হুগলি, 6 জুন : হুগলিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির ডিএম অফিস অভিযানকে ঘিরে ছিল সাজসাজ রব । পিপুলপাতির কাছে ছিল ডবল ব্যারিকেড করা । মোতায়েন ছিল প্রচুর পুলিশ র্যাফ (BJP protests at Hooghly)। চন্দননগর পুলিশের কর্তারা উপস্থিত ছিলেন । মূলত 7 দফা দাবি নিয়ে এই অভিযান । পরে অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷
সাত দফা দাবিগুলি হল :
- কেন্দ্রে সরকারের পাঠানো 100 দিনের কাজের টাকা কর্মপ্রাপকরা পাচ্ছে না ।
- এসএসসি দুর্নীতিতে যুক্ত সকলকে জেলে ভরতে হবে ।
- প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তৃণমূল নেতাদের কাটমানি না দিলে অনুমোদন মিলছে না ।
- সাংসদ তহবিলের টাকা কেন খরচ করতে দেওয়া হচ্ছে না ।
- হুগলিতে বিডিও অফিসে সমস্যার সমাধান হচ্ছে না, পাঠানো হচ্ছে দুয়ারে সরকারে ।
- কেন্দ্রীয় সরকারের দেওয়া মিডডে মিলে অনিয়ম ৷
- গ্রামীণ থানাগুলিতে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা । পুলিশ সুপারের সঙ্গে দেখা করা যাচ্ছে না ।