ETV Bharat / state

Bhadreshwar Shyamnagar Jute Mill closed : ভদ্রেশ্বরের জুটমিল বন্ধ, কর্মহীন 3 হাজার শ্রমিক - শ্রমিক অসন্তোষের কারণে সাসপেন্স অফ ওয়ার্কের নোটিস

ফের শ্রমিক অসন্তোষ ৷ আর তার জেরে ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিলে গেটে জুটমিল বন্ধের নোটিস টাঙিয়ে মিল বন্ধ করে দিল মিল কর্তৃপক্ষ ৷ (Bhadreshwar Shyamnagar Jute Mill closed)

Bhadreshwar Shyamnagar Jute Mill closed
ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল বন্ধ
author img

By

Published : Dec 5, 2021, 2:04 PM IST

ভদ্রেশ্বর, 5 ডিসেম্বর : শ্রমিক অসন্তোষের কারণে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস (suspension of work notice) ঝোলাল জুটমিল কর্তৃপক্ষ । শনিবার রাত থেকে বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল (Bhadreshwar Shyamnagar Jute Mill closed) । আজ সকালে শ্রমিকেরা কাজে এলে তাঁদের ফিরে যেতে হয় ।

এর ফলে কর্মহীন হয়ে গেলেন প্রায় 3 হাজার শ্রমিক । স্বভাবতই শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে জুটমিলের ডোয়িং বিভাগে । কারণ এই বিভাগে প্রায় 60 জন শ্রমিক কাজ করেন । তার মধ্যে 5 জন স্থায়ী শ্রমিকের পরিবর্তে অস্থায়ী শ্রমিক দিয়ে কাজ করানো হয় । তাতেই অসন্তোষ শুরু হয় ।

আরও পড়ুন : kankinara Jute Mill Closed: শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল

শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন সকলকে কাজ দেওয়া হত না । 6-7 জন শ্রমিক কাজ পেতেন না । এমনকি কাজে এলেও কাজ না দিয়ে ফিরিয়ে দেওয়া হত । এর ফলে শ্রমিক অসন্তোষ তৈরি হয় ৷ শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন । এরপর মিল কর্তৃপক্ষ গতকাল রাতে 'সাসপেনশন অফ ওয়ার্সের নোটিস' (suspension of work) ঝুলিয়ে দেন মিল গেটে । গতকাল জাওয়াদের জন্য হুগলির বিভিন্ন ফেরিঘাট বন্ধ ছিল । তাই বহু শ্রমিক গঙ্গা পার করে কাজে আসতে পারেননি । আগামিকাল সোমবার এ বিষয়ে শ্রমমন্ত্রী বেচারাম মান্নাকে চিঠি লিখবেন শ্রমিক সংগঠনের নেতারা ।

ভদ্রেশ্বর, 5 ডিসেম্বর : শ্রমিক অসন্তোষের কারণে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস (suspension of work notice) ঝোলাল জুটমিল কর্তৃপক্ষ । শনিবার রাত থেকে বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল (Bhadreshwar Shyamnagar Jute Mill closed) । আজ সকালে শ্রমিকেরা কাজে এলে তাঁদের ফিরে যেতে হয় ।

এর ফলে কর্মহীন হয়ে গেলেন প্রায় 3 হাজার শ্রমিক । স্বভাবতই শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে জুটমিলের ডোয়িং বিভাগে । কারণ এই বিভাগে প্রায় 60 জন শ্রমিক কাজ করেন । তার মধ্যে 5 জন স্থায়ী শ্রমিকের পরিবর্তে অস্থায়ী শ্রমিক দিয়ে কাজ করানো হয় । তাতেই অসন্তোষ শুরু হয় ।

আরও পড়ুন : kankinara Jute Mill Closed: শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল

শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন সকলকে কাজ দেওয়া হত না । 6-7 জন শ্রমিক কাজ পেতেন না । এমনকি কাজে এলেও কাজ না দিয়ে ফিরিয়ে দেওয়া হত । এর ফলে শ্রমিক অসন্তোষ তৈরি হয় ৷ শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন । এরপর মিল কর্তৃপক্ষ গতকাল রাতে 'সাসপেনশন অফ ওয়ার্সের নোটিস' (suspension of work) ঝুলিয়ে দেন মিল গেটে । গতকাল জাওয়াদের জন্য হুগলির বিভিন্ন ফেরিঘাট বন্ধ ছিল । তাই বহু শ্রমিক গঙ্গা পার করে কাজে আসতে পারেননি । আগামিকাল সোমবার এ বিষয়ে শ্রমমন্ত্রী বেচারাম মান্নাকে চিঠি লিখবেন শ্রমিক সংগঠনের নেতারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.