ETV Bharat / state

BJP Protest in Serampore: উঠে আসছে রাস্তার পিচ, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির - উঠে আসছে রাস্তার পিচ

রাস্তা সংস্কারের কাজ সবে মাত্র শুরু হয়েছে ৷ তার মধ্যেই রাস্তার পিচ উঠে যাওয়ায় বিক্ষোভ বিজেপির ৷ অভিযোগ, নিম্নমানের কাঁচামাল ব্যবহার করেই তৈরি হয়েছে রাস্তা ৷ প্রতিবাদে হুগলিতে বিক্ষোভ বিজেপির (BJP Workers Protest in Serampore) ৷

BJP Protest in Serampore
বিজেপির বিক্ষোভ
author img

By

Published : Jan 8, 2023, 8:16 PM IST

উঠে গিয়েছে রাস্তার পিচ, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ

হুগলি, 8 জানুয়ারি: শ্রীরামপুর পিয়ারাপুর থেকে বড়া বারুইপাড়া হয়ে চণ্ডীতলা পর্যন্ত যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ (Hooghly news) । অথচ সদ্য রাস্তাটির একাংশ সংস্কার হয়েছে ৷ আগামিদিনে বাকি অংশেরও সংস্কার হবে ৷ এর মধ্যেই নতুন রাস্তায় ফাটল দেখা গিয়েছে । পিচে হাত দিলেই তা হাতে চলে আসছে (Poor Condition of Road) । প্রতিবাদে বিক্ষোভ বিজেপির । নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরী হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের ৷ এরই প্রতিবাদে রবিবার শ্রীরামপুর মণ্ডলের বিজেপি নেতা কর্মীরা অবরোধ ও বিক্ষোভ দেখায় (BJP Workers Protest on Poor Condition of Road) । তাদের অভিযোগ, তৃণমূল সর্বত্র যেভাবে কাটমানি খাচ্ছে, তার জন্য নিম্নমানের রাস্তার কাজ হচ্ছে । বিষয়টি পুলিশের কাছে জানান হয়েছে । তবে তৃণমূলের দাবি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন : দলীয় কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপি'র

শ্রীরামপুর চণ্ডীতলা রোডের শ্রীরামপুর পিয়ারাপুরের রাস্তাটি বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ । দীর্ঘদিন ধরেই খানা-খন্দে ভরতি ছিল রাস্তাটি ৷ প্রায় দু’বছর পর রাস্তয় পিচ দেওয়ার কাজ শুরু হয় । এরপর হঠাৎই বেলু মিল্কি এলাকার বাসিন্দারা দেখেন রাস্তা থেকে পিচ উঠে যাচ্ছে । হাত দিয়ে টান দিলেই হাতে পিচ উঠে আসছে । তাই কাজ বন্ধ করে দেওয়া হয় । কাজের অর্ডার না দেখালে কাজ করতে দেওয়া হবে না দাবি করেন তাঁরা ।

আরও পড়ুন : শিকড়ের সঙ্গে যোগ রেখেই নতুন ঠিকানায় যাচ্ছে বঙ্গ বিজেপি

এই প্রসঙ্গেই বিজেপির শ্রীরামপুর মণ্ডলের সহ-সভাপতি অরুণ দাস বলেন, "26 কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি হয়েছিল । সেই রাস্তা ভেঙে গিয়েছে। গত কয়েকদিন ধরে রাস্তা সংস্কারের কাজ শুরু হয় । দেখা গেল পিচ হাতে চলে আসছে । নিম্নমানের পিচ দেওয়ার কারণে এই ঘটনা ঘটছে । যেখানে চিপিং করার কথা ছিল সেগুলো প্লেন করে রাখা হয়েছে । ফলে দূর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে । আমরা চাই রাস্তার মান ভালো হোক । "

চাঁপদানির বিধায়ক অরিদম গুঁইন বলেন, " কিছু বিজেপি কর্মীরা গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে । রাস্তা সংস্কারের কাজ চলছিল। রাস্তাটি খুবই ব্যস্ত। কাজ হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি যাওয়ার ফলে পিচ উঠে যাচ্ছে । পিডব্লুউডি- পক্ষ থেকে ঠিক করে কাজ করতে বলা হয়েছে । গার্ড দিয়ে কাজ করলে ঠিক হয়ে যাবে ।"

উঠে গিয়েছে রাস্তার পিচ, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ

হুগলি, 8 জানুয়ারি: শ্রীরামপুর পিয়ারাপুর থেকে বড়া বারুইপাড়া হয়ে চণ্ডীতলা পর্যন্ত যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ (Hooghly news) । অথচ সদ্য রাস্তাটির একাংশ সংস্কার হয়েছে ৷ আগামিদিনে বাকি অংশেরও সংস্কার হবে ৷ এর মধ্যেই নতুন রাস্তায় ফাটল দেখা গিয়েছে । পিচে হাত দিলেই তা হাতে চলে আসছে (Poor Condition of Road) । প্রতিবাদে বিক্ষোভ বিজেপির । নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরী হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের ৷ এরই প্রতিবাদে রবিবার শ্রীরামপুর মণ্ডলের বিজেপি নেতা কর্মীরা অবরোধ ও বিক্ষোভ দেখায় (BJP Workers Protest on Poor Condition of Road) । তাদের অভিযোগ, তৃণমূল সর্বত্র যেভাবে কাটমানি খাচ্ছে, তার জন্য নিম্নমানের রাস্তার কাজ হচ্ছে । বিষয়টি পুলিশের কাছে জানান হয়েছে । তবে তৃণমূলের দাবি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন : দলীয় কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপি'র

শ্রীরামপুর চণ্ডীতলা রোডের শ্রীরামপুর পিয়ারাপুরের রাস্তাটি বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ । দীর্ঘদিন ধরেই খানা-খন্দে ভরতি ছিল রাস্তাটি ৷ প্রায় দু’বছর পর রাস্তয় পিচ দেওয়ার কাজ শুরু হয় । এরপর হঠাৎই বেলু মিল্কি এলাকার বাসিন্দারা দেখেন রাস্তা থেকে পিচ উঠে যাচ্ছে । হাত দিয়ে টান দিলেই হাতে পিচ উঠে আসছে । তাই কাজ বন্ধ করে দেওয়া হয় । কাজের অর্ডার না দেখালে কাজ করতে দেওয়া হবে না দাবি করেন তাঁরা ।

আরও পড়ুন : শিকড়ের সঙ্গে যোগ রেখেই নতুন ঠিকানায় যাচ্ছে বঙ্গ বিজেপি

এই প্রসঙ্গেই বিজেপির শ্রীরামপুর মণ্ডলের সহ-সভাপতি অরুণ দাস বলেন, "26 কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি হয়েছিল । সেই রাস্তা ভেঙে গিয়েছে। গত কয়েকদিন ধরে রাস্তা সংস্কারের কাজ শুরু হয় । দেখা গেল পিচ হাতে চলে আসছে । নিম্নমানের পিচ দেওয়ার কারণে এই ঘটনা ঘটছে । যেখানে চিপিং করার কথা ছিল সেগুলো প্লেন করে রাখা হয়েছে । ফলে দূর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে । আমরা চাই রাস্তার মান ভালো হোক । "

চাঁপদানির বিধায়ক অরিদম গুঁইন বলেন, " কিছু বিজেপি কর্মীরা গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে । রাস্তা সংস্কারের কাজ চলছিল। রাস্তাটি খুবই ব্যস্ত। কাজ হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি যাওয়ার ফলে পিচ উঠে যাচ্ছে । পিডব্লুউডি- পক্ষ থেকে ঠিক করে কাজ করতে বলা হয়েছে । গার্ড দিয়ে কাজ করলে ঠিক হয়ে যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.