ETV Bharat / state

জাঙ্গিপাড়ার বিধায়কের নাম ঘোষণা কল্যাণের, কটাক্ষ বিজেপির - bjp toned kalyan banerjee over Jangipara candidate issue

তৃণমূলের সভা থেকে স্নেহাশিস চক্রবর্তীকে বিধানসভা নির্বাচনে জাঙ্গিপাড়ার প্রার্থী ঘোষণা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে বিজেপির কটাক্ষ, "তৃণমূল ভয় পেয়েছে।"

bjp toned kalyan banerjee over Jangipara candidate issue
জাঙ্গিপাড়ার বিধায়ক পদপ্রার্থীর নাম ঘোষণা করে কটাক্ষের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 11, 2021, 8:56 PM IST

জাঙ্গিপাড়া, 11 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি । দলের তরফে কে কোথায় প্রার্থী হবেন তার তালিকাও প্রকাশ করা হয়নি । কিন্তু তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনই জাঙ্গিপাড়া থেকে বিধানসভা প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন । গতকাল জাঙ্গিপাড়ায় দলীয় সভা থেকে তৃণমূল সাংসদ স্নেহাশিস চক্রবর্তীকে পরবর্তী বিধায়ক পদের প্রার্থী ঘোষণা করেন । যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ।

আরও পড়ুন : সীতাকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে এফআইআর

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তরজা তুঙ্গে । শাসকদল থেকে বিরোধী, একে অপরের থেকে এক পা এগিয়ে থাকতে কোনও সুযোগ ছাড়ছে না । এবার এককদম এগিয়ে সরাসরি প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । জাঙ্গিপাড়ায় গতকাল একটি দলীয় সভা ছিল তৃণমূলের । সেখান থেকে কর্মীদের উদ্দেশে বলছিলেন দলে প্রত্যেকের অবস্থান কী। সেইসময় আচমকা স্নেহাশিস চক্রবর্তীকে জাঙ্গিপাড়ার পরবর্তী বিধায়ক পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন । সেই মঞ্চে জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী অবশ্য উপস্থিত ছিলেন । ছিলেন জেলা সভাপতি দিলীপ যাদবও ।

জাঙ্গিপাড়ার বিধায়ক পদপ্রার্থীর নাম ঘোষণা করে কটাক্ষের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কল্যাণের ঘোষণার পরই বিজেপি এই নিয়ে কটাক্ষ করে । বিজেপির জেলা সভাপতি শ্যামল বোস বলেন, "এটা তৃণমূলেই সম্ভব । ওরা ভয় পেয়েছে । ভাবছে আগামী দিনে থাকবে কি না, সবাই দল ছেড়ে দেবে কি না । তাই এখনই নাম ঘোষণা করে দিচ্ছে ।"

জাঙ্গিপাড়া, 11 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি । দলের তরফে কে কোথায় প্রার্থী হবেন তার তালিকাও প্রকাশ করা হয়নি । কিন্তু তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনই জাঙ্গিপাড়া থেকে বিধানসভা প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন । গতকাল জাঙ্গিপাড়ায় দলীয় সভা থেকে তৃণমূল সাংসদ স্নেহাশিস চক্রবর্তীকে পরবর্তী বিধায়ক পদের প্রার্থী ঘোষণা করেন । যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ।

আরও পড়ুন : সীতাকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে এফআইআর

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তরজা তুঙ্গে । শাসকদল থেকে বিরোধী, একে অপরের থেকে এক পা এগিয়ে থাকতে কোনও সুযোগ ছাড়ছে না । এবার এককদম এগিয়ে সরাসরি প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । জাঙ্গিপাড়ায় গতকাল একটি দলীয় সভা ছিল তৃণমূলের । সেখান থেকে কর্মীদের উদ্দেশে বলছিলেন দলে প্রত্যেকের অবস্থান কী। সেইসময় আচমকা স্নেহাশিস চক্রবর্তীকে জাঙ্গিপাড়ার পরবর্তী বিধায়ক পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন । সেই মঞ্চে জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী অবশ্য উপস্থিত ছিলেন । ছিলেন জেলা সভাপতি দিলীপ যাদবও ।

জাঙ্গিপাড়ার বিধায়ক পদপ্রার্থীর নাম ঘোষণা করে কটাক্ষের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কল্যাণের ঘোষণার পরই বিজেপি এই নিয়ে কটাক্ষ করে । বিজেপির জেলা সভাপতি শ্যামল বোস বলেন, "এটা তৃণমূলেই সম্ভব । ওরা ভয় পেয়েছে । ভাবছে আগামী দিনে থাকবে কি না, সবাই দল ছেড়ে দেবে কি না । তাই এখনই নাম ঘোষণা করে দিচ্ছে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.