ETV Bharat / state

খাদ্যসামগ্রী বিলি, বিক্ষোভের মুখে আরামবাগের চেয়ারম্যান - আরামবাগ

ত্রাণ সামগ্রী বিলি করতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী । বাসিন্দাদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এলাকায় কোনও উন্নয়ন হয়নি ।

arambagh_chairmen
arambagh_chairmen
author img

By

Published : Mar 30, 2020, 8:39 PM IST

আরামবাগ, 30 মার্চ: লকডাউনের কারণে চাল-ডাল-আলু নিয়ে এলাকার দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়াতে উপস্থিত হয়েছিলেন । খাদ্যসামগ্রী বিলি করা তো হলই না, উলটে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী । বাসিন্দাদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এলাকায় কোনও উন্নয়ন হয়নি ।

সোমবার দুপুরে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন । কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি চাল-ডাল-আলু দিতে গিয়েছিলেন । কিন্তু এলাকাবাসী তা প্রত্যাখ্যান করে । পাশাপাশি পৌর এলাকার বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন স্বপন নন্দী ।তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কোনও উন্নয়ন নেই। নিকাশি ব্যবস্থা নেই । ড্রেনের নোংরা জল রাস্তায় উঠে এসেছে । বর্ষায় বাস করা অসম্ভব হয়ে দাঁড়ায় । মশার জ্বালায় অস্থির হয়ে ওঠে এলাকার বাসিন্দারা । ডেঙ্গির লার্ভা, মশাবাহিত রোগ সহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এখানে । তাঁদের আরও অভিযোগ, এলাকাবাসী কোনও সরকারি সুবিধা পায় না । নেই বার্ধক্য ভাতা । প্রায় সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত 13 নম্বর ওয়ার্ড ।

এদিন 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনতি ক্ষেত্রপাল বলেন, “কোরোনা সংক্রমণ এড়াতে লকডাউনের জেরে বন্ধ হয়ে গেছে সব কাজ । অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করলেও বর্তমানে তা বন্ধ । বাড়ির কর্তাদের রোজগারও নেই । তাই খাবার অভাব দেখা দিতে শুরু করেছে । সেখানে মাত্র 500 গ্রাম চাল আর দুটো আলু দিতে এসেছেন চেয়ারম্যান । আমরাই বরং ওঁকে এক কেজি চাল দিচ্ছি । আমরা ওঁর ত্রাণ নেব না ।“

প্রবল বিক্ষোভের জেরে শেষমেশ ত্রাণ নিয়ে ফিরে যান আরামবাগ পৌরসভার চেয়ারম্যান । যদিও বিক্ষোভের কথা স্বীকার করেননি তিনি । স্বপন নন্দীর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো বাড়ি বাড়ি গিয়ে আমাদের কর্মীরা চাল-ডাল-আলু পৌঁছে দিচ্ছে । যাতে কেউ অনাহারে না থাকে । কোথাও কোনও বিক্ষোভ হয়নি।”

আরামবাগ, 30 মার্চ: লকডাউনের কারণে চাল-ডাল-আলু নিয়ে এলাকার দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়াতে উপস্থিত হয়েছিলেন । খাদ্যসামগ্রী বিলি করা তো হলই না, উলটে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী । বাসিন্দাদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এলাকায় কোনও উন্নয়ন হয়নি ।

সোমবার দুপুরে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন । কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি চাল-ডাল-আলু দিতে গিয়েছিলেন । কিন্তু এলাকাবাসী তা প্রত্যাখ্যান করে । পাশাপাশি পৌর এলাকার বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন স্বপন নন্দী ।তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কোনও উন্নয়ন নেই। নিকাশি ব্যবস্থা নেই । ড্রেনের নোংরা জল রাস্তায় উঠে এসেছে । বর্ষায় বাস করা অসম্ভব হয়ে দাঁড়ায় । মশার জ্বালায় অস্থির হয়ে ওঠে এলাকার বাসিন্দারা । ডেঙ্গির লার্ভা, মশাবাহিত রোগ সহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এখানে । তাঁদের আরও অভিযোগ, এলাকাবাসী কোনও সরকারি সুবিধা পায় না । নেই বার্ধক্য ভাতা । প্রায় সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত 13 নম্বর ওয়ার্ড ।

এদিন 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনতি ক্ষেত্রপাল বলেন, “কোরোনা সংক্রমণ এড়াতে লকডাউনের জেরে বন্ধ হয়ে গেছে সব কাজ । অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করলেও বর্তমানে তা বন্ধ । বাড়ির কর্তাদের রোজগারও নেই । তাই খাবার অভাব দেখা দিতে শুরু করেছে । সেখানে মাত্র 500 গ্রাম চাল আর দুটো আলু দিতে এসেছেন চেয়ারম্যান । আমরাই বরং ওঁকে এক কেজি চাল দিচ্ছি । আমরা ওঁর ত্রাণ নেব না ।“

প্রবল বিক্ষোভের জেরে শেষমেশ ত্রাণ নিয়ে ফিরে যান আরামবাগ পৌরসভার চেয়ারম্যান । যদিও বিক্ষোভের কথা স্বীকার করেননি তিনি । স্বপন নন্দীর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো বাড়ি বাড়ি গিয়ে আমাদের কর্মীরা চাল-ডাল-আলু পৌঁছে দিচ্ছে । যাতে কেউ অনাহারে না থাকে । কোথাও কোনও বিক্ষোভ হয়নি।”

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.