ETV Bharat / state

বার ডান্সার সহ গাড়ি ও টাকা উদ্ধার পোলবায় - বার ডান্সার

বুধবার চুঁচুড়ায় গাঁজা উদ্ধার পরই আরও ততপর হয়ে ওঠে এই টিম । হুগলির বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা নাকা তল্লাশি চালাচ্ছিলেন । এদিন সন্ধ্যায় কলকাতার দিক থেকে আসা একটি স্করপিও গাড়িকে আটক করে পুলিশ । গাড়িতে আটজন তরুণীকে দেখে সন্দেহ হয় পুলিশের । তারপরই গাড়িটিকে তল্লাশি শুরু করে । গাড়ির পিছনে সিটের তলায় থেকে বেরিয়ে আসে নোটের বান্ডিল ।

টাকা উদ্ধার পোলবায়
টাকা উদ্ধার পোলবায়
author img

By

Published : Mar 19, 2021, 2:39 PM IST

হুগলি, 19 মার্চ : পুলিশের নাকা চেকিংয়ে সময় বার ডান্সার সহ গাড়ি ও টাকা উদ্ধার । ঘটনাটি ঘটেছে পোলবার সুগন্ধার দিল্লি রোডে । নির্বাচন শান্তিপূর্ণ রাখতে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা প্রবণ এলাকা গুলিতে নিয়মিত নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ ও নির্বাচন কমিশনের টিম ।

বুধবার চুঁচুড়ায় গাঁজা উদ্ধার পরই আরও ততপর হয়ে ওঠে এই টিম । হুগলির বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা নাকা তল্লাশি চালাচ্ছিলেন । এদিন সন্ধ্যায় কলকাতার দিক থেকে আসা একটি স্করপিও গাড়িকে আটক করে পুলিশ । গাড়িতে আট জন তরুণীকে দেখে সন্দেহ হয় পুলিশের । তারপরই গাড়িটিকে তল্লাশি শুরু করে । গাড়ির পিছনে সিটের তলায় থেকে বেরিয়ে আসে নোটের বান্ডিল ।

আরও পড়ুন : সিঙ্গুরে প্রার্থী নিয়ে অসন্তোষ নেই, দাবি দিলীপের

সূত্রের খবর, রাজহাটের কাছে একটি বারে যাচ্ছিল স্করপিওটি । তরুণীরা সকলেই বার ডান্সার বলে খবর । গাড়ির চালক-সহ সবাইকেই আটক করে পোলবা থানায় নিয়ে যাওয়া হয়েছে । আনুমানিক প্রায় 60 হাজার টাকা উদ্ধার হয়েছে জানা গিয়েছে । তবে পুলিশ এখনও স্পষ্ট করে কিছু বলেনি । টাকা বান্ডিল উদ্ধার করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে ওই টাকা কি উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল । সদুত্তর না পাওয়া গেলে ওই টাকা সিজ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ।

হুগলি, 19 মার্চ : পুলিশের নাকা চেকিংয়ে সময় বার ডান্সার সহ গাড়ি ও টাকা উদ্ধার । ঘটনাটি ঘটেছে পোলবার সুগন্ধার দিল্লি রোডে । নির্বাচন শান্তিপূর্ণ রাখতে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা প্রবণ এলাকা গুলিতে নিয়মিত নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ ও নির্বাচন কমিশনের টিম ।

বুধবার চুঁচুড়ায় গাঁজা উদ্ধার পরই আরও ততপর হয়ে ওঠে এই টিম । হুগলির বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা নাকা তল্লাশি চালাচ্ছিলেন । এদিন সন্ধ্যায় কলকাতার দিক থেকে আসা একটি স্করপিও গাড়িকে আটক করে পুলিশ । গাড়িতে আট জন তরুণীকে দেখে সন্দেহ হয় পুলিশের । তারপরই গাড়িটিকে তল্লাশি শুরু করে । গাড়ির পিছনে সিটের তলায় থেকে বেরিয়ে আসে নোটের বান্ডিল ।

আরও পড়ুন : সিঙ্গুরে প্রার্থী নিয়ে অসন্তোষ নেই, দাবি দিলীপের

সূত্রের খবর, রাজহাটের কাছে একটি বারে যাচ্ছিল স্করপিওটি । তরুণীরা সকলেই বার ডান্সার বলে খবর । গাড়ির চালক-সহ সবাইকেই আটক করে পোলবা থানায় নিয়ে যাওয়া হয়েছে । আনুমানিক প্রায় 60 হাজার টাকা উদ্ধার হয়েছে জানা গিয়েছে । তবে পুলিশ এখনও স্পষ্ট করে কিছু বলেনি । টাকা বান্ডিল উদ্ধার করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে ওই টাকা কি উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল । সদুত্তর না পাওয়া গেলে ওই টাকা সিজ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.