চন্দননগর, 13 জুলাই: রাজ্যে গত কয়েকদিন ধরে ভুয়ো আইএএস-সিবিআই অফিসারের পাশাপাশি এবার আটক করা হয়েছে ভুয়ো মানবধিকার সংগঠনের মূল পাণ্ডা রঞ্জন সরকারকে । মঙ্গলবার তাঁর সাতদিনের পুলিশি রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে । চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে । পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তর বিরুদ্ধে আরও কিছু অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে ।
ইতিমধ্যেই এই ব্যক্তির কাছ থেকে ভুয়ো নানা কাগজপত্র উদ্ধার করা হয়েছে । উদ্ধার করা হয়েছে ভুয়ো মার্কশিট, রেল সহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগপত্র এবং অন্যান্য সামগ্রী । চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ বলেন, "জেলা ভিত্তিকভাবে নাকা চেকিংয়ের সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরা হয় ।" তিনি পুলিশকে জানায়, মানবাধিকার সংঠনের উচ্চপদে থাকা ব্যক্তির সঙ্গে কাজ করেন । কমিশনার জানান, তারপরই চন্দননগর কমিশনারেটের পুলিশ সেখানে তদন্তের স্বার্থে গিয়ে জানতে পারে নীলবাতি লাগানো গাড়ি সহ বহু সার্টিফিকেট উদ্ধার করা হয় ।
আরও পড়ুন: যুব কংগ্রেসের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বারাসতে, লাঠিচার্জ পুলিশের
ধৃত ব্যক্তি আরও বেশ কয়েকজন সমাজের প্রভাবশালী ব্যক্তির পরিচিত বলেও জেরায় জানান তিনি । বিভিন্ন সময় তিনি নীলবাতি লাগানো গাড়ি এবং দেহরক্ষী সঙ্গে নিয়ে ঘুড়তেন । এই ব্যক্তি আর কাকে কাকে প্রতারিত করতেন তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছে কিনা সেটাও জানার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে ।