ETV Bharat / state

ডানকুনিতে তৃণমূলের দেওয়াল লিখনে কালি, অভিযুক্ত বিজেপির - assembly election 2021

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেখানকার প্রার্থী স্বাতী খন্দেকারের সমর্থনে দেওয়াল লিখনের উপর কালি লেপে দেওয়া হয়েছে ৷ পুরো ঘটনার জন্য় বিজেপির উপর দায়ভার চাপিয়েছেন তাঁরা ৷ যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব।

dunkuni
ডানকুনিতে তৃণমূলের দেওয়াল লিখনে কালি
author img

By

Published : Mar 20, 2021, 7:19 PM IST

চণ্ডীতলা, 20 মার্চ : তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে কালি লেপে দেওয়াকে কেন্দ্র করে তরজা তৃণমূল বিজেপির মধ্যে। ঘটনাটি ডানকুনি কালিপুর এলাকায়।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেখানকার প্রার্থী স্বাতী খন্দেকারের সমর্থনে দেওয়াল লিখনের উপর কালি লেপে দেওয়া হয়েছে ৷ পুরো ঘটনার জন্য় বিজেপির উপর দায়ভার চাপিয়েছেন তারা ৷ রাতের অন্ধকারে বিজেপির কর্মীরা এই কাজ করেছেন৷ তাঁদের আরও অভিযোগ, বিজেপি ভোটে জিততে পারবে না৷ সেই কারণে এই ধরনের কাজ করছে বিজেপি ৷

আরও পড়ুন- 50-55 বছর ধরে বাংলার বিকাশ ডাউন, মোদির নিশানায় কং-বাম-তৃণমূল

যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, বিজেপি এরকম নোংরা কাজ করে না। তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা হয়েছে। মানুষ আমাদের পাশে আছে কী নেই তা নির্বাচনের ফল প্রকাশের দিনে বোঝা যাবে।

চণ্ডীতলা, 20 মার্চ : তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে কালি লেপে দেওয়াকে কেন্দ্র করে তরজা তৃণমূল বিজেপির মধ্যে। ঘটনাটি ডানকুনি কালিপুর এলাকায়।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেখানকার প্রার্থী স্বাতী খন্দেকারের সমর্থনে দেওয়াল লিখনের উপর কালি লেপে দেওয়া হয়েছে ৷ পুরো ঘটনার জন্য় বিজেপির উপর দায়ভার চাপিয়েছেন তারা ৷ রাতের অন্ধকারে বিজেপির কর্মীরা এই কাজ করেছেন৷ তাঁদের আরও অভিযোগ, বিজেপি ভোটে জিততে পারবে না৷ সেই কারণে এই ধরনের কাজ করছে বিজেপি ৷

আরও পড়ুন- 50-55 বছর ধরে বাংলার বিকাশ ডাউন, মোদির নিশানায় কং-বাম-তৃণমূল

যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, বিজেপি এরকম নোংরা কাজ করে না। তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা হয়েছে। মানুষ আমাদের পাশে আছে কী নেই তা নির্বাচনের ফল প্রকাশের দিনে বোঝা যাবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.