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে কল্যাণের অভিযোগ ৷

Last Updated : Apr 3, 2023, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.