পান্ডুয়া, 15 সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ পান্ডুয়ার শিখিরাচাঁপতা পঞ্চায়েতের বেদেডাঙা ও হরিদাসপুরের ঘটনা ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ অফিসে রাখা মুখ্যমন্ত্রীর ছবি, দলীয় পতাকা ও কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের ৷ যদিও আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে BJP ৷
তৃণমূলের অভিযোগ, শুক্রবার ভোররাতে BJP আশ্রিত দুষ্কৃতীরা অফিসে আগুন দেয় ৷ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান পার্টি অফিস দুটি জ্বলছে ৷ তাঁরাই আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ অফিসে রাখা মুখ্যমন্ত্রীর ছবি, গুরুত্বপূর্ণ নথি সহ সবকিছু আগুনে পুড়ে গেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পান্ডুয়া থানার পুলিশ ৷ দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে ৷ অন্যদিকে পান্ডুয়ার শ্রীরামবাটিতে তৃণমূল অফিসের তালা ভেঙে TV চুরির পাশাপাশি কিছু নথিপত্র আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ।
তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "দলের তরফ থেকে পান্ডুয়া থানায় অভিযোগ করা হয়েছে । পুলিশকে দ্রুত তদন্ত শেষ করে ব্যবস্থা নিতে বলেছি । লোকসভা নির্বাচনে ভালো ফল করার পর থেকেই BJP বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে । রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এই ঘটনায় নেওয়া হবে । "
BJP-র মণ্ডল সভাপতি অশোক দত্ত বলেন, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে । এর সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই । BJP হিংসার রাজনীতি করে না । তৃণমূল কংগ্রেসের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে ৷ নিজেরা দোষ করে BJP-র ঘাড়ে চাপাচ্ছে ৷"