পুরশুরা, 4 ডিসেম্বর : শ্রীরামপুরে এক পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা ৷ ওই সদস্য তৃণমূল কংগ্রেসের কর্মী । গুলি চালানোর পাশাপাশি দুই তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে । এই ঘটনায় BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি পুরশুরার সোদপুর এলাকায় ৷
যে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয় তার নাম পিন্টু কোটাল । প্রথমে পিন্টু, তাঁর দাদা ও অন্য একজনকে মারধর করে দুষ্কৃতীরা ৷ তারা তিনজনই তৃণমূল কর্মী । মারধরের পর পিন্টুকে লক্ষ্য করে গুলি চালায় তারা । তিনজনকে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হলে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ খবর পেয়ে এলাকায় যায় পুলিশ ৷
অভিযোগ অস্বীকার করেছেন BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ৷ তিনি বলেন, "এই ঘটনায় BJP-র কোনও কর্মী জড়িত নয় ৷ এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটেছে ৷"