ETV Bharat / state

Locket Slams Mamata Govt : হিসেব না দিলে মমতার সরকারকে টাকা দেবে না কেন্দ্র, দাবি লকেটের - হিসেব না দিলে মমতার সরকারকে টাকা দেবে না কেন্দ্র

শুক্রবার হুগলির কামারকুন্ডুতে সভা করে বিজেপি ৷ সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) ৷ একশো দিনের কাজ নিয়ে তিনি বলেন, ‘‘হিসেব না দিলে রাজ্য সরকারকে টাকা দেবে না কেন্দ্র ৷’’

bjp-mp-locket-chatterjee-slams-mamata-government-on-mgnregs-issue
Locket Slams Mamata Govt : হিসেব না দিলে মমতার সরকারকে টাকা দেবে না কেন্দ্র, দাবি লকেটের
author img

By

Published : Jun 11, 2022, 3:47 PM IST

হুগলি, 11 জুন : একশো দিনের কাজ নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) ৷ তাঁর দাবি, একশো দিনের কাজের (MGNREGS) হিসেব না দিলে কেন্দ্র টাকা দেবে না ৷ হুগলিতে বিজেপির এক সভার মঞ্চ থেকে এই কথা বলেন তিনি (BJP MP Locket Chatterjee Slams Mamata Government on MGNREGS Issue) ৷

লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যে যে দুর্নীতি চলছে, সেটা বলতে হবে । এতদিন তো জানতেই পারতাম না কেন্দ্র টাকা দেয় । মুখ্যমন্ত্রী এখন বলছেন বলে কেন্দ্র টাকা দেয় না । উনি বলছেন বলে জানা যাচ্ছে যে রাজ্যে কেন্দ্র টাকা দেয় । এখন টাকা দিচ্ছে না বলে এতো কথা বলছে ।’’

এর পর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লকেট বলেন, ‘‘আপনাদের টাকা দেবে না । আপনারা আগে হিসেবটা দিন । মানুষকে টাকা দিয়েছেন কি না, তার হিসেব দিন । যতক্ষণ না হিসেবে দেবেন না, ততক্ষণ টাকা পাবেন না । বারণ করে দেওয়া আছে ।’’

এছাড়া রাজ্য়ের আইনশৃঙ্খলা ইস্যুতেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি বলেন, ‘‘বাংলার মেয়ে বাংলার মেয়ে বলে মানুষ আবার সুযোগ দিয়েছে আপনাকে । তারপর যে অরাজকতা চলছে । বগটুইয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের ।’’ লকেটের প্রশ্ন, ‘‘উনি যখন বলবেন, তখনই গ্রেফতার হবে, কী চলছে রাজ্যে ?’’

হিসেব না দিলে মমতার সরকারকে টাকা দেবে না কেন্দ্র, দাবি লকেটের

শুক্রবার বিজেপির ওই সভা থেকেই সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্নাকেও আক্রমণ করেন তিনি । লকেট বলেন, ‘‘কোটি কোটি টাকা চাকরির জন্য নিয়েছেন । এখন ভগবানের কাছে প্রার্থনা করতে হচ্ছে । যাতে চাকরি ক্যানসেল না হয় । হলে টাকা ফেরত দিতে হবে । সবাইকে বলছি বাড়ির সামনে গিয়ে দাঁড়াবেন । চাকরি দেওয়ার নাম করে যে কোটি কোটি টাকা নিয়েছে তখন । সবাই যাবেন বাড়ি থেকে টাকাগুলো বের করবেন ।’’

তাছাড়া তিনি কামারকুন্ডু রেলওয়ে ফ্লাই ওভারের পিচ উঠে যাওয়া নিয়ে কটাক্ষ করেন ৷ হুগলির বলেন, ‘‘এখানকার ঠিকাদার এমন কাজ করছে পিচ ওঠে গিয়েছে । যেন উন্নয়ন উধলে পড়ছে । এমন রাস্তা হয়েছে উদ্বোধনের পর পিচ উঠে গেল । তার মানে কত টাকা পকেটে যাচ্ছে তৃণমূলের । যেখান থেকে খুশি সেখান থেকে টাকা নিচ্ছে । বাংলার এই সরকার চলবে না । শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দেখছি । সিঙ্গুরে অনেক দুর্নীতি দেখছি ।’’

আরও পড়ুন : Kamarkundu Rail-Bridge: উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, কামারকুন্ডুর সেই রেল-ব্রিজের ফের উদ্বোধন করলেন রেলের রাষ্ট্রমন্ত্রী

হুগলি, 11 জুন : একশো দিনের কাজ নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) ৷ তাঁর দাবি, একশো দিনের কাজের (MGNREGS) হিসেব না দিলে কেন্দ্র টাকা দেবে না ৷ হুগলিতে বিজেপির এক সভার মঞ্চ থেকে এই কথা বলেন তিনি (BJP MP Locket Chatterjee Slams Mamata Government on MGNREGS Issue) ৷

লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যে যে দুর্নীতি চলছে, সেটা বলতে হবে । এতদিন তো জানতেই পারতাম না কেন্দ্র টাকা দেয় । মুখ্যমন্ত্রী এখন বলছেন বলে কেন্দ্র টাকা দেয় না । উনি বলছেন বলে জানা যাচ্ছে যে রাজ্যে কেন্দ্র টাকা দেয় । এখন টাকা দিচ্ছে না বলে এতো কথা বলছে ।’’

এর পর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লকেট বলেন, ‘‘আপনাদের টাকা দেবে না । আপনারা আগে হিসেবটা দিন । মানুষকে টাকা দিয়েছেন কি না, তার হিসেব দিন । যতক্ষণ না হিসেবে দেবেন না, ততক্ষণ টাকা পাবেন না । বারণ করে দেওয়া আছে ।’’

এছাড়া রাজ্য়ের আইনশৃঙ্খলা ইস্যুতেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি বলেন, ‘‘বাংলার মেয়ে বাংলার মেয়ে বলে মানুষ আবার সুযোগ দিয়েছে আপনাকে । তারপর যে অরাজকতা চলছে । বগটুইয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের ।’’ লকেটের প্রশ্ন, ‘‘উনি যখন বলবেন, তখনই গ্রেফতার হবে, কী চলছে রাজ্যে ?’’

হিসেব না দিলে মমতার সরকারকে টাকা দেবে না কেন্দ্র, দাবি লকেটের

শুক্রবার বিজেপির ওই সভা থেকেই সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্নাকেও আক্রমণ করেন তিনি । লকেট বলেন, ‘‘কোটি কোটি টাকা চাকরির জন্য নিয়েছেন । এখন ভগবানের কাছে প্রার্থনা করতে হচ্ছে । যাতে চাকরি ক্যানসেল না হয় । হলে টাকা ফেরত দিতে হবে । সবাইকে বলছি বাড়ির সামনে গিয়ে দাঁড়াবেন । চাকরি দেওয়ার নাম করে যে কোটি কোটি টাকা নিয়েছে তখন । সবাই যাবেন বাড়ি থেকে টাকাগুলো বের করবেন ।’’

তাছাড়া তিনি কামারকুন্ডু রেলওয়ে ফ্লাই ওভারের পিচ উঠে যাওয়া নিয়ে কটাক্ষ করেন ৷ হুগলির বলেন, ‘‘এখানকার ঠিকাদার এমন কাজ করছে পিচ ওঠে গিয়েছে । যেন উন্নয়ন উধলে পড়ছে । এমন রাস্তা হয়েছে উদ্বোধনের পর পিচ উঠে গেল । তার মানে কত টাকা পকেটে যাচ্ছে তৃণমূলের । যেখান থেকে খুশি সেখান থেকে টাকা নিচ্ছে । বাংলার এই সরকার চলবে না । শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দেখছি । সিঙ্গুরে অনেক দুর্নীতি দেখছি ।’’

আরও পড়ুন : Kamarkundu Rail-Bridge: উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, কামারকুন্ডুর সেই রেল-ব্রিজের ফের উদ্বোধন করলেন রেলের রাষ্ট্রমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.