শ্রীরামপুর , 18 এপ্রিল : রেশনের চাল নিয়ে দুর্নীতির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে । বাড়িতে রেশনের চাল মজুত করেছেন শ্রীরামপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্তোষ কুমার সিং (পাপ্পু সিং) । সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় । শনিবার BJP-র শ্রীরামপুর জেলা সভাপতি সরকারি চাল মজুত করার অভিযোগ জানান SDO-র কাছে ।
সরকারি চালের বস্তা তৃণমূল এই কাউন্সিলরের বাড়িতে দেখা গেছে বলে অভিযোগ । এমনকী, সেই ছবি তুলে ধরেছে BJP । সরকারি জিনিস নিয়ে কীভাবে মজুত করা যায় । আর কেনই বা তৃণমূল ত্রাণের নামে রেশনের চাল বিলি করছে । এসব ভোটের রাজনীতি বলে অভিযোগ জেলা সভাপতির । তবে অবশ্য তৃণমূল কাউন্সিলার এই অভিযোগ অস্বীকার করে বলেন , "আমার কাছে রেশনের অফিসাররা এসেছিলেন । এই চাল রেশনের চাল নয় । ধনিয়াখালি রাইস মিল থেকে কিনে আনা হয়েছে । সমস্ত কাগজপত্র আছে ।"
মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই ঘোষণা করেছেন , সরকারি চাল নিয়ে দলের নাম দিয়ে বিলি করা যাবে না । তারপরও তৃণমূলের কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ উঠল কেন ? সেটাই খতিয়ে দেখছে শ্রীরামপুর রেশন কন্ট্রোল অফিস ।
BJP-র শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বোস জানান , তাঁর কাছে অনেকদিন ধরেই অভিযোগ ছিল । আজ ছবি পাওয়াতে , তিনি শ্রীরামপুর SDO-র কাছে একটি লিখিত অভিযোগ জানান । তাঁর বক্তব্য তৃণমূল কাউন্সিলররা সরকারি রেশনের চালগুলি রেশন অফিসে না পাঠিয়ে নিজের বাড়িতেই মজুত করছে । যে বস্তা চালগুলি দেখা গেছে সেই বস্তা একমাত্র রেশন ব্যবস্থায় ব্যবহৃত হয় । এমনি চালের প্লাস্টিক বস্তা হয় । বস্তাগুলি সরকারি স্ট্যাম্প মারা আছে ।
অন্যদিকে , তৃণমূল কাউন্সিলর সন্তোষ কুমার সিং জানান , এই ছবিগুলি আইটি সেলের লোকেরা সোশাল মিডিয়ায় 31 মার্চ দিয়েছিল ৷ তিনি এই চালের বস্তাগুলি ধনিয়াখালি চালকল থেকে কিনে নিয়ে আসেন । রেশনিং অফিসাররা আজ এসেছিলেন ৷ তাঁকে তিনি বিল ও বস্তার স্যাম্পেল দিয়েছেন । BJP তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে ।
রেশনিং ইনস্পেক্টর জানান, SDO থেকে তাঁর কাছে একটি অভিযোগ আসে । সেই অভিয়োগের ভিত্তিতে সন্তোষ সিং-এর বাড়িতে যাওয়া হয় । কোনও চালের বস্তা পাওয়া যায়নি । কয়েকটি জুটের বস্তা এবং চাল কেনার কিছু চালান পাওয়া গেছে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে । সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত করা হবে ।
(স্টিল ছবির বিষয় :BJP-র থেকে সংগৃহীত । সত্যতা যাচাই করা হয়নি )