ETV Bharat / state

কৃষি বিল কৃষকদের স্বার্থরক্ষার জন্য : মুকুল - কৃষি বিল

মুকুল রায় বলেন, “যে আইনটা 1855 সালে হয়েছে । এতদিন পর এই আইনের সংশোধনের প্রয়োজনীয়তা ছিল ।"

M
M
author img

By

Published : Sep 26, 2020, 8:07 PM IST

হুগলি, 26 সেপ্টেম্বর : BJP-র সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব পেয়েই কৃষি বিলের বিরুদ্ধে প্রচার নিয়ে মুখ খুললেন মুকুল রায় । শনিবার হুগলির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কৃষি বিলের সমর্থনে কথা বলেন তিনি ।

মুকুল রায় বলেন, “যে আইনটা 1855 সালে হয়েছে । এতদিন পর এই আইনের সংশোধনের প্রয়োজনীয়তা ছিল । এই বিল কৃষকদের স্বার্থরক্ষা করার জন্য তৈরি হয়েছে । এখানে আম্বানি আদানি আসছে না । কৃষক, ফলন এবং মানুষের স্বার্থেই এই বিল । সারা রাজ্যে 6 শতাংশ চাষ চুক্তিভিত্তিক হয় । এখানে শুধুমাত্র মালিক এবং কৃষকদের সঙ্গে সম্পর্ক থাকবে । কৃষকদের বঞ্চিত হওয়ার কোনও ব্যাপার নেই । এতে কৃষকরা লাভবান হবেন ।"

তিনি আরও বলেন, "যে চুক্তিটা হবে সেটা শুধুমাত্র কর্পোরেট সংস্থার সঙ্গে কৃষকের হবে । লোকেরা বলছে জমির চুক্তি হবে । কিন্তু কোনও জমি নিয়ে চুক্তি হবে না । তার ফলনের উপর চুক্তি হবে। যে চুক্তি হবে তাতে কৃষকদের স্বার্থ অবশ্যই থাকবে । এই বিল কৃষকের মুখে হাসি ফোটাবে । এতে ফড়েরা ক্ষতিগ্রস্ত হবে । কোনও কৃষক ক্ষতিগ্রস্ত হবে না ।"

কিন্তু বিলে একদিকে বলা হয়েছে যে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ থাকবে না । এই নিয়ে মুকুল রায় বলেন, প্রয়োজনে নিয়ন্ত্রণ থাকবে । কৃষকরা এই বিলকে সমর্থন করছে । সিঙ্গুরের কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, তারা কোনও বিরোধিতা করবে না ।

হুগলি, 26 সেপ্টেম্বর : BJP-র সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব পেয়েই কৃষি বিলের বিরুদ্ধে প্রচার নিয়ে মুখ খুললেন মুকুল রায় । শনিবার হুগলির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কৃষি বিলের সমর্থনে কথা বলেন তিনি ।

মুকুল রায় বলেন, “যে আইনটা 1855 সালে হয়েছে । এতদিন পর এই আইনের সংশোধনের প্রয়োজনীয়তা ছিল । এই বিল কৃষকদের স্বার্থরক্ষা করার জন্য তৈরি হয়েছে । এখানে আম্বানি আদানি আসছে না । কৃষক, ফলন এবং মানুষের স্বার্থেই এই বিল । সারা রাজ্যে 6 শতাংশ চাষ চুক্তিভিত্তিক হয় । এখানে শুধুমাত্র মালিক এবং কৃষকদের সঙ্গে সম্পর্ক থাকবে । কৃষকদের বঞ্চিত হওয়ার কোনও ব্যাপার নেই । এতে কৃষকরা লাভবান হবেন ।"

তিনি আরও বলেন, "যে চুক্তিটা হবে সেটা শুধুমাত্র কর্পোরেট সংস্থার সঙ্গে কৃষকের হবে । লোকেরা বলছে জমির চুক্তি হবে । কিন্তু কোনও জমি নিয়ে চুক্তি হবে না । তার ফলনের উপর চুক্তি হবে। যে চুক্তি হবে তাতে কৃষকদের স্বার্থ অবশ্যই থাকবে । এই বিল কৃষকের মুখে হাসি ফোটাবে । এতে ফড়েরা ক্ষতিগ্রস্ত হবে । কোনও কৃষক ক্ষতিগ্রস্ত হবে না ।"

কিন্তু বিলে একদিকে বলা হয়েছে যে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ থাকবে না । এই নিয়ে মুকুল রায় বলেন, প্রয়োজনে নিয়ন্ত্রণ থাকবে । কৃষকরা এই বিলকে সমর্থন করছে । সিঙ্গুরের কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, তারা কোনও বিরোধিতা করবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.