ETV Bharat / state

নেত্রী পিছিয়ে নন্দীগ্রামে, সিঙ্গুরে এগিয়ে তৃণমূল - সিঙ্গুরে এগিয়ে তৃণমূল

নন্দীগ্রামে নেত্রী পিছিয়ে থাকলেও সিঙ্গুরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না । বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে 4 হাজার 546 ভোটে পিছনে ফেলে দিয়েছেন বেচারাম ।

Bengal Election Result 2021
ছবি
author img

By

Published : May 2, 2021, 10:21 AM IST

Updated : May 2, 2021, 12:02 PM IST

সিঙ্গুর ও নন্দীগ্রাম, 2 মে : নন্দীগ্রামে দুই রাউন্ডের গণনা শেষ । প্রথম তিন রাউন্ডেই পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যাপাধ্যায় । তিন রাউন্ড শেষে 8 হাজার 206 ভোটে তৃণমূল সুপ্রিমোকে পিছনে ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী । নন্দীগ্রামে নেত্রী পিছিয়ে থাকলেও সিঙ্গুরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না । চার রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে 4 হাজার 546 ভোটে পিছনে ফেলে দিয়েছেন বেচারাম ।

এবারের ভোটে সবার নজর ছিল নন্দীগ্রাম ও সিঙ্গুরে । একাধিক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের । সেটাই সত্যি হল । যদিও এই ট্রেন্ড একেবারেই প্রাথমিক । মোট 17 রাউন্ড গণনা হবে নন্দীগ্রামে । যে কোনও মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

সিঙ্গুর ও নন্দীগ্রাম, 2 মে : নন্দীগ্রামে দুই রাউন্ডের গণনা শেষ । প্রথম তিন রাউন্ডেই পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যাপাধ্যায় । তিন রাউন্ড শেষে 8 হাজার 206 ভোটে তৃণমূল সুপ্রিমোকে পিছনে ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী । নন্দীগ্রামে নেত্রী পিছিয়ে থাকলেও সিঙ্গুরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না । চার রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে 4 হাজার 546 ভোটে পিছনে ফেলে দিয়েছেন বেচারাম ।

এবারের ভোটে সবার নজর ছিল নন্দীগ্রাম ও সিঙ্গুরে । একাধিক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের । সেটাই সত্যি হল । যদিও এই ট্রেন্ড একেবারেই প্রাথমিক । মোট 17 রাউন্ড গণনা হবে নন্দীগ্রামে । যে কোনও মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

আরও পড়ুন : বন্দরে এগিয়ে ফিরহাদ

Last Updated : May 2, 2021, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.