ETV Bharat / state

Dilip Attacks TMC : তৃণমূল রাষ্ট্রবিরোধী দল, কটাক্ষ দিলীপের - কটাক্ষ দিলীপের

হুগলিতে দলীয় কর্মসূচির পর তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ, তৃণমূল রাষ্ট্রবিরোধী পার্টি (bjp leader dilip ghosh says tmc is anti national party) ৷

bjp leader dilip ghosh says tmc is anti national party
Dilip Attacks TMC : তৃণমূল রাষ্ট্রবিরোধী দল, কটাক্ষ দিলীপের
author img

By

Published : Jan 29, 2022, 7:04 PM IST

হুগলি, 29 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসকে রাষ্ট্রবিরোধী পার্টি বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (bjp leader dilip ghosh says tmc is anti national party) ৷ বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) শনিবার হাজির হয়েছিলেন হুগলিতে ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপত্র জাগোবাংলায় শনিবার যে উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয়েছে, সেখানে ভারতের অসম্পূর্ণ মানচিত্র রয়েছে বলে অভিযোগ ৷ সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন মেদিনীপুরের সাংসদ ৷

তিনি বলেন, ‘‘আমরা চিরদিনই বলে এসেছি এটি (তৃণমূল) একটি রাষ্ট্রবিরোধী পার্টি । যে পত্রিকা দেশের অখণ্ডতা, পরম্পরা, সংস্কৃতিকে বিশ্বাস করে না, সেই পত্রিকাকে বন্ধ করে দেওয়া উচিত ।’’

আরও বেশ কয়েকটি বিষয়ে তিনি এদিন মন্তব্য করেছেন ৷ তার মধ্যে রয়েছে বিজেপির (BJP) মরিচঝাঁপি অভিযান প্রসঙ্গও ৷ এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘বিজেপি বরাবরই ইস্যু করেছে । আগে আপনাদের কানে পৌঁছাত না । আমাদের আওয়াজটা হাল্কা ছিল । এখন আমাদের শক্তি বেড়েছে । এখন তাই গুরুত্ব দিচ্ছে । পার্টি যখন ডাক দিয়েছে, তখন 31 তারিখ নিশ্চই পৌঁছাবে ।’’

তৃণমূল রাষ্ট্রবিরোধী দল, কটাক্ষ দিলীপের

এছাড়া জয় বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘করুক, যাঁরা গিয়েছেন, তাঁদের কথা ভেবে যেন যান ।’’ আর পেগাসাস ইস্যুতে পালটা তোপ দাগেন বিরোধীদের দিকে ৷ তাঁর দাবি, ‘‘সংসদে অধিবেশন শুরু হওয়ার সময় একটা কিছু ইস্যু বের করতে হয় ৷ কারণ, সংসদ যাতে না চলে, সরকার যাতে কাজ না করতে পারে, তার জন্য চেষ্টা করবে । তারা তাদের কাজ করবে, সরকার সরকারের কাজ করবে ।’’

আগামী 12 ফেব্রুয়ারি চন্দননগর পৌরনিগমের নির্বাচন ৷ সেই উপলক্ষ্যে শনিবার প্রচারও সারেন দিলীপ ঘোষ ৷ তিনি জানান, ভোটের দিন তৃণমূল যাতে সন্ত্রাস করতে না পারে, সেই বিষয়টির দিকে বিজেপি নজর রাখবে ৷

আরও পড়ুন : Kunal Ghosh attacks Dilip Ghosh on Twitter : বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীকে উত্যক্ত করাই দিলীপের লক্ষ্য, টুইটে কটাক্ষ কুণালের

হুগলি, 29 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসকে রাষ্ট্রবিরোধী পার্টি বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (bjp leader dilip ghosh says tmc is anti national party) ৷ বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) শনিবার হাজির হয়েছিলেন হুগলিতে ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপত্র জাগোবাংলায় শনিবার যে উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয়েছে, সেখানে ভারতের অসম্পূর্ণ মানচিত্র রয়েছে বলে অভিযোগ ৷ সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন মেদিনীপুরের সাংসদ ৷

তিনি বলেন, ‘‘আমরা চিরদিনই বলে এসেছি এটি (তৃণমূল) একটি রাষ্ট্রবিরোধী পার্টি । যে পত্রিকা দেশের অখণ্ডতা, পরম্পরা, সংস্কৃতিকে বিশ্বাস করে না, সেই পত্রিকাকে বন্ধ করে দেওয়া উচিত ।’’

আরও বেশ কয়েকটি বিষয়ে তিনি এদিন মন্তব্য করেছেন ৷ তার মধ্যে রয়েছে বিজেপির (BJP) মরিচঝাঁপি অভিযান প্রসঙ্গও ৷ এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘বিজেপি বরাবরই ইস্যু করেছে । আগে আপনাদের কানে পৌঁছাত না । আমাদের আওয়াজটা হাল্কা ছিল । এখন আমাদের শক্তি বেড়েছে । এখন তাই গুরুত্ব দিচ্ছে । পার্টি যখন ডাক দিয়েছে, তখন 31 তারিখ নিশ্চই পৌঁছাবে ।’’

তৃণমূল রাষ্ট্রবিরোধী দল, কটাক্ষ দিলীপের

এছাড়া জয় বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘করুক, যাঁরা গিয়েছেন, তাঁদের কথা ভেবে যেন যান ।’’ আর পেগাসাস ইস্যুতে পালটা তোপ দাগেন বিরোধীদের দিকে ৷ তাঁর দাবি, ‘‘সংসদে অধিবেশন শুরু হওয়ার সময় একটা কিছু ইস্যু বের করতে হয় ৷ কারণ, সংসদ যাতে না চলে, সরকার যাতে কাজ না করতে পারে, তার জন্য চেষ্টা করবে । তারা তাদের কাজ করবে, সরকার সরকারের কাজ করবে ।’’

আগামী 12 ফেব্রুয়ারি চন্দননগর পৌরনিগমের নির্বাচন ৷ সেই উপলক্ষ্যে শনিবার প্রচারও সারেন দিলীপ ঘোষ ৷ তিনি জানান, ভোটের দিন তৃণমূল যাতে সন্ত্রাস করতে না পারে, সেই বিষয়টির দিকে বিজেপি নজর রাখবে ৷

আরও পড়ুন : Kunal Ghosh attacks Dilip Ghosh on Twitter : বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীকে উত্যক্ত করাই দিলীপের লক্ষ্য, টুইটে কটাক্ষ কুণালের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.