চাঁপদানি, 25 মে : আমফান আছড়ে পড়ার পর কেটে গেছে পাঁচদিন । কিন্তু, এখনও জলও বিদ্যুৎ নেই ভদ্রেশ্বরের চাঁপদানি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে । এর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ৷
ঘূর্ণিঝড় আমফানের জেরে ক্ষতিগ্রস্ত হুগলির চাঁপদানি এলাকা ৷ এই পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ পরিষেবা বন্ধ পাঁচ-ছ’দিন ধরে ৷ তার সঙ্গে বন্ধ রয়েছে জল সরবরাহ ৷ তারপরও স্থানীয় কাউন্সিলর এলাকা পরিদর্শনে আসেননি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ আর আজ সকাল থেকে বিদ্যুৎ ও জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ওয়ার্ডের বাসিন্দারা ৷ তাঁরা বলেন, ‘‘আমরা শিশু ও বয়স্কদের নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছি ৷ আমফানের পর বিদ্যুৎ নেই । ঘরে খাবার জল নেই ৷ কাউন্সিলর একবারও খোঁজ নিয়ে যাননি ৷ বাধ্য হয়ে আমরা অবরোধ করেছি ৷’’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে কখনও কথা বলা যায় না ৷ তাঁর সঙ্গে দেখা করতে গেলে ফিরিয়ে দেওয়া হয় ৷ তিনি কারও ফোন ধরেন না ৷ বিক্ষোভকারীদের মধ্যে অনেকে অভিযোগ করেন, ‘‘শুধু ভোটের সময় কাউন্সিলরের দেখা পাওয়া যায় ৷ বিপদের তাঁর পাত্তা নেই ৷ ’’