ETV Bharat / state

গোঘাটে BJP কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

author img

By

Published : Aug 2, 2019, 10:47 PM IST

গোঘাটের কোটা গ্রামে খুন হন BJP নেতা ৷ এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন BJP সমর্থকরা ৷ সেই সময় তাদের উপর লাঠিচার্য করে পুলিশ ৷

পুলিশ কর্মীরা

গোঘাট , 2 অগাস্ট : BJP নেতা খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন BJP সমর্থকরা ৷ সেই সময় তাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ ঘটনাটি হুগলির গোঘাট থানার ৷

উল্লেখ্য, গোঘাটের কোটা গ্রামে খুন হন স্থানীয় BJP নেতা কাশীনাথ ঘোষ ৷ এই ঘটনায় অভিযুক্তদের কেন গ্রেপ্তার করা হয়নি এই প্রশ্ন তুলে গোঘাট থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন BJP কর্মী সমর্থকরা ৷ কর্মসূচি শেষ হওয়ার পরই থানার কাছেই তাঁরা বকুলতলা এলাকায় জমায়েত করেন ৷ স্থানীয় সূত্রে খবর, সেই সময় কয়েকজন BJP কর্মী পুলিশের গাড়ি আটকায় ও ঠেলাঠেলি করে ৷ তখনই পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন BJP কর্মীরা । এরপরেই গোঘাট থানার পুলিশ বাহিনী BJP কর্মীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ । লাঠির আঘাতে জখম হন দাউদ আলি নামে এক BJP কর্মী । তাকে আটক করেছে পুলিশ ৷

আরও পড়ুন : নদিয়ায় BJP নেতাকে বেধড়ক মারধর, গ্রেপ্তার তৃণমূল নেতাসহ দুই

অন্যদিকে পুলিশের ভূমিকার নিন্দা করেছেন BJP-র আরামবাগ জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন তেওয়ারি । তিনি বলেন, "আমরা আইন-শৃঙ্খলা বজায় রেখেই বিক্ষোভ কর্মসূচি করি । বাড়ি যাওয়ার জন্য থানার পাশেই বকুলতলা এলাকায় আমাদের কর্মীরা জমা হয় । সেই সময় পুলিশ তাদের ওখান থেকে সরে যেতে বলে । এই নিয়ে বচসা শুরু হয় পুলিশের সঙ্গে । এরপরই পুলিশ আমাদের কর্মীদের লাঠিচার্জ করে । এমন কি একজন কর্মীকে মারধর করে আটক করেছে । যা নিন্দনীয় ঘটনা । "

গোঘাট , 2 অগাস্ট : BJP নেতা খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন BJP সমর্থকরা ৷ সেই সময় তাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ ঘটনাটি হুগলির গোঘাট থানার ৷

উল্লেখ্য, গোঘাটের কোটা গ্রামে খুন হন স্থানীয় BJP নেতা কাশীনাথ ঘোষ ৷ এই ঘটনায় অভিযুক্তদের কেন গ্রেপ্তার করা হয়নি এই প্রশ্ন তুলে গোঘাট থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন BJP কর্মী সমর্থকরা ৷ কর্মসূচি শেষ হওয়ার পরই থানার কাছেই তাঁরা বকুলতলা এলাকায় জমায়েত করেন ৷ স্থানীয় সূত্রে খবর, সেই সময় কয়েকজন BJP কর্মী পুলিশের গাড়ি আটকায় ও ঠেলাঠেলি করে ৷ তখনই পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন BJP কর্মীরা । এরপরেই গোঘাট থানার পুলিশ বাহিনী BJP কর্মীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ । লাঠির আঘাতে জখম হন দাউদ আলি নামে এক BJP কর্মী । তাকে আটক করেছে পুলিশ ৷

আরও পড়ুন : নদিয়ায় BJP নেতাকে বেধড়ক মারধর, গ্রেপ্তার তৃণমূল নেতাসহ দুই

অন্যদিকে পুলিশের ভূমিকার নিন্দা করেছেন BJP-র আরামবাগ জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন তেওয়ারি । তিনি বলেন, "আমরা আইন-শৃঙ্খলা বজায় রেখেই বিক্ষোভ কর্মসূচি করি । বাড়ি যাওয়ার জন্য থানার পাশেই বকুলতলা এলাকায় আমাদের কর্মীরা জমা হয় । সেই সময় পুলিশ তাদের ওখান থেকে সরে যেতে বলে । এই নিয়ে বচসা শুরু হয় পুলিশের সঙ্গে । এরপরই পুলিশ আমাদের কর্মীদের লাঠিচার্জ করে । এমন কি একজন কর্মীকে মারধর করে আটক করেছে । যা নিন্দনীয় ঘটনা । "

Intro:Body:বিজেপি কর্মী দের ওপর লাঠি চার্জ পুলিশের।ঘটনা হুগলীর গোঘাট থানার।এছাড়াও বিজেপি কর্মীদের রাজ্য সড়কের ওপর লাঠি উঁচিয়ে এলাকা ছাড়া করল পুলিশ।লাঠির ঘায়ে আহত হয় দাউদ আলী নামে এক বিজেপি কর্মী। তাকে আটক ও করেছে পুলিশ।

উল্লেখ্য আজ বিকালে বিজেপি গোঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থরা।
গোঘাটের নকুন্ডার কোটা গ্রামের
বি জেপির নেতা কাশীনাথ ঘোষের খুনের ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি কেন সেই প্রতিবাদে ও অবিলম্বে দোষিদের গ্রেপ্তার করার দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা।

বিক্ষোভ কর্মসূচী শেষ হয়ে যাওয়ার পরে থানার পাশেই বকুল তলা এলাকায় জমায়েত হন বিজেপি কর্মী সমর্থকরা।
অভিযোগ সেই সময় সেখানে বেশ কিছু বিজেপি কর্মী পুলিশের গাড়ি ধরে আটকায় এবং ঠেলা ঠেলি করে।কেউ কেউ পুলিশের গাড়িতে হাতে করে চাপড়ায়। তখনই পুলিশের সাথে গন্ডগোল হয় বিজেপি কর্মীদের। এর পরেই গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী লাঠি নিয়ে বিজেপি কর্মীদের তাড়া করে।লাঠি চার্জও করে।এমনকি বিজেপি কর্মী কে লাঠি দিয়ে পেটায় পুলিশ।

পুলিশের ভূমিকায় তীব্র নিন্দা করেন বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন তেওয়ারি।তিনি বলেন আমরা আইন শৃখলা বজায় রেখেই বিক্ষোভ কর্মসূচি শেষ করে।থানার পাশেই বকুল তলা এলাকায় বাড়ি যাওয়ার জন্য আমাদের কর্মীরা জমা হয়।সেই সময় পুলিশ তাদের ওখান থেকে তাড়িয়ে দেয়।এই নিয়ে বচসা শুরু হয় পুলিশের সাথে।এর পরই পুলিশ আমাদের কর্মীদের লাঠি চার্জ করে।লাঠি উঁচিয়ে কর্মীদের তারা করে।এমনকি একজন কর্মীকে বেধরক মারা হয় এবং তাকে পুলিশ আটক করেছে।যা তীব্র নিন্দনীয় ঘটনা।

wb_hgl_01_goghat polic_bjp attack_copi_10007Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.