ETV Bharat / state

BJP protests at Hooghly : হুগলিতে বিজেপি'র ডিএম অফিস অভিযান - হুগলিতে বিজেপির ডিএম অফিস অভিযান

7 দফা দাবি নিয়ে বিজেপি'র ডিএম অফিস অভিযান হুগলিতে (BJP protests at Hooghly)৷

BJP protests at Hooghly
BJP protests at Hooghly
author img

By

Published : Jun 6, 2022, 8:01 PM IST

Updated : Jun 6, 2022, 8:59 PM IST

হুগলি, 6 জুন : হুগলিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির ডিএম অফিস অভিযানকে ঘিরে ছিল সাজসাজ রব । পিপুলপাতির কাছে ছিল ডবল ব্যারিকেড করা । মোতায়েন ছিল প্রচুর পুলিশ র‍্যাফ (BJP protests at Hooghly)। চন্দননগর পুলিশের কর্তারা উপস্থিত ছিলেন । মূলত 7 দফা দাবি নিয়ে এই অভিযান । পরে অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷

7 দফা দাবি নিয়ে বিজেপির ডিএম অফিস অভিযান হুগলিতে

সাত দফা দাবিগুলি হল :

  1. কেন্দ্রে সরকারের পাঠানো 100 দিনের কাজের টাকা কর্মপ্রাপকরা পাচ্ছে না ।
  2. এসএসসি দুর্নীতিতে যুক্ত সকলকে জেলে ভরতে হবে ।
  3. প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তৃণমূল নেতাদের কাটমানি না দিলে অনুমোদন মিলছে না ।
  4. সাংসদ তহবিলের টাকা কেন খরচ করতে দেওয়া হচ্ছে না ।
  5. হুগলিতে বিডিও অফিসে সমস্যার সমাধান হচ্ছে না, পাঠানো হচ্ছে দুয়ারে সরকারে ।
  6. কেন্দ্রীয় সরকারের দেওয়া মিডডে মিলে অনিয়ম ৷
  7. গ্রামীণ থানাগুলিতে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা । পুলিশ সুপারের সঙ্গে দেখা করা যাচ্ছে না ।

হুগলি, 6 জুন : হুগলিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির ডিএম অফিস অভিযানকে ঘিরে ছিল সাজসাজ রব । পিপুলপাতির কাছে ছিল ডবল ব্যারিকেড করা । মোতায়েন ছিল প্রচুর পুলিশ র‍্যাফ (BJP protests at Hooghly)। চন্দননগর পুলিশের কর্তারা উপস্থিত ছিলেন । মূলত 7 দফা দাবি নিয়ে এই অভিযান । পরে অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷

7 দফা দাবি নিয়ে বিজেপির ডিএম অফিস অভিযান হুগলিতে

সাত দফা দাবিগুলি হল :

  1. কেন্দ্রে সরকারের পাঠানো 100 দিনের কাজের টাকা কর্মপ্রাপকরা পাচ্ছে না ।
  2. এসএসসি দুর্নীতিতে যুক্ত সকলকে জেলে ভরতে হবে ।
  3. প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তৃণমূল নেতাদের কাটমানি না দিলে অনুমোদন মিলছে না ।
  4. সাংসদ তহবিলের টাকা কেন খরচ করতে দেওয়া হচ্ছে না ।
  5. হুগলিতে বিডিও অফিসে সমস্যার সমাধান হচ্ছে না, পাঠানো হচ্ছে দুয়ারে সরকারে ।
  6. কেন্দ্রীয় সরকারের দেওয়া মিডডে মিলে অনিয়ম ৷
  7. গ্রামীণ থানাগুলিতে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা । পুলিশ সুপারের সঙ্গে দেখা করা যাচ্ছে না ।
Last Updated : Jun 6, 2022, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.