ETV Bharat / state

CMC Election 2022 : এবারের পৌরভোটেও 30 বছরের ‘নির্মীয়মাণ’ চন্দননগর ইন্ডোর স্টেডিয়াম অন্যতম ইস্যু

চন্দননগরে পৌর নির্বাচনের (CMC Election 2022) দামামা বাজতেই আবারও আলোচনায় এখানকার নির্মীয়মাণ ইন্ডোর স্টেডিয়াম (Chandannagar Indoor Stadium) ৷ গত 30 বছরেরও বেশি সময় ধরে যার নির্মাণকাজ শেষ হয়নি ! আসন্ন ভোটে এটাই রাজনীতিকদের অন্যতম ইস্যু (CMC Election Issue) ৷

chandannagar indoor stadium is a vital issue of cmc election 2022
CMC Election 2022 : ভোটের আগে আবারও আলোচনায় 30 বছর ধরে ‘নির্মীয়মাণ’ চন্দননগর ইনডোর স্টেডিয়াম
author img

By

Published : Jan 13, 2022, 5:10 PM IST

চন্দননগর, 13 জানুয়ারি : দুয়ারে পৌরভোট (CMC Election 2022) ৷ তার আগে চন্দননগর ইন্ডোর স্টেডিয়াম (Chandannagar Indoor Stadium) নিয়ে চড়ছে রাজনীতির পারদ ৷ গত 30 বছর ধরে এই স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হয়নি ! এর জন্য তৃণমূলকেই একযোগে দায়ী করছে বাম-বিজেপি ৷ শহরের প্রাক্তন কাউন্সিলর তথা বামনেতা জয়ন্ত চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, 1991 সালের 14 অক্টোবর এই স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন রাজ্যর তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী ৷ স্থানীয় পাল পরিবারের দানের জমিতে শুরু হয়েছিল নির্মাণকাজ ৷ পরবর্তীতে পৌর বোর্ড থেকে বামেরা সরে যেতেই স্তব্ধ হয়ে যায় গোটা প্রকল্প ৷

আরও পড়ুন : Chandernagore Alo-Hub controversy : এক বছর পরও 'অন্ধকারে' আলো-হাব, বিরোধীদের নিশানায় তৃণমূল

বর্তমানে গোটা স্টেডিয়াম চত্বরটারই বেহাল দশা ৷ যেখানে খেলার আসর বসার কথা ছিল, এখন সেই জমিই ঢাকা পড়েছে আগাছায় ৷ খেলোয়ারদের বিশ্রামের জন্য তৈরি ঘরে সংসার পেতেছেন গৃহহীনরা ৷ স্টেডিয়াম চত্বরে তৈরি দোকান ঘরে রমরমিয়ে চলছে বেআইনি গ্যারাজ ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আঁধার নামলেই স্টেডিয়ামের ভিতর জমে ওঠে মদ, গাঁজা, জুয়ার ঠেক ৷

গোটা ঘটনায় তিতিবিরক্ত পাল পরিবারের সদস্যরা ৷ পরিবারের পক্ষ থেকে সুশান্ত পাল জানান, এলাকার ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই এই জমি দান করেছিলেন তাঁরা ৷ যাতে যুবরা আরও বেশি করে খেলাধুলোর সুযোগ পান ৷ কিন্তু, এখন তাঁদের সেই স্টেডিয়ামের অবস্থা শোচনীয় ৷ রক্ষণাবক্ষণের অভাবে ভেঙে পড়ছে নানা অংশ ৷ মাঝেমধ্যেই চুরি হয়ে যাচ্ছে ঢালাইয়ের লোহার রড ৷ উপরন্তু, গোটা চত্বরটাই ধীরে ধীরে দখল হয় যাচ্ছে ৷ অথচ তাতেও কোনও হুঁশ নেই প্রশাসনের ৷

আরও পড়ুন : Municipal Election 2022 : চন্দননগরে দুই ওয়ার্ডে স্বামী-স্ত্রীকে টিকিট দিল তৃণমূল

তবে বিরোধীরা যাই বলুন, গাফিলতি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব ৷ বিদায়ী মেয়র রাম চক্রবর্তীর বক্তব্য, খুব দ্রুত স্টেডিয়ামের কাজ শেষ করে তা উদ্বোধন করে দেওয়া হবে ৷ কিন্তু প্রশ্ন হল, এত বছর ধরে সেই কাজটাই হল না কেন ? এর উত্তর মেলেনি ৷

চন্দননগর, 13 জানুয়ারি : দুয়ারে পৌরভোট (CMC Election 2022) ৷ তার আগে চন্দননগর ইন্ডোর স্টেডিয়াম (Chandannagar Indoor Stadium) নিয়ে চড়ছে রাজনীতির পারদ ৷ গত 30 বছর ধরে এই স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হয়নি ! এর জন্য তৃণমূলকেই একযোগে দায়ী করছে বাম-বিজেপি ৷ শহরের প্রাক্তন কাউন্সিলর তথা বামনেতা জয়ন্ত চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, 1991 সালের 14 অক্টোবর এই স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন রাজ্যর তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী ৷ স্থানীয় পাল পরিবারের দানের জমিতে শুরু হয়েছিল নির্মাণকাজ ৷ পরবর্তীতে পৌর বোর্ড থেকে বামেরা সরে যেতেই স্তব্ধ হয়ে যায় গোটা প্রকল্প ৷

আরও পড়ুন : Chandernagore Alo-Hub controversy : এক বছর পরও 'অন্ধকারে' আলো-হাব, বিরোধীদের নিশানায় তৃণমূল

বর্তমানে গোটা স্টেডিয়াম চত্বরটারই বেহাল দশা ৷ যেখানে খেলার আসর বসার কথা ছিল, এখন সেই জমিই ঢাকা পড়েছে আগাছায় ৷ খেলোয়ারদের বিশ্রামের জন্য তৈরি ঘরে সংসার পেতেছেন গৃহহীনরা ৷ স্টেডিয়াম চত্বরে তৈরি দোকান ঘরে রমরমিয়ে চলছে বেআইনি গ্যারাজ ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আঁধার নামলেই স্টেডিয়ামের ভিতর জমে ওঠে মদ, গাঁজা, জুয়ার ঠেক ৷

গোটা ঘটনায় তিতিবিরক্ত পাল পরিবারের সদস্যরা ৷ পরিবারের পক্ষ থেকে সুশান্ত পাল জানান, এলাকার ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই এই জমি দান করেছিলেন তাঁরা ৷ যাতে যুবরা আরও বেশি করে খেলাধুলোর সুযোগ পান ৷ কিন্তু, এখন তাঁদের সেই স্টেডিয়ামের অবস্থা শোচনীয় ৷ রক্ষণাবক্ষণের অভাবে ভেঙে পড়ছে নানা অংশ ৷ মাঝেমধ্যেই চুরি হয়ে যাচ্ছে ঢালাইয়ের লোহার রড ৷ উপরন্তু, গোটা চত্বরটাই ধীরে ধীরে দখল হয় যাচ্ছে ৷ অথচ তাতেও কোনও হুঁশ নেই প্রশাসনের ৷

আরও পড়ুন : Municipal Election 2022 : চন্দননগরে দুই ওয়ার্ডে স্বামী-স্ত্রীকে টিকিট দিল তৃণমূল

তবে বিরোধীরা যাই বলুন, গাফিলতি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব ৷ বিদায়ী মেয়র রাম চক্রবর্তীর বক্তব্য, খুব দ্রুত স্টেডিয়ামের কাজ শেষ করে তা উদ্বোধন করে দেওয়া হবে ৷ কিন্তু প্রশ্ন হল, এত বছর ধরে সেই কাজটাই হল না কেন ? এর উত্তর মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.