ETV Bharat / state

ভোট পরবর্তী অশান্তির জন্য উচ্চ নেতৃত্বকেই দায়ী করলেন বিজেপির গোঘাটের মণ্ডল সভাপতি - ভোট পরবর্তী অশান্তির জন্য দলের উচ্চ নেতৃত্বকেই দায়ী করলেন বিজেপির গোঘাটের মন্ডল সভাপতি

তিনি তাঁর ফেসবুক ওয়ালে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । যেখানে দেখা যাচ্ছে বিজেপির গোঘাটের প্রথম সারির নেতা শিশিরবাবু রাজ্য নেতৃত্বকে কার্যত তুলোধোনা করেছেন । আগামীদিনে নেতৃত্বের নির্দেশ সংগঠন সাজানো কোনওভাবেই সম্ভব নয় তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিশিরবাবু ৷

বিজেপির গোঘাটের মন্ডল সভাপতি
বিজেপির গোঘাটের মন্ডল সভাপতি
author img

By

Published : May 7, 2021, 10:35 PM IST

গোঘাট, 7 মে : ভোট পরবর্তী অশান্তির কারণ হিসাবে দলের উচ্চ নেতৃত্বকেই দায়ী করলেন বিজেপির মণ্ডল সভাপতি । একইসঙ্গে একপ্রকার বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেলেন গোঘাটের বিজেপির 46 নং মণ্ডল সভাপতি শিশির রায় ।

তিনি তাঁর ফেসবুক ওয়ালে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । যেখানে দেখা যাচ্ছে, বিজেপির গোঘাটের প্রথম সারির নেতা শিশিরবাবু রাজ্য নেতৃত্বকে কার্যত তুলোধোনা করেছেন । আগামীদিনে নেতৃত্বের নির্দেশ সংগঠন সাজানো কোনওভাবেই সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিশিরবাবু ৷

আরও পড়ুন : যোগ দিলেন না বিধায়কদের বৈঠকে, ফের মুকুলকে নিয়ে জল্পনা

একইসঙ্গে তাঁদের পরিশ্রমকে বিক্রি করে দিয়েছে বিজেপির উচ্চ নেতৃত্ব, এমন অভিযোগও করতে শোনা যায় শিশিরবাবুকে । পাশাপাশি, গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা এই নির্বাচনে গোঘাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস মজুমদারের জন্যও সুর নরম করেছেন তিনি ।

গোঘাট, 7 মে : ভোট পরবর্তী অশান্তির কারণ হিসাবে দলের উচ্চ নেতৃত্বকেই দায়ী করলেন বিজেপির মণ্ডল সভাপতি । একইসঙ্গে একপ্রকার বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেলেন গোঘাটের বিজেপির 46 নং মণ্ডল সভাপতি শিশির রায় ।

তিনি তাঁর ফেসবুক ওয়ালে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । যেখানে দেখা যাচ্ছে, বিজেপির গোঘাটের প্রথম সারির নেতা শিশিরবাবু রাজ্য নেতৃত্বকে কার্যত তুলোধোনা করেছেন । আগামীদিনে নেতৃত্বের নির্দেশ সংগঠন সাজানো কোনওভাবেই সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিশিরবাবু ৷

আরও পড়ুন : যোগ দিলেন না বিধায়কদের বৈঠকে, ফের মুকুলকে নিয়ে জল্পনা

একইসঙ্গে তাঁদের পরিশ্রমকে বিক্রি করে দিয়েছে বিজেপির উচ্চ নেতৃত্ব, এমন অভিযোগও করতে শোনা যায় শিশিরবাবুকে । পাশাপাশি, গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা এই নির্বাচনে গোঘাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস মজুমদারের জন্যও সুর নরম করেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.