ETV Bharat / state

পান্ডুয়ায় তৃণমূলের দু'টি পার্টি অফিসে আগুন, অভিযোগ BJP-র বিরুদ্ধে - BJP allegedly set fire on tmc party office

পান্ডুয়ায় দু'টি তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগল ৷ অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে ৷ যদিও আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে BJP ৷

পান্ডুয়ায় তৃণমূলের দু'টি পার্টি অফিসে আগুন, অভিযোগ BJP-র বিরুদ্ধে
author img

By

Published : Sep 15, 2019, 12:43 PM IST

Updated : Sep 15, 2019, 2:46 PM IST

পান্ডুয়া, 15 সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ পান্ডুয়ার শিখিরাচাঁপতা পঞ্চায়েতের বেদেডাঙা ও হরিদাসপুরের ঘটনা ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ অফিসে রাখা মুখ্যমন্ত্রীর ছবি, দলীয় পতাকা ও কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের ৷ যদিও আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে BJP ৷

তৃণমূলের অভিযোগ, শুক্রবার ভোররাতে BJP আশ্রিত দুষ্কৃতীরা অফিসে আগুন দেয় ৷ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান পার্টি অফিস দুটি জ্বলছে ৷ তাঁরাই আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ অফিসে রাখা মুখ্যমন্ত্রীর ছবি, গুরুত্বপূর্ণ নথি সহ সবকিছু আগুনে পুড়ে গেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পান্ডুয়া থানার পুলিশ ৷ দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে ৷ অন্যদিকে পান্ডুয়ার শ্রীরামবাটিতে তৃণমূল অফিসের তালা ভেঙে TV চুরির পাশাপাশি কিছু নথিপত্র আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ।

তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "দলের তরফ থেকে পান্ডুয়া থানায় অভিযোগ করা হয়েছে । পুলিশকে দ্রুত তদন্ত শেষ করে ব্যবস্থা নিতে বলেছি । লোকসভা নির্বাচনে ভালো ফল করার পর থেকেই BJP বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে । রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এই ঘটনায় নেওয়া হবে । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP-র মণ্ডল সভাপতি অশোক দত্ত বলেন, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে । এর সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই । BJP হিংসার রাজনীতি করে না । তৃণমূল কংগ্রেসের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে ৷ নিজেরা দোষ করে BJP-র ঘাড়ে চাপাচ্ছে ৷"

পান্ডুয়া, 15 সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ পান্ডুয়ার শিখিরাচাঁপতা পঞ্চায়েতের বেদেডাঙা ও হরিদাসপুরের ঘটনা ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ অফিসে রাখা মুখ্যমন্ত্রীর ছবি, দলীয় পতাকা ও কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের ৷ যদিও আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে BJP ৷

তৃণমূলের অভিযোগ, শুক্রবার ভোররাতে BJP আশ্রিত দুষ্কৃতীরা অফিসে আগুন দেয় ৷ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান পার্টি অফিস দুটি জ্বলছে ৷ তাঁরাই আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ অফিসে রাখা মুখ্যমন্ত্রীর ছবি, গুরুত্বপূর্ণ নথি সহ সবকিছু আগুনে পুড়ে গেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পান্ডুয়া থানার পুলিশ ৷ দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে ৷ অন্যদিকে পান্ডুয়ার শ্রীরামবাটিতে তৃণমূল অফিসের তালা ভেঙে TV চুরির পাশাপাশি কিছু নথিপত্র আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ।

তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "দলের তরফ থেকে পান্ডুয়া থানায় অভিযোগ করা হয়েছে । পুলিশকে দ্রুত তদন্ত শেষ করে ব্যবস্থা নিতে বলেছি । লোকসভা নির্বাচনে ভালো ফল করার পর থেকেই BJP বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে । রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এই ঘটনায় নেওয়া হবে । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP-র মণ্ডল সভাপতি অশোক দত্ত বলেন, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে । এর সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই । BJP হিংসার রাজনীতি করে না । তৃণমূল কংগ্রেসের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে ৷ নিজেরা দোষ করে BJP-র ঘাড়ে চাপাচ্ছে ৷"

Intro:পান্ডুয়ায় তৃণমূলের দুটি পার্টি অফিস ও একটি সেলুনে আগুন ধরানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুক্রবার গভীর রাত্রে শিখিরা চাঁপতা পঞ্চায়েতের বেদে ডাঙ্গা ও হরিদাসপুরে দুটি পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ভোরবেলা স্থানীয় বাসিন্দারা দেখতে পান টিনের তৈরি পার্টি অফিস ও খড়ের চালের পার্টি অফিসটি দাও দাও করে আগুনে জ্বলছে ।স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পার্টি অফিসে থাকা মুখ্যমন্ত্রীর ছবি, তৃণমূলের দলীয় পতাকা ও বেশকিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যায়। এরপরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় অন্যদিকে পান্ডুয়ার জামগ্রাম মন্ডললাই পঞ্চায়েতের শ্রীরাম বাটি তৃণমূলের দলীয় অফিস তালা ভাঙ্গা টিভি চুরি ও বেশকিছু নথি আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে আছে পান্ডুয়া থানার পুলিশ। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, গতকাল গভীর রাত্রে পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় বিজেপির দুষ্কৃতীরা। পার্টি অফিসে থাকা চেয়ার ,ফ্যান, টিভি সহ বেশ কিছু নথিপত্র পুড়িয়ে দেয়া হয় ।স্থানীয় মানুষজন দেখতে পেয়ে আগুন নেভায়। এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই ঘটিয়েছে। লোকসভা ভোটে জেতার পর থেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। আমরা পুরো বিষয়টি পুলিশ প্রশাসন ও উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, দলের তরফ থেকে পান্ডুয়া থানায় অভিযোগ করার কথা বলা হয়েছে। পুলিশকে দ্রুত তদন্ত শেষ করে করে ব্যবস্থা নিতে বলেছি। হুগলি লোকসভার বিজেপি ভোটে ভালো ফল করার পর থেকেই বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা রাজনৈতিকভাবে ও প্রশাসনিকভাবে এর ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির মন্ডল সভাপতি অশোক দত্ত বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই। বিজেপি হিংসার রাজনীতি করে না। তৃণমূলের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তাই নিজেরা করে বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে।Body:WB_HGL_PANDUA TMC PARTY FIRE_7203418Conclusion:
Last Updated : Sep 15, 2019, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.