ETV Bharat / state

গোঘাটের জনসভায় সংখ্যালঘু উন্নয়নের ফিরিস্তি মমতার - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

গোঘাট বিধানসভার প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে হিন্দু ও মুসলিম দুই ধর্মের ভোটকেই নিজের দিকে টানার মরিয়া চেষ্টা দেখা গেল তৃণমূল সুপ্রিমোর ভাষণে ৷

bengal-election-2021-trinamool-supremo-mamata-banerjee-campaigning-at-goghat-assembly-constituency-in-hooghly
গোঘাটের জনসভায় ধর্মীয় উন্নয়নের ফিরিস্তি মমতার
author img

By

Published : Mar 31, 2021, 3:51 PM IST

গোঘাট (হুগলি), 31 মার্চ : হুগলি জেলা যে তৃণমূলের কাছে শক্ত পরীক্ষা হতে চলেছে তা আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণেই স্পষ্ট ৷ গোঘাট বিধানসভা কেন্দ্রের প্রচারে তাই বারেবারে ফিরে এল শ্রী রামকৃষ্ণের পূণ্যভূমির প্রসঙ্গ ৷ সেই সঙ্গে হুগলির ফুরফুরা শরিফ, ছোটো আস্তানা ও বড় আস্তানার উন্নয়ন প্রসঙ্গ ৷ আর উল্লেখযোগ্যভাবে প্রথমবার নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের ফিরিস্তি দিতে দেখা গেল হাতে রাখা তালিকা দেখে ৷

তৃতীয় দফায় হুগলি জেলার 8 বিধানসভা কেন্দ্রে নির্বাচন ৷ প্রচারে নেমে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ গোঘাট বিধানসভা কেন্দ্র থেকে তাঁর প্রচার শুরু হল ৷ কিন্তু, উল্লেখযোগ্যভাবে এই জনসভা থেকে মোটের উপর হুগলির প্রায় অধিকাংশ বিধানসভার উন্নয়নের প্রসঙ্গ উঠে এল মমতার কথায় ৷ আর যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেল হুগলির ধর্মীয় ভাবাবেগ ৷ যেখানে ইতিমধ্যে হিন্দু ভোটে ভাগ বসিয়েছে বিজেপি ৷ অন্যদিকে সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে এবারের নির্বাচনের ময়দানে নেমেছেন ফুরফুরা শরিফের অন্যতম পীরজাদা তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রধান আব্বাস সিদ্দিকী ৷ আর তাই হুগলির লড়াই এবার বড় কঠিন মমতার কাছে ৷

এদিন শুরু থেকেই শ্রী রামকৃষ্ণের জন্মভূমির সংস্কার, দ্বারকেশ্বর নদের পারে 400 কোটি টাকায় 226টি প্রকল্প সহ একাধিক ধর্মীয়স্থানের সংস্কারের কথা উঠে আসে মমতার কথায় ৷ সেই সঙ্গে তারাপীঠ ও তারকেশ্বর মন্দিরের সংস্কার কথাও গোঘাটের প্রচারে উঠে আসে ৷ অন্যদিকে, হুগলির সংখ্যালঘু ভোট ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর কাছে ৷ যার পিছনে সবচেয়ে বড় কারণ আইএসএফের প্রধান আব্বাস সিদ্দিকী ৷ ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা এবারের ভোটে মমতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ আব্বাস সিদ্দিকীর প্রভাবে হুগলির সংখ্যালঘু মুসলিম ভোটের বেশিরভাগটাই আইএসএফের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই এদিন হুগলি জেলায় সংখ্যালঘু উন্নয়ন নিয়েও বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

আরও পড়ুন : ‘বেচারা’ মুকুল শুভেন্দুর মতো খারাপ নয়, সার্টিফিকেট নেত্রীর

গোঘাটের জনসভায় বন্যা সমস্যার কথাও তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো ৷ তিনি স্বীকার করে নেন, গোঘাটের মানুষের কাছে বন্যা একটা বড় সমস্যা ৷ আর তাই আরামবাগ মাস্টার প্ল্যানে 54 কিলোমিটার খাল সংস্কারের বিষয়টি এদিন তুলে ধরেন মমতা৷ পাশাপাশি লোয়ার দামোদর এলাকাগুলিকেও উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান lfvf ৷

গোঘাট (হুগলি), 31 মার্চ : হুগলি জেলা যে তৃণমূলের কাছে শক্ত পরীক্ষা হতে চলেছে তা আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণেই স্পষ্ট ৷ গোঘাট বিধানসভা কেন্দ্রের প্রচারে তাই বারেবারে ফিরে এল শ্রী রামকৃষ্ণের পূণ্যভূমির প্রসঙ্গ ৷ সেই সঙ্গে হুগলির ফুরফুরা শরিফ, ছোটো আস্তানা ও বড় আস্তানার উন্নয়ন প্রসঙ্গ ৷ আর উল্লেখযোগ্যভাবে প্রথমবার নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের ফিরিস্তি দিতে দেখা গেল হাতে রাখা তালিকা দেখে ৷

তৃতীয় দফায় হুগলি জেলার 8 বিধানসভা কেন্দ্রে নির্বাচন ৷ প্রচারে নেমে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ গোঘাট বিধানসভা কেন্দ্র থেকে তাঁর প্রচার শুরু হল ৷ কিন্তু, উল্লেখযোগ্যভাবে এই জনসভা থেকে মোটের উপর হুগলির প্রায় অধিকাংশ বিধানসভার উন্নয়নের প্রসঙ্গ উঠে এল মমতার কথায় ৷ আর যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেল হুগলির ধর্মীয় ভাবাবেগ ৷ যেখানে ইতিমধ্যে হিন্দু ভোটে ভাগ বসিয়েছে বিজেপি ৷ অন্যদিকে সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে এবারের নির্বাচনের ময়দানে নেমেছেন ফুরফুরা শরিফের অন্যতম পীরজাদা তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রধান আব্বাস সিদ্দিকী ৷ আর তাই হুগলির লড়াই এবার বড় কঠিন মমতার কাছে ৷

এদিন শুরু থেকেই শ্রী রামকৃষ্ণের জন্মভূমির সংস্কার, দ্বারকেশ্বর নদের পারে 400 কোটি টাকায় 226টি প্রকল্প সহ একাধিক ধর্মীয়স্থানের সংস্কারের কথা উঠে আসে মমতার কথায় ৷ সেই সঙ্গে তারাপীঠ ও তারকেশ্বর মন্দিরের সংস্কার কথাও গোঘাটের প্রচারে উঠে আসে ৷ অন্যদিকে, হুগলির সংখ্যালঘু ভোট ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর কাছে ৷ যার পিছনে সবচেয়ে বড় কারণ আইএসএফের প্রধান আব্বাস সিদ্দিকী ৷ ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা এবারের ভোটে মমতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ আব্বাস সিদ্দিকীর প্রভাবে হুগলির সংখ্যালঘু মুসলিম ভোটের বেশিরভাগটাই আইএসএফের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই এদিন হুগলি জেলায় সংখ্যালঘু উন্নয়ন নিয়েও বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

আরও পড়ুন : ‘বেচারা’ মুকুল শুভেন্দুর মতো খারাপ নয়, সার্টিফিকেট নেত্রীর

গোঘাটের জনসভায় বন্যা সমস্যার কথাও তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো ৷ তিনি স্বীকার করে নেন, গোঘাটের মানুষের কাছে বন্যা একটা বড় সমস্যা ৷ আর তাই আরামবাগ মাস্টার প্ল্যানে 54 কিলোমিটার খাল সংস্কারের বিষয়টি এদিন তুলে ধরেন মমতা৷ পাশাপাশি লোয়ার দামোদর এলাকাগুলিকেও উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান lfvf ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.