ETV Bharat / state

হুগলি ঘাট স্টেশনে কৌটো বোমা বিস্ফোরণ - হুগলি ঘাট

ব্যস্ত এলাকায় কীকরে বোমা এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা ।

1
author img

By

Published : Jun 30, 2019, 9:46 PM IST

চূঁচুড়া, 30 জুন : হুগলি ঘাট স্টেশনের টিকিট কাউন্টারের কাছে বিস্ফোরণ । আজ বিকেলে বিস্ফোরণ হয় । কেউ হতাহত হয়নি । বিস্ফোরণে বসার জায়গা ও পাশের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয় ।

বিকেলে স্টেশনে টিকিট কাউন্টারে অনেকে বসেন । ফলে সেখানে কী করে বোমা এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই । চূঁচুড়া থানার পুলিশ গিয়ে বোমার নমুনা সংগ্রহ করে ।

স্থানীয় বাসিন্দা সুকুমার ঘোষ বলেন, "আমরা সকলেই আতঙ্কিত । এখানে শান্তিতে থাকা, ব্যবসা করা যায় না । আতঙ্কে থাকি ।"

শুনুন স্থানীয়দের বক্তব্য

গতকাল ব্যান্ডেল স্টেশনে খুন হন তৃণমূল নেতা দিলীপ রাম । এরপর আজ হুগলি ঘাটের প্রতীক্ষালয় থেকে কৌটো বোমা বিস্ফোরণ নিয়ে আতঙ্কিত এলাকাবাসী ।

এই সংক্রান্ত আরও খবর : প্রোমোটার চক্র না রাজনৈতিক বিদ্বেষ ! দিলীপ খুনের আসল রহস্য খুঁজছে পুলিশ

চূঁচুড়া, 30 জুন : হুগলি ঘাট স্টেশনের টিকিট কাউন্টারের কাছে বিস্ফোরণ । আজ বিকেলে বিস্ফোরণ হয় । কেউ হতাহত হয়নি । বিস্ফোরণে বসার জায়গা ও পাশের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয় ।

বিকেলে স্টেশনে টিকিট কাউন্টারে অনেকে বসেন । ফলে সেখানে কী করে বোমা এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই । চূঁচুড়া থানার পুলিশ গিয়ে বোমার নমুনা সংগ্রহ করে ।

স্থানীয় বাসিন্দা সুকুমার ঘোষ বলেন, "আমরা সকলেই আতঙ্কিত । এখানে শান্তিতে থাকা, ব্যবসা করা যায় না । আতঙ্কে থাকি ।"

শুনুন স্থানীয়দের বক্তব্য

গতকাল ব্যান্ডেল স্টেশনে খুন হন তৃণমূল নেতা দিলীপ রাম । এরপর আজ হুগলি ঘাটের প্রতীক্ষালয় থেকে কৌটো বোমা বিস্ফোরণ নিয়ে আতঙ্কিত এলাকাবাসী ।

এই সংক্রান্ত আরও খবর : প্রোমোটার চক্র না রাজনৈতিক বিদ্বেষ ! দিলীপ খুনের আসল রহস্য খুঁজছে পুলিশ

Intro:হুগলি ঘাট স্টেশনের টিকিট কাউন্টারের কাছে ফাটল কৌটা বোমা।তার জেরে কেউ হতাহত হয়নি।তবে রেল ব্রিজের কিছুটা অংশ ভেঙে গেছে।স্থানীয় মানুষের অভিযোগ কি করে এই বোমা জনবহুল এলাকায় এলো।সেই নিয়েই প্রশ্ন।এর বেশ কিছুদিন আগেই চুঁচুড়ায় কৌটা বোমা বিস্ফোরণে এক মহিলার হাত উড়ে যায়।গতকালই ব্যান্ডেল স্টেশনে খুন হন তৃণমূল নেতা দিলীপ রাম।চুঁচুড়ায় দুষ্কৃতী তান্ডব বাড়ছে দিনে দিনে।চুঁচুড়া থানার পুলিশ হুগলি ঘাটের প্রতীক্ষা লয় থেকে কৌটা বোমার অংশ উদ্ধার করে নিয়ে যায়।তারপরই তদন্ত শুরু করে কে বা কারা এই বোমা রেখে গেছে।
আজ বিকালে হঠাৎই একটি বোমা ফাটার শব্দে চাঞ্চল্য ছরায়।প্রতীক্ষা লয়ের বসার জায়গায় বোমা বিস্ফোরণ হয়।কেউ না থাকায় কারুর কিছু হয়নি।কিন্তু এখানে সব সময় লোকজন বসে থাকে।বড় সর দুর্ঘটনা হতেই পারত।
সুকুমার ঘোষ বলেন আমরা যথেষ্টই আতঙ্কিত।বাড়ি থেকে আওয়াজ শুনে বেরিয়ে এসে দিখি এই ঘটনা।কেউ ছিলনা এখানে।ব্রিজের কিছুটা অংশ ভেঙে ও গেছে।Body:WB_HGL_30JUNE CHUCHURA BOM BLAST_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.