ETV Bharat / state

জাঙ্গিপাড়ায় BJP কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল - bjp

হুগলির জাঙ্গিপাড়ায় এক BJP কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

আহত BJP কর্মীও
author img

By

Published : Apr 19, 2019, 5:05 PM IST

Updated : Apr 19, 2019, 11:41 PM IST

হুগলি, 19 এপ্রিল : হুগলির জাঙ্গিপাড়ায় এক BJP কর্মীকে মারধর করা হল । অভিযোগের তির তৃণমূলের দিকে । তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

আহত BJP কর্মী মেঘনাদ রায়ের বাড়ি জাঙ্গিপাড়া থানার মুন্ডুলিকা অঞ্চলে । অভিযোগ, গতরাত দশটা নাগাদ দোকান বন্ধ করার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ ও রড দিয়ে তাঁকে মারধর করে । তৃণমূল আশ্রিত দুষ্কৃতী শেখ নজ়ু তার দলবল নিয়ে এই হামলা করেছে বলে অভিযোগ । মেঘনাদকে রাত দুটো নাগাদ গুরুতর আহত অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতালে আহত BJP কর্মীর সঙ্গে দেখা করতে যান শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দেবজিৎ সরকার ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জাঙ্গিপাড়ার BJP নেতা প্রসেনজিৎ বাগ বলেন, "গতরাত দশটা নাগাদ মুন্ডুলিকার BJP কার্যকর্তা মেঘনাদ রায়কে বাঁশ ও রড দিয়ে ব্যাপক মারধর করা হয় । শেখ নজ়়ু তার দলবল নিয়ে এই ঘটনা ঘটিয়েছে ।" এর আগেও এক BJP কর্মীর বাড়ি ঢুকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে ।

হুগলি, 19 এপ্রিল : হুগলির জাঙ্গিপাড়ায় এক BJP কর্মীকে মারধর করা হল । অভিযোগের তির তৃণমূলের দিকে । তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

আহত BJP কর্মী মেঘনাদ রায়ের বাড়ি জাঙ্গিপাড়া থানার মুন্ডুলিকা অঞ্চলে । অভিযোগ, গতরাত দশটা নাগাদ দোকান বন্ধ করার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ ও রড দিয়ে তাঁকে মারধর করে । তৃণমূল আশ্রিত দুষ্কৃতী শেখ নজ়ু তার দলবল নিয়ে এই হামলা করেছে বলে অভিযোগ । মেঘনাদকে রাত দুটো নাগাদ গুরুতর আহত অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতালে আহত BJP কর্মীর সঙ্গে দেখা করতে যান শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দেবজিৎ সরকার ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জাঙ্গিপাড়ার BJP নেতা প্রসেনজিৎ বাগ বলেন, "গতরাত দশটা নাগাদ মুন্ডুলিকার BJP কার্যকর্তা মেঘনাদ রায়কে বাঁশ ও রড দিয়ে ব্যাপক মারধর করা হয় । শেখ নজ়়ু তার দলবল নিয়ে এই ঘটনা ঘটিয়েছে ।" এর আগেও এক BJP কর্মীর বাড়ি ঢুকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে ।

Last Updated : Apr 19, 2019, 11:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.