সিমলাগড়, 13 সেপ্টেম্বর: গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হুগলির সিমলাগড়ে ৷ মঙ্গলবার সকালে ওই এলাকার যাত্রী প্রতীক্ষালয়ের সামনে এক ব্যক্তির গলাকাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পথ চলতি মানুষেরা । এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে । মৃত ব্যক্তির নাম শাহানাজ মণ্ডল ৷ বয়স 50 বছর ৷ বাড়ি পূর্ব বর্ধমানের কালনায় ।
জানা গিয়েছে, শাহানাজ গত দেড় মাস ধরে সিমলাগড় স্টেশন (Simlagarh Station) সংলগ্ন একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন । স্ত্রী জেসমিনা এবং দুই মেয়েকে নিয়ে সেখানে থাকতেন তিনি। বাড়ি থেকে এক কিমি দূরেই তাঁর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয় এদিন । ঘটনাস্থলে পাণ্ডুয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ।
পুলিশ সূত্রে খবর, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে শাহানাজকে । মৃতের স্ত্রী পাণ্ডুয়া থানায় এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনায় সিমলাগড় এলাকা থেকে শাহনাজের পরিচিত তিনজন পরিচিতকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ৷ কী কারণে তাঁকে খুন করা হল, তাও খতিয়ে দেখছে পাণ্ডুয়া থানার পুলিশ (Body of man recovered from Simlagarh) ।
আরও পড়ুন: কলেজে অস্থায়ী কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধার
সিমলাগড় এলাকার বাসিন্দা সোহরাব আলি বলেন, "এর আগে এখানে এই ধরনের খুনের ঘটনা ঘটেনি । কখন কী হয়েছে আমার বুঝতে পারেনি । সকালে এক ব্যক্তি হাঁটতে বেরিয়ে দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ।"