ETV Bharat / state

চেন্নাইয়ের হোটেলে উদ্ধার হিন্দমোটরের যুবকের দেহ - চেন্নাইয়ের হোটেল থেকে উদ্ধার দেহ

চেন্নাই পুলিশের তরফে হিন্দমোটরের বাড়িতে গতকাল ফোন আসে । জানানো হয়, হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে তাদের বাড়ির ছেলের মৃতদেহ ।

symbolic image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 1, 2019, 9:13 PM IST

হিন্দমোটর, 1 ডিসেম্বর : চেন্নাইয়ের হোটেল থেকে উদ্ধার হল হিন্দমোটরের এক যুবকের । নাম ভিক্টর রায় (31) । আগামীকাল তাঁর দেহ চেন্নাই থেকে হিন্দমোটরে নিয়ে আসা হবে ।

ভিক্টর একটি বেসরকারি কম্পানিতে কাজের সূত্রে চেন্নাইয়ে থাকতেন । সম্প্রতি তিনি অন্য একটি বেসরকারি কম্পানিতে কাজে যোগ দেন । গত রাতে চেন্নাই পুলিশ ভিক্টরের পরিবারকে ফোন করে জানায়, তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে । এই খবর শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে ভিক্টরের পরিবার ।

পুলিশ জানিয়েছে, গত রাতে চেন্নাইয়ের একটি হোটেলে থেকে তাদের কাছে ফোন আসে । হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায় তাদের একটি ঘরের দরজা বন্ধ । যিনি ওই ঘরে আছেন তিনি দরজা খুলছেন না । এরপর পুলিশ গিয়ে হোটেলের ঘরের দরজা ভাঙে । উদ্ধার হয় ভিক্টরের ঝুলন্ত দেহ । কীভাবে ভিক্টরের মৃত্যু হল তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের লোকজন । ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে তারা ।

হিন্দমোটর, 1 ডিসেম্বর : চেন্নাইয়ের হোটেল থেকে উদ্ধার হল হিন্দমোটরের এক যুবকের । নাম ভিক্টর রায় (31) । আগামীকাল তাঁর দেহ চেন্নাই থেকে হিন্দমোটরে নিয়ে আসা হবে ।

ভিক্টর একটি বেসরকারি কম্পানিতে কাজের সূত্রে চেন্নাইয়ে থাকতেন । সম্প্রতি তিনি অন্য একটি বেসরকারি কম্পানিতে কাজে যোগ দেন । গত রাতে চেন্নাই পুলিশ ভিক্টরের পরিবারকে ফোন করে জানায়, তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে । এই খবর শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে ভিক্টরের পরিবার ।

পুলিশ জানিয়েছে, গত রাতে চেন্নাইয়ের একটি হোটেলে থেকে তাদের কাছে ফোন আসে । হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায় তাদের একটি ঘরের দরজা বন্ধ । যিনি ওই ঘরে আছেন তিনি দরজা খুলছেন না । এরপর পুলিশ গিয়ে হোটেলের ঘরের দরজা ভাঙে । উদ্ধার হয় ভিক্টরের ঝুলন্ত দেহ । কীভাবে ভিক্টরের মৃত্যু হল তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের লোকজন । ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে তারা ।

Intro:Body:চেন্নাই এর হোটেলে রহস্য মৃত্যু হিন্দমোটরের এক যুবকের।হিন্দমোটর ধর্মতলার বাসিন্দা প্রাক্তন পুলিশ কর্মি ভাস্কর রায়ের একমাত্র ছেলে ভিক্টর রায়(৩১)।গত দুবছর ধরে এ্যামাজনে চাকরী করতো।সম্প্রতি যোগ দেয় মার্শ শিপিং কোম্পানীতে।গতকাল রাতে চেন্নাই পুলিশ হিন্দমোটরের বাড়িতে ফোন করে খবর দেয় ভিক্টরের দেহ পাওয়া গেছে একটি হোটেলের রুম থেকে।দরজা বন্ধ ছিলো রুমের।পুলিশ দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।এক বন্ধুর সঙ্গে হোটেলে গিয়েছিলো ভিক্টর।কি কারনে ছেলের মৃত্যু হলো তা বুঝে উঠতে পারছেন না ভিক্টরের পরিবার।সঠিক তদন্তের দাবী পরিবারের।মৃত্যুর খবরে শোকের ছায়া।

wb_hgl_01_hindmotor_mystery_death_copi_10007

B_1_দ্বীপা রায় চৌধুরী(আত্মীয়)
B_2_সৌরভ রায় (আত্মীয়)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.