আরামবাগ, 26 মার্চ: আরামবাগের কালীপুর কলেজে মক পোল চলাকালীন বিক্ষোভ তৃণমূলের । অভিযোগ, মক পোলের কিছু নথিতে গরমিল রয়েছে । ইভিএম কারচুপি হতে পারে বলেও আশঙ্কা স্থানীয় তৃণমূল প্রার্থীর ৷ যদিও সে কথা মানতে চাননি গোঘাট 2 নম্বরের বিডিও ৷
শুক্রবার নিয়ম মতো আরামবাগের কালীপুর কলেজে মক পোল শুরু হয় ৷ কিছু পরেই তৃণমূল এজেন্টরা অভিযোগ জানান, মক পোলের বেশ কিছু নথিতে গরমিল রয়েছে ৷ তৃণমূল এজেন্টদের অভিযোগ, গোঘাট দুই নম্বরের বিডিও অভিজিৎ হালদারকে জানানো হলেও তিনি তা মানতে চাননি । এরপর বিক্ষোভ করে সঠিক কাগজপত্রের দাবি তোলে তৃণমূল এজেন্টরা । তৃণমূল এজেন্টরা কালিপুর কলেজের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদার ঘটনাস্থানে উপস্থিত হন । প্রার্থীর উপস্থিতিতে দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা ।
আরও পড়ুন: কাল 5 জেলার 30 কেন্দ্রে ভোট, তুঙ্গে নিরাপত্তা
গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদারের বলেন, বুথের নম্বরের সঙ্গে মেশিনের নম্বরের মিল নেই । আমরা সেই অভিযোগ জানালেও আধিকারিক তা মানতে রাজি নয় ৷ আমরা আশঙ্কা করছি ইভিএম কারচুপি হতে পারে ৷ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ৷ যে কোনও প্রকারে বিজেপিকে জেতানোর প্রক্রিয়া চলছে ৷ কমশনের অভিযোগ জানাব ৷
যদিও গোঘাট দু'নম্বর রিটার্নিং অফিসার বিক্রম দেবনাথ বলেন, অভিযোগ ভিত্তিহীন ৷ কোথাও কোনওরকম গোলমাল ছিল না ৷ সঠিক প্রক্রিয়ায় কাজ হয়েছে ৷