ETV Bharat / state

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুন, CBI তদন্তের দাবি স্ত্রী নীতুর - dilip ram

তৃণমূল নেতা দিলীপ রাম খুনের ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী । এদিকে এই ঘটনার পরই চুঁচুড়া থানার IC- নিরুপম ঘোষকে বদলি করা হয় । সেইসঙ্গে বদলি করা হয় ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকেও ।

নীতু সিং
author img

By

Published : Jun 30, 2019, 10:05 PM IST

Updated : Jun 30, 2019, 10:27 PM IST

ব্যান্ডেল, 30 জুন : তৃণমূল নেতা দিলীপ রাম খুনের ঘটনায় CBI তদন্তের দাবি জানালেন তাঁর স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান নীতু সিং । দোষী যেই হোক তার ফাঁসির দাবি জানিয়েছেন তিনি । এদিকে খুনের ঘটনার পর আজই চুঁচুড়া থানার IC- নিরুপম ঘোষকে বদল করা হল । সেইসঙ্গে বদলি করা হয় ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকেও ।

নীতু সিং বলেন, "আমার স্বামী তৃণমূল করত । আমরাও করি । আমি দিদিকে অনুরোধ করব ঘটনার CBI তদন্ত হোক । দোষী যেই হোক তার ফাঁসি চাই ।" দিলীপবাবুকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে না কি কোনও দুষ্কৃতী এর সঙ্গে জড়িত ? এই প্রশ্নের উত্তরে অবশ্য নীতু বলেন, "দু'টোই হতে পারে । পার্টি থেকেও হতে পারে । আমার স্বামী সামুন্দ্রি যাদব নামে একজনের কথা বলত । এবার আপনারা খুঁজে বার করুন কে করেছে ?" পুলিশের ওপর আস্থা আছে কি ? নীতু বলেন, "24 ঘণ্টা হয়ে গেছে । এখনও কিছু করতে পারেনি । চলতি মাসের 23 তারিখে দিলীপবাবুকে খুনের হুমকি দেওয়া হয়েছিল । তারপর পুলিশকে জানাই । কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি ।"

ভিডিয়োয় দেখুন

গতকাল সকালে ব্যান্ডেল স্টেশনের কাছে দিলীপ রামকে পিছন থেকে গুলি করা হয় । আজ ব্যান্ডেল GRP OC মহাবীর বেরা ও ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্ত ব্যান্ডেল লিচুবাগানে দিলীপবাবুর বাড়িতে যান । তদন্তের স্বার্থে দিলীপবাবুর স্ত্রীর সঙ্গে কথা বলেন । জিজ্ঞাসাবাদ করেন । তবে দুপুরের দিকে চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে চুঁচুড়া থানার IC নিরুপম ঘোষকে বদলি করা হয় । তাঁর জায়গায় অরিজিৎ দাশগুপ্তকে আনা হয় । সেইসঙ্গে আজ সন্ধ্যায় বদলি করা হয় ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকে ।

এখনও পর্যন্ত দিলীপ রাম খুনের ঘটনায় পুলিশ ডিম্পল নামে এক ব্যক্তিকে আটক করেছে ।

ব্যান্ডেল, 30 জুন : তৃণমূল নেতা দিলীপ রাম খুনের ঘটনায় CBI তদন্তের দাবি জানালেন তাঁর স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান নীতু সিং । দোষী যেই হোক তার ফাঁসির দাবি জানিয়েছেন তিনি । এদিকে খুনের ঘটনার পর আজই চুঁচুড়া থানার IC- নিরুপম ঘোষকে বদল করা হল । সেইসঙ্গে বদলি করা হয় ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকেও ।

নীতু সিং বলেন, "আমার স্বামী তৃণমূল করত । আমরাও করি । আমি দিদিকে অনুরোধ করব ঘটনার CBI তদন্ত হোক । দোষী যেই হোক তার ফাঁসি চাই ।" দিলীপবাবুকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে না কি কোনও দুষ্কৃতী এর সঙ্গে জড়িত ? এই প্রশ্নের উত্তরে অবশ্য নীতু বলেন, "দু'টোই হতে পারে । পার্টি থেকেও হতে পারে । আমার স্বামী সামুন্দ্রি যাদব নামে একজনের কথা বলত । এবার আপনারা খুঁজে বার করুন কে করেছে ?" পুলিশের ওপর আস্থা আছে কি ? নীতু বলেন, "24 ঘণ্টা হয়ে গেছে । এখনও কিছু করতে পারেনি । চলতি মাসের 23 তারিখে দিলীপবাবুকে খুনের হুমকি দেওয়া হয়েছিল । তারপর পুলিশকে জানাই । কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি ।"

ভিডিয়োয় দেখুন

গতকাল সকালে ব্যান্ডেল স্টেশনের কাছে দিলীপ রামকে পিছন থেকে গুলি করা হয় । আজ ব্যান্ডেল GRP OC মহাবীর বেরা ও ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্ত ব্যান্ডেল লিচুবাগানে দিলীপবাবুর বাড়িতে যান । তদন্তের স্বার্থে দিলীপবাবুর স্ত্রীর সঙ্গে কথা বলেন । জিজ্ঞাসাবাদ করেন । তবে দুপুরের দিকে চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে চুঁচুড়া থানার IC নিরুপম ঘোষকে বদলি করা হয় । তাঁর জায়গায় অরিজিৎ দাশগুপ্তকে আনা হয় । সেইসঙ্গে আজ সন্ধ্যায় বদলি করা হয় ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকে ।

এখনও পর্যন্ত দিলীপ রাম খুনের ঘটনায় পুলিশ ডিম্পল নামে এক ব্যক্তিকে আটক করেছে ।

Intro:দিলীপ রাম খুনের ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন তার স্ত্রী।দোষীরা যেই হোক তাদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।পুলিশের দিকে আঙ্গুল উঠেছে বাড়ে বাড়ে।এই খুনের ঘটনায় চুঁচুড়া থানার IC বদল করল প্রশাসন।
আজ সাংবাদিকদের প্রশ্নে ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান নীতু সিং বলেন এই খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কানে পৌঁছাতে হবে।আমার স্বামী তৃণমূলই করতেন।ব্যান্ডেল এলাকায় তৃণমূলের নেতৃত্ব তিনিই দিতেন এবং দল সামলাতেন।মুখ্যমন্ত্রী আমাদের সাহায্য করুক যাতে CBI তদন্ত করে দোষীকে ফাঁসি দিক।দুষ্কৃতীদের দৌরাত্ব ও রাজনৈতিক দুটি কারণেই আমার স্বামী কে খুন হতে হয়েছে।আমরা স্বামী যে ভাবে বলতেন তাতে আমি সামুদ্রি যাদব সেও খুন করতে পারে বলে ধারণা তার।তার আক্ষেপ পুলিশ যদি আগেই একটু ব্যবস্থা নিত তাহলে এই দিন টা দেখতে হত না।23 তারিখের আমার স্বামীকে খুনের হুমকির পর থেকেই পুলিশ কে বিধায়ক সাহেব অনেকবার জানিয়েছেন।কিন্তু কেউ কর্ণপাত করেননি।আজ 24 ঘন্টা পেরিয়ে গেল পুলিশ কিছু ব্যবস্থা নিতে পারেনি।তবে বিজেপি যে এই খুনের সঙ্গে জড়িয়ে আছে তা তিনি মেনে নিয়ে বলেন লোকসভা ভোটে বিজেপির জয়ের পরই ওদের শক্তি বাড়ে।
রবিবার ব্যান্ডেল GRP ওসি মহাবীর বেরা ও ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্ত ব্যান্ডেল লিচুবাগানে দিলীপ রামের বাড়ি যান।তদন্তের স্বার্থের নীতু দেবীর সঙ্গে কথা বলেন।জিজ্ঞাসাবাদ ও করেন।তবে চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে চুঁচুড়া থানার CI নিরুপম ঘোষকে বদলী করে দেওয়া হয়।সেই জায়গায় অরিজিৎ দাসগুপ্তকে আনা হয়।
এখনও পর্যন্ত পুলিশ ডিম্পল বলে এক ব্যক্তি কে আটক করেছে।Body:WB_HGL_30JUNE BANDEL MURDER FOLLOW UP _7203418Conclusion:
Last Updated : Jun 30, 2019, 10:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.