ETV Bharat / state

লকেট-অর্জুনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা চন্দননগর পুলিশের

author img

By

Published : May 16, 2020, 4:36 PM IST

Updated : May 17, 2020, 7:12 AM IST

ভদ্রেশ্বর তেলিনীপাড়ার ঘটনা নিয়ে জেলায় শাসকের দপ্তরে সামনে ধরনায় বসেন লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিং । তারপর তেলিনীপাড়ায় যাওয়ার চেষ্টা করেন তাঁরা । তাঁদের রাস্তায় আটকে দেওয়া হয় । এরপর লকেট চট্টোপাধ্যায় ফেসবুকে কিছু উসকানিমূলক পোস্ট করেন । এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তাঁর ও অর্জুন সিংয়ের বিরুদ্ধে এই মামলা রুজু করছে চন্দননগর পুলিশ ।

Chandannagar Commissioner of Police filed non-bailable case against Locket Chatterjee and Arjun Singh
লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিং-এর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা চন্দননগর কমিশনার পুলিশের

চুঁচুড়া, 16 মে : হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল চন্দননগর পুলিশ ৷ চুঁচুড়া মহিলা থানা ও চন্দননগর লাইসেন্স সেকশনের তরফে 153a , 486, 469, 505/ 2, 506 , 120b ও 41 ধারায় মামলা রুজু করা হয়েছে ।

জানা গেছে, ভদ্রেশ্বর তেলিনীপাড়ার ঘটনা নিয়ে জেলায় শাসকের দপ্তরে সামনে অবস্থান বিক্ষোভে বসেন লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিং । তারপর তেলিনীপাড়ায় যাওয়ার চেষ্টা করেন তাঁরা । তাঁদের রাস্তায় আটকে দেওয়া হয় । এরপর লকেট চট্টোপাধ্যায় ফেসবুকে কিছু উসকানিমূলক পোস্ট করেন । এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তাঁর ও অর্জুন সিংয়ের বিরুদ্ধে এই মামলা রুজু করছে চন্দননগর কমিশনার পুলিশ । তবে এই মামলা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, " আমাকে দমানোর চেষ্টা করা হচ্ছে ৷ আমি সাংসদ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাইছি । "

চুঁচুড়া হুগলি জেলার সাংগঠনিক অফিসে এসে লকেট চট্টোপাধ্যায় বলেন, " আমি নাকি দাঙ্গা ছড়াতে এসেছি । কয়েকজন ফেসবুকে যেভাবে আমার বিরুদ্ধে পোস্ট করছেন । সেই সঙ্গে পুলিশও উঠে পড়ে লেগেছে আমার বিরুদ্ধে । অভিযোগ করছে, আমি নাকি মিথ্যা পোস্ট শেয়ার করেছি । মানুষ সত্যিটা জানে । এখানে আমার কিছু বলার নেই । ওখানকার স্থানীয় মানুষ আমাকে ভিডিয়ো পাঠিয়েছেন । আমি সেইগুলো মানুষকে জানিয়েছি । সারাদেশ কোরোনার বিরুদ্ধে লড়ছে । ভদ্রেশ্বর তেলিনীপাড়ার মানুষ কোরোনার চেয়েও কমিউনাল ক্রাইসিসের মধ্যে পড়েছেন । ওই এলাকায় যেভাবে লুটপাট হয়েছে মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে । "

লকেটের দাবি, "সেখানে আমি গেছিলাম মানুষের সঙ্গে দেখা করতে । আমাকে সব সময় আটকানো হয়েছে । আগামীদিনে আমি যেন এসব কিছু না করি সেজন্যই আমাকে শুধুমাত্র আটকানোর জন্যই প্রচেষ্টা করা হয়েছে । যাতে মানুষের কাছে পৌঁছাতে না পারি । আমি আজও তেলিনীপাড়ার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব ৷ কারণ আমি ওখানকার সাংসদ ৷ তাই সাংসদ হিসেবে এই সময় মানুষের কাছে পাশে দাঁড়ানো উচিত । "

চুঁচুড়া, 16 মে : হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল চন্দননগর পুলিশ ৷ চুঁচুড়া মহিলা থানা ও চন্দননগর লাইসেন্স সেকশনের তরফে 153a , 486, 469, 505/ 2, 506 , 120b ও 41 ধারায় মামলা রুজু করা হয়েছে ।

জানা গেছে, ভদ্রেশ্বর তেলিনীপাড়ার ঘটনা নিয়ে জেলায় শাসকের দপ্তরে সামনে অবস্থান বিক্ষোভে বসেন লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিং । তারপর তেলিনীপাড়ায় যাওয়ার চেষ্টা করেন তাঁরা । তাঁদের রাস্তায় আটকে দেওয়া হয় । এরপর লকেট চট্টোপাধ্যায় ফেসবুকে কিছু উসকানিমূলক পোস্ট করেন । এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তাঁর ও অর্জুন সিংয়ের বিরুদ্ধে এই মামলা রুজু করছে চন্দননগর কমিশনার পুলিশ । তবে এই মামলা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, " আমাকে দমানোর চেষ্টা করা হচ্ছে ৷ আমি সাংসদ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাইছি । "

চুঁচুড়া হুগলি জেলার সাংগঠনিক অফিসে এসে লকেট চট্টোপাধ্যায় বলেন, " আমি নাকি দাঙ্গা ছড়াতে এসেছি । কয়েকজন ফেসবুকে যেভাবে আমার বিরুদ্ধে পোস্ট করছেন । সেই সঙ্গে পুলিশও উঠে পড়ে লেগেছে আমার বিরুদ্ধে । অভিযোগ করছে, আমি নাকি মিথ্যা পোস্ট শেয়ার করেছি । মানুষ সত্যিটা জানে । এখানে আমার কিছু বলার নেই । ওখানকার স্থানীয় মানুষ আমাকে ভিডিয়ো পাঠিয়েছেন । আমি সেইগুলো মানুষকে জানিয়েছি । সারাদেশ কোরোনার বিরুদ্ধে লড়ছে । ভদ্রেশ্বর তেলিনীপাড়ার মানুষ কোরোনার চেয়েও কমিউনাল ক্রাইসিসের মধ্যে পড়েছেন । ওই এলাকায় যেভাবে লুটপাট হয়েছে মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে । "

লকেটের দাবি, "সেখানে আমি গেছিলাম মানুষের সঙ্গে দেখা করতে । আমাকে সব সময় আটকানো হয়েছে । আগামীদিনে আমি যেন এসব কিছু না করি সেজন্যই আমাকে শুধুমাত্র আটকানোর জন্যই প্রচেষ্টা করা হয়েছে । যাতে মানুষের কাছে পৌঁছাতে না পারি । আমি আজও তেলিনীপাড়ার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব ৷ কারণ আমি ওখানকার সাংসদ ৷ তাই সাংসদ হিসেবে এই সময় মানুষের কাছে পাশে দাঁড়ানো উচিত । "

Last Updated : May 17, 2020, 7:12 AM IST

For All Latest Updates

TAGGED:

loket
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.