ETV Bharat / state

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে মারধর ও গুলি, অভিযুক্ত BJP - হুগলি

যে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয় তার নাম পিন্টু কোটাল । প্রথমে পিন্টু, তাঁর দাদা ও অন্য একজনকে মারধর করে দুষ্কৃতীরা ৷ তারা তিনজনই তৃণমূল কর্মী ।

আক্রান্ত তৃণমূল কর্মী
আক্রান্ত তৃণমূল কর্মী
author img

By

Published : Dec 4, 2019, 10:56 AM IST

পুরশুরা, 4 ডিসেম্বর : শ্রীরামপুরে এক পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা ৷ ওই সদস্য তৃণমূল কংগ্রেসের কর্মী । গুলি চালানোর পাশাপাশি দুই তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে । এই ঘটনায় BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি পুরশুরার সোদপুর এলাকায় ৷

যে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয় তার নাম পিন্টু কোটাল । প্রথমে পিন্টু, তাঁর দাদা ও অন্য একজনকে মারধর করে দুষ্কৃতীরা ৷ তারা তিনজনই তৃণমূল কর্মী । মারধরের পর পিন্টুকে লক্ষ্য করে গুলি চালায় তারা । তিনজনকে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হলে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ খবর পেয়ে এলাকায় যায় পুলিশ ৷

ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন আক্রান্ত তৃণমূল কর্মী ৷ যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

অভিযোগ অস্বীকার করেছেন BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ৷ তিনি বলেন, "এই ঘটনায় BJP-র কোনও কর্মী জড়িত নয় ৷ এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটেছে ৷"

পুরশুরা, 4 ডিসেম্বর : শ্রীরামপুরে এক পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা ৷ ওই সদস্য তৃণমূল কংগ্রেসের কর্মী । গুলি চালানোর পাশাপাশি দুই তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে । এই ঘটনায় BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি পুরশুরার সোদপুর এলাকায় ৷

যে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয় তার নাম পিন্টু কোটাল । প্রথমে পিন্টু, তাঁর দাদা ও অন্য একজনকে মারধর করে দুষ্কৃতীরা ৷ তারা তিনজনই তৃণমূল কর্মী । মারধরের পর পিন্টুকে লক্ষ্য করে গুলি চালায় তারা । তিনজনকে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হলে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ খবর পেয়ে এলাকায় যায় পুলিশ ৷

ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন আক্রান্ত তৃণমূল কর্মী ৷ যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

অভিযোগ অস্বীকার করেছেন BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ৷ তিনি বলেন, "এই ঘটনায় BJP-র কোনও কর্মী জড়িত নয় ৷ এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটেছে ৷"

Intro:Body:তৃণমূল পঞ্চায়েত সদস্য কে লক্ষ করে চালানো হয় গুলি।লক্ষ ভ্রষ্ট হলে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ দুই তৃণমূল কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগে উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনা টি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় পুরশুরার সোদপুর এলাকায়।
আক্রান্ত শ্রীরামপুর পঞ্চায়েত সদস্য পিন্টু কোটাল ও তার দাদা এবং এক তৃণমূল কর্মী কে প্রথমে শ্রীরামপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।এলাকায় মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ বাহিনী।
তবে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের দাবি এই ঘটনায় বিজেপির কোন কর্মী জড়িত নয়।এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের ফল।

wb_hgl_01_pursurah_tmc attack_copi_10007

B_1_পিন্টু কোটাল (আক্রান্ত পঞ্চায়েত সদস্য)
B_2_বিমান ঘোষ (বিজেপি জেলা সভাপতি)
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.