ETV Bharat / state

সেতুর কাজ চলছে ধীরে, ঠিকাদারকে মেরে গ্রেপ্তার BJP নেতা - ঠিকাদারি সংস্থার মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার BJP নেতা

তারকেশ্বরে ঠিকাদারি সংস্থার মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার BJP নেতা মহারাজ নাগ ৷

মহারাজ নাগ
author img

By

Published : Sep 23, 2019, 3:17 PM IST

Updated : Sep 23, 2019, 3:28 PM IST

পরশুরা, 23 সেপ্টেম্বর : ঠিকাদারি সংস্থার মালিককে হুমকি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার BJP নেতা ৷ হুগলির তারকেশ্বরের ঘটনা ৷

মুফতি আবদুল নাজেম ৷ একটি ঠিকাদারি সংস্থার মালিক ৷ হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা বিদ্যাসাগর সেতু সংস্কারের বরাত পেয়েছিলেন ৷ সেতুর কাজ খুব ধীর গতিতে হচ্ছে এই অভিযোগে শনিবার রাতে নাজেমকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ অভিযোগ, সেই সময় স্থানীয় BJP নেতা মহারাজ নাগ দলবল নিয়ে তাঁর উপর চড়াও হয় ৷ মারধর করে ৷ পাঁচ দিনের মধ্যে কাজ শেষ করার জন্য জোর করে মুচলেকা লিখিয়ে নেয় ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে ৷ যেখানে দেখা যায় নাজেম বলছেন, "বৃহস্পতিবারের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে ৷ যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার ডাক্তারি খরচ আমি দেব ৷ একটা মেশিনের জন্যই কাজ শেষ করতে দেরি হচ্ছে ৷"

এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে...

পরে মহারাজের বিরুদ্ধে পুরশুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাজেম । আজ সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷

এ বিষয়ে BJP-র আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, "খবর পেয়েছি ৷ এটা কোনও দলীয় ব্যাপার নয় ।"

কিছুদিন আগেও সেতুর মেরামতের কাজ দ্রুত শেষ করার দাবিতে ডানকুনি-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে মহারাজ নাগ । লোকসভা ভোটের পরই তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেয় সে ৷

পরশুরা, 23 সেপ্টেম্বর : ঠিকাদারি সংস্থার মালিককে হুমকি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার BJP নেতা ৷ হুগলির তারকেশ্বরের ঘটনা ৷

মুফতি আবদুল নাজেম ৷ একটি ঠিকাদারি সংস্থার মালিক ৷ হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা বিদ্যাসাগর সেতু সংস্কারের বরাত পেয়েছিলেন ৷ সেতুর কাজ খুব ধীর গতিতে হচ্ছে এই অভিযোগে শনিবার রাতে নাজেমকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ অভিযোগ, সেই সময় স্থানীয় BJP নেতা মহারাজ নাগ দলবল নিয়ে তাঁর উপর চড়াও হয় ৷ মারধর করে ৷ পাঁচ দিনের মধ্যে কাজ শেষ করার জন্য জোর করে মুচলেকা লিখিয়ে নেয় ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে ৷ যেখানে দেখা যায় নাজেম বলছেন, "বৃহস্পতিবারের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে ৷ যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার ডাক্তারি খরচ আমি দেব ৷ একটা মেশিনের জন্যই কাজ শেষ করতে দেরি হচ্ছে ৷"

এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে...

পরে মহারাজের বিরুদ্ধে পুরশুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাজেম । আজ সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷

এ বিষয়ে BJP-র আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, "খবর পেয়েছি ৷ এটা কোনও দলীয় ব্যাপার নয় ।"

কিছুদিন আগেও সেতুর মেরামতের কাজ দ্রুত শেষ করার দাবিতে ডানকুনি-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে মহারাজ নাগ । লোকসভা ভোটের পরই তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেয় সে ৷

Intro:Body:ঠিকাদারি সংস্থার মালিক কে হুমকির অভিযোগে গ্রেপ্তার তারকেশ্বরের বিতর্কিত নেতা মহারাজ নাগ।সদ্য বিজেপি তে যোগ দেওয়া এই বিজেপি নেতা কে গ্রেপ্তার করে পুরশুরা থানার পুলিশ।
আজ তাকে আরামবাগ মুহুকুমা আদালতে তোলা হবে।

হুগলীর তারকেশ্বরের চাঁপাডাঙ্গা বিদ্যাসাগর সেতুর কাজ ধীর গতিতে হওয়ার কারণে গত শনি বার রাতে চাঁপাডাঙায় ঠিকাদারি সংস্থার মালিক মুফতি আব্দুল নাজেম কে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় জনতা।অভিযোগ সেই সময় মহারাজ নাগ তার দলবল নিয়ে ওই ঠিকাদরি সংস্থার মালিক কে মারধোর এবং পাঁচ দিনের মধ্যে কাজ সম্পূণ করার জোর করে মুচলেকা লিখিয়ে নেয়।এই পরই মহারাজ নাগের বিরুদ্ধে পুরশুরা থানায় লিখিত অভিযোগ করেন ঠিকাদারি সংস্থার মালিক মুফতি আব্দুল নাজেম।
আজ সকালে পুরশুরা থানার পুলিশ মহারাজ নাগ কে গ্রেপ্তার করে।

কিছুদিন আগেও চাঁপাডাঙ্গার বিদ্যাসাগর সেতুর মেরামতের কাজ দ্রুত সম্পূন্ন করার দাবিতে ডানকুনি আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে মহারাজ নাগ।
গত লোকসভা ভোটের পর বিজেপি তে যোগ দেন এই বিতর্কিত নেতা।বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন এই বিতর্কিত নেতা মহারাজ নাগ।
মহারাজ নাগের গ্রেপ্তারের ব্যপারে বিজেপির আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ বলেন এটা কোনো দলীয় ব্যাপার নয়।

wb_hgl_01_tarakeswar_bjp leader arrest_copi_10007
Conclusion:
Last Updated : Sep 23, 2019, 3:28 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.