ETV Bharat / state

Fact Finding Team Stopped: রিষড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়া দলকে শ্রীরামপুরেই আটকাল পুলিশ - তথ্য অনুসন্ধানকারী দল

হুগলির রিষড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে শনিবার যেতে চেয়েছিল একটি তথ্য অনুসন্ধানকারী দল ৷ কিন্তু তাঁদের আটকে দেওয়া হয় শ্রীরামপুরে ৷ 144 ধারা জারি আছে বলে পুলিশ তাদের আটকে দেয় ৷

Fact Finding Team Stopped
Fact Finding Team Stopped
author img

By

Published : Apr 8, 2023, 6:21 PM IST

রিষড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়া দলকে শ্রীরামপুরেই আটকাল পুলিশ

শ্রীরামপুর (হুগলি), 8 এপ্রিল: হুগলির রিষড়ায় যেতে পারল না তথ্য অনুসন্ধানকারী দল ৷ ওই দলের সদস্যদের শনিবার শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডের উপরেই আটকে দেয় পুলিশ ৷ পুলিশের বক্তব্য, রিষড়ায় 144 ধারা জারি রয়েছে, তাই সেখানে যেতে দেওয়া হবে না ৷ এই নিয়ে দীর্ঘক্ষণ ওই তথ্য অনুসন্ধানকারী দলের সদস্যদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় ৷ শেষে তাঁরা সেখান থেকে ফিরে যান ৷

গত রবিবার সন্ধ্যায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গোলমাল ছড়িয়েছিল হুগলির রিষড়ায় ৷ পরদিন সোমবারও অশান্ত ছিল পুরো এলাকা ৷ পরিস্থিতি সামলাতে পুলিশ মোতায়েন করা হয় এলাকায় ৷ কিন্তু বাইরে থেকে অন্য কাউকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ পরপর দু’দিন চেষ্টা করেও রিষড়ায় যেতে পারেননি বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ রিষড়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ৷ তিনিই ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি পুলিশি বাধার জেরে ৷

এই পরিস্থিতিতে শনিবার রিষড়ার অশান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার চেষ্টা করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অফ হিউম্যান রাইটস ভায়োলেশনের এক প্রতিনিধি দল ৷ কিন্তু 144 ধারা জারি থাকায় চন্দননগর কমিশনারেটের পুলিশ তাদেরও রিষড়ায় যেতে দেয়নি ৷ ওই তথ্য অনুসন্ধানকারী দলের সদস্য রাজপাল সিং বলেন, ‘‘আমরা রিষড়ায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলতাম । সেদিন পুলিশের কি ভূমিকা ছিল, মানুষের কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করতাম ৷ সেই কাজে আমাদের বাধা দেওয়া হয়েছে ।’’

Fact Finding Team Stopped
রিষড়া যাওয়ার পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আটকাল পুলিশ

এছাড়াও ওই প্রতিনিধি দলের সদস্যদের বক্তব্য, দেশের নাগরিক হিসেবে তাঁদের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার আছে ৷ 144 ধারা জারি থাকলে, তাঁরা একজন একজন করে যেতেন ৷ তার পরও পুলিশ তাঁদের যেতে দেয়নি ৷ সেই সূত্রেই হরিয়ানা পুলিশের প্রাক্তন আইজি প্রশ্ন তুলেছেন, কেন তাঁদের আটকে দেওয়া হল ? তাঁদের জন্য কী ক্ষতি হবে ?

যদিও এই নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি ৷ তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, যেহেতু বেশ কিছু জায়গায় 144 ধারা জারি করা আছে, তাই কাউকে যেতে দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: ধীরে ধীরে ছন্দে ফিরলেও আতঙ্কিত রিষড়ার মানুষ

রিষড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়া দলকে শ্রীরামপুরেই আটকাল পুলিশ

শ্রীরামপুর (হুগলি), 8 এপ্রিল: হুগলির রিষড়ায় যেতে পারল না তথ্য অনুসন্ধানকারী দল ৷ ওই দলের সদস্যদের শনিবার শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডের উপরেই আটকে দেয় পুলিশ ৷ পুলিশের বক্তব্য, রিষড়ায় 144 ধারা জারি রয়েছে, তাই সেখানে যেতে দেওয়া হবে না ৷ এই নিয়ে দীর্ঘক্ষণ ওই তথ্য অনুসন্ধানকারী দলের সদস্যদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় ৷ শেষে তাঁরা সেখান থেকে ফিরে যান ৷

গত রবিবার সন্ধ্যায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গোলমাল ছড়িয়েছিল হুগলির রিষড়ায় ৷ পরদিন সোমবারও অশান্ত ছিল পুরো এলাকা ৷ পরিস্থিতি সামলাতে পুলিশ মোতায়েন করা হয় এলাকায় ৷ কিন্তু বাইরে থেকে অন্য কাউকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ পরপর দু’দিন চেষ্টা করেও রিষড়ায় যেতে পারেননি বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ রিষড়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ৷ তিনিই ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি পুলিশি বাধার জেরে ৷

এই পরিস্থিতিতে শনিবার রিষড়ার অশান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার চেষ্টা করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অফ হিউম্যান রাইটস ভায়োলেশনের এক প্রতিনিধি দল ৷ কিন্তু 144 ধারা জারি থাকায় চন্দননগর কমিশনারেটের পুলিশ তাদেরও রিষড়ায় যেতে দেয়নি ৷ ওই তথ্য অনুসন্ধানকারী দলের সদস্য রাজপাল সিং বলেন, ‘‘আমরা রিষড়ায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলতাম । সেদিন পুলিশের কি ভূমিকা ছিল, মানুষের কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করতাম ৷ সেই কাজে আমাদের বাধা দেওয়া হয়েছে ।’’

Fact Finding Team Stopped
রিষড়া যাওয়ার পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আটকাল পুলিশ

এছাড়াও ওই প্রতিনিধি দলের সদস্যদের বক্তব্য, দেশের নাগরিক হিসেবে তাঁদের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার আছে ৷ 144 ধারা জারি থাকলে, তাঁরা একজন একজন করে যেতেন ৷ তার পরও পুলিশ তাঁদের যেতে দেয়নি ৷ সেই সূত্রেই হরিয়ানা পুলিশের প্রাক্তন আইজি প্রশ্ন তুলেছেন, কেন তাঁদের আটকে দেওয়া হল ? তাঁদের জন্য কী ক্ষতি হবে ?

যদিও এই নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি ৷ তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, যেহেতু বেশ কিছু জায়গায় 144 ধারা জারি করা আছে, তাই কাউকে যেতে দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: ধীরে ধীরে ছন্দে ফিরলেও আতঙ্কিত রিষড়ার মানুষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.