ETV Bharat / state

এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, অভিযোগে থানা ঘেরাও BJP-র

author img

By

Published : May 31, 2019, 6:57 PM IST

Updated : May 31, 2019, 10:51 PM IST

BJP-র অভিযোগ গোঘাটের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানস মজুমদার বহিরাগতদের নিয়ে এসে এলাকায় অশান্তি ছড়াচ্ছেন । আজ গোঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP-কর্মী-সমর্থকরা ।

গোঘাট থানা ঘেরাও

গোঘাট (হুগলি), 31 মে : হুগলির গোঘাটে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন BJP কর্মী-সমর্থকদের । BJP-র অভিযোগ গোঘাটের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানস মজুমদার বহিরাগতদের নিয়ে এসে এলাকায় অশান্তি ছড়াচ্ছেন । তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

BJP কর্মী অয়ন পাল জানান, তৃণমূল মানসবাবুর নেতৃত্বে বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে । এর বিরুদ্ধেই আজ গোঘাট থানায় BJP-র পক্ষ থেকে একটা ডেপুটেশন জমা করা হয়েছে যাতে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয় । সকালে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । বিক্ষোভ চলাকালীন জয়শ্রীরাম ধ্বনিও দেয় তারা । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । আর এক BJP- কর্মী বঙ্কিম দোলুই অভিযোগ করেন, মানসবাবুর নেতৃত্বে এলাকায় BJP-র পার্টি অফিসে ভাঙচুর চালানো হচ্ছে ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মানসবাবু । বলেন, "তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাস করে না । সন্ত্রাসে বিশ্বাস করলে BJP বা CPI(M)-এর কর্মীরা এইভাবে ভোট করতে পারত না । নির্বাচনের প্রচার করতে পারত না । কারও বাড়িতে আক্রমণ হয়নি । কেউ ঘরছাড়া হননি । আমরা রেজ়াল্ট বেরোনোর পর দেখছি BJP এবং CPI(M)-এর গোপন বোঝাপড়ায় CPI(M) সব ভোটটাই BJP-কে দিয়ে দিয়েছে । " তাঁর পালটা অভিযোগ, এলাকায় BJP-র জামা পড়ে সন্ত্রাস করছে CPI(M) । গতকাল তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছিল । আজও পার্টি অফিস ঘেরাও করা হয়েছিল । তিনি জানান, তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে । যে যার নীতি-আদর্শ মেনে কাজ করুক এটাই চায় তৃণমূল ।

গোঘাট (হুগলি), 31 মে : হুগলির গোঘাটে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন BJP কর্মী-সমর্থকদের । BJP-র অভিযোগ গোঘাটের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানস মজুমদার বহিরাগতদের নিয়ে এসে এলাকায় অশান্তি ছড়াচ্ছেন । তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

BJP কর্মী অয়ন পাল জানান, তৃণমূল মানসবাবুর নেতৃত্বে বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে । এর বিরুদ্ধেই আজ গোঘাট থানায় BJP-র পক্ষ থেকে একটা ডেপুটেশন জমা করা হয়েছে যাতে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয় । সকালে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । বিক্ষোভ চলাকালীন জয়শ্রীরাম ধ্বনিও দেয় তারা । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । আর এক BJP- কর্মী বঙ্কিম দোলুই অভিযোগ করেন, মানসবাবুর নেতৃত্বে এলাকায় BJP-র পার্টি অফিসে ভাঙচুর চালানো হচ্ছে ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মানসবাবু । বলেন, "তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাস করে না । সন্ত্রাসে বিশ্বাস করলে BJP বা CPI(M)-এর কর্মীরা এইভাবে ভোট করতে পারত না । নির্বাচনের প্রচার করতে পারত না । কারও বাড়িতে আক্রমণ হয়নি । কেউ ঘরছাড়া হননি । আমরা রেজ়াল্ট বেরোনোর পর দেখছি BJP এবং CPI(M)-এর গোপন বোঝাপড়ায় CPI(M) সব ভোটটাই BJP-কে দিয়ে দিয়েছে । " তাঁর পালটা অভিযোগ, এলাকায় BJP-র জামা পড়ে সন্ত্রাস করছে CPI(M) । গতকাল তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছিল । আজও পার্টি অফিস ঘেরাও করা হয়েছিল । তিনি জানান, তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে । যে যার নীতি-আদর্শ মেনে কাজ করুক এটাই চায় তৃণমূল ।

sample description
Last Updated : May 31, 2019, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.