ETV Bharat / state

Bomb Recovered: ব্যান্ডেল স্কুলের মাঠে উদ্ধার বোমা, চাঞ্চল্য এলাকায়

সাত সকালে ব্যান্ডেলের একটি স্কুলের বাইরে উদ্ধার হল বোমা (Bomb Recovered) ৷ কে বা কারা বোমাগুলি রাখল স্কুলের মাঠে, তা জানা যায়নি ৷ শাসকদল ও বিরোধী শিবির একে ওপরের দিকে আঙুল তুলছে ৷

Bomb Recovered from school ground in Bandel
Bomb Recovered from school ground in Bandel
author img

By

Published : Nov 21, 2022, 12:05 PM IST

ব্যান্ডেল, 21 নভেম্বর: ব্যান্ডেলে (Bandel) স্কুলের বাইরে উদ্ধার হল বোমা ৷ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । আজ সকালে কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙা নারায়নপুর প্রাইমারি স্কুলের সামনে বোমা পরে থাকতে দেখা গিয়েছে (Bomb Recovered) । স্থানীয়রা দেখেন তিনটি বোমা পরে রয়েছে স্কুলের সামনে মাঠে । কে বা কারা বোমা ফেলে দিয়ে গিয়েছে ৷ কী উদ্দেশ্যে এই বেমাগুলি ফেলা হয়েছে, তা স্পষ্ট নয় । এরপরই পুলিশকে খবর দেয় স্থানীয়রা ।

ব্যান্ডেল স্কুলের মাঠে উদ্ধার বোমা

ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এসে তিনটি বোমা উদ্ধার করে নিয়ে গিয়েছে । গত কয়েকদিন আগেই তৃণমূলের দুই পক্ষের মধ্যে পার্টি অফিস নিয়ে গণ্ডগোল হয় । তবে কারা এই বোমা ফেলেছে, তা স্পট নয় । বিজেপির দাবি, নলডাঙ্গা শান্ত জায়গা । কিন্তু ভোট আসলে বোমা পাওয়া যায় (Bomb Recovered from school ground ) ।

স্থানীয় বাসিন্দা লিটন সাহা বলেন, "বোমা ফেলা হয়েছে । পুলিশকে সঙ্গে সঙ্গে জানানো হয় । এতে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় । শিশুরা এখানে খেলা করে । বল ভেবে তুলতে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে ।" স্থানীয় বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, "স্কুলের মধ্যে বোমা ফেলা হয়েছে আতঙ্ক তৈরি করা জন্য । পঞ্চায়েত ভোট এলেই এসব করা হয় । তবে কে বোমা ফেলেছে বলতে পারব না ।"

আরও পড়ুন: গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, "আজ স্কুলের মধ্যে বোমা পাওয়া গিয়েছে । যত নির্বাচন এগচ্ছে, বিজেপির পায়ের তলায় মাটি নসরে যাচ্ছে । 2011 সাল থেকে তৃণমূল ক্ষমতা আসার পর, ব্যান্ডেলে সমস্ত রকম সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ করেছি । লকেট চট্টোপাধ্যায় সাংসদ হওয়ার পর ফের গুণ্ডা রাজনীতি শুরু হয়েছে । প্রশাসন কে বলব যারা এর পিছনে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ।"

ব্যান্ডেল, 21 নভেম্বর: ব্যান্ডেলে (Bandel) স্কুলের বাইরে উদ্ধার হল বোমা ৷ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । আজ সকালে কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙা নারায়নপুর প্রাইমারি স্কুলের সামনে বোমা পরে থাকতে দেখা গিয়েছে (Bomb Recovered) । স্থানীয়রা দেখেন তিনটি বোমা পরে রয়েছে স্কুলের সামনে মাঠে । কে বা কারা বোমা ফেলে দিয়ে গিয়েছে ৷ কী উদ্দেশ্যে এই বেমাগুলি ফেলা হয়েছে, তা স্পষ্ট নয় । এরপরই পুলিশকে খবর দেয় স্থানীয়রা ।

ব্যান্ডেল স্কুলের মাঠে উদ্ধার বোমা

ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এসে তিনটি বোমা উদ্ধার করে নিয়ে গিয়েছে । গত কয়েকদিন আগেই তৃণমূলের দুই পক্ষের মধ্যে পার্টি অফিস নিয়ে গণ্ডগোল হয় । তবে কারা এই বোমা ফেলেছে, তা স্পট নয় । বিজেপির দাবি, নলডাঙ্গা শান্ত জায়গা । কিন্তু ভোট আসলে বোমা পাওয়া যায় (Bomb Recovered from school ground ) ।

স্থানীয় বাসিন্দা লিটন সাহা বলেন, "বোমা ফেলা হয়েছে । পুলিশকে সঙ্গে সঙ্গে জানানো হয় । এতে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় । শিশুরা এখানে খেলা করে । বল ভেবে তুলতে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে ।" স্থানীয় বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, "স্কুলের মধ্যে বোমা ফেলা হয়েছে আতঙ্ক তৈরি করা জন্য । পঞ্চায়েত ভোট এলেই এসব করা হয় । তবে কে বোমা ফেলেছে বলতে পারব না ।"

আরও পড়ুন: গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, "আজ স্কুলের মধ্যে বোমা পাওয়া গিয়েছে । যত নির্বাচন এগচ্ছে, বিজেপির পায়ের তলায় মাটি নসরে যাচ্ছে । 2011 সাল থেকে তৃণমূল ক্ষমতা আসার পর, ব্যান্ডেলে সমস্ত রকম সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ করেছি । লকেট চট্টোপাধ্যায় সাংসদ হওয়ার পর ফের গুণ্ডা রাজনীতি শুরু হয়েছে । প্রশাসন কে বলব যারা এর পিছনে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.