পরশুরা, 23 সেপ্টেম্বর : ঠিকাদারি সংস্থার মালিককে হুমকি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার BJP নেতা ৷ হুগলির তারকেশ্বরের ঘটনা ৷
মুফতি আবদুল নাজেম ৷ একটি ঠিকাদারি সংস্থার মালিক ৷ হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা বিদ্যাসাগর সেতু সংস্কারের বরাত পেয়েছিলেন ৷ সেতুর কাজ খুব ধীর গতিতে হচ্ছে এই অভিযোগে শনিবার রাতে নাজেমকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ অভিযোগ, সেই সময় স্থানীয় BJP নেতা মহারাজ নাগ দলবল নিয়ে তাঁর উপর চড়াও হয় ৷ মারধর করে ৷ পাঁচ দিনের মধ্যে কাজ শেষ করার জন্য জোর করে মুচলেকা লিখিয়ে নেয় ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে ৷ যেখানে দেখা যায় নাজেম বলছেন, "বৃহস্পতিবারের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে ৷ যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার ডাক্তারি খরচ আমি দেব ৷ একটা মেশিনের জন্যই কাজ শেষ করতে দেরি হচ্ছে ৷"
পরে মহারাজের বিরুদ্ধে পুরশুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাজেম । আজ সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷
এ বিষয়ে BJP-র আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, "খবর পেয়েছি ৷ এটা কোনও দলীয় ব্যাপার নয় ।"
কিছুদিন আগেও সেতুর মেরামতের কাজ দ্রুত শেষ করার দাবিতে ডানকুনি-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে মহারাজ নাগ । লোকসভা ভোটের পরই তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেয় সে ৷