ETV Bharat / state

ভোটের আগেও তৃণমূলের গোষ্ঠীকোন্দল অব্যাহত - ভোটের আগেও অব্যাহত তৃণমূলের গোষ্ঠীকোন্দল

স্থানীয় সূত্রে খবর, পান্ডুয়ায় অঞ্চল সভাপতি করা নিয়ে তৃণমূলের বিবেকানন্দ বিশ্বাস ও আমানুল ইসলামের মধ্যে দীর্ঘদিনের লড়াই চলছে। অভিযোগ ওঠে পান্ডুয়ায় তৃণমূল প্রার্থী রত্না দেনাগের নির্বাচনের প্রচারের টাকা একাই খরচ করছেন বিবেকানন্দ । সেই নিয়ে বচসা শুরু হয় ।

অব্যাহত তৃণমূলের গোষ্ঠীকোন্দল
অব্যাহত তৃণমূলের গোষ্ঠীকোন্দল
author img

By

Published : Mar 29, 2021, 6:18 PM IST

পান্ডুয়া , 29 মার্চ : তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ফের উত্তপ্ত হুগলির পান্ডুয়া । ভাঙা হল দলীয় কার্যালয় ৷ ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার দ্বারবাসিনী হাটতলা এলাকায় । গতকাল রাতে স্থানীয় এক তৃণমূল নেতার কিছু লোকজন গিয়ে দলীয় কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল টিভি ভাঙচুর করে । আটকাতে গেলে তৃণমূলের দুই তরফের কয়েকজন আহত হয় ।

স্থানীয় সূত্রে খবর অঞ্চল সভাপতি করা নিয়ে তৃণমূলের বিবেকানন্দ বিশ্বাস ও আমানুল ইসলামের মধ্যে দীর্ঘদিনের লড়াই চলছে। অভিযোগ ওঠে পান্ডুয়ায় তৃণমূল প্রার্থী রত্না দেনাগের নির্বাচনের প্রচারের টাকা একাই খরচ করছেন বিবেকানন্দ । সেই নিয়ে বচসা শুরু হয় । আর তারপরই দলীয় কার্যালয় ভাঙচুর করা হয় ।

তৃণমূলের অঞ্চল কার্যকরী সভাপতি আমানুল ইসলাম বলেন, ‘‘দলের নির্দেশ বিবেকানন্দ মানতে চাইছেন না ৷’’ আর এই নিয়েই গন্ডগোলের সূত্রপাত । যদিও এ বিষয়ে বিবেকানন্দ বিশ্বাস কিছু বলতে চাননি।

অব্যাহত তৃণমূলের গোষ্ঠীকোন্দল
পান্ডুয়ার ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, ‘‘পান্ডুয়ায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই । দোলের সময় কিছু উৎশৃঙ্খল লোক এই ঘটনা ঘটিয়েছে । এর সঙ্গে দলের কোনও যোগ নেই । এটা বিক্ষিপ্ত ঘটনা ।

পান্ডুয়া , 29 মার্চ : তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ফের উত্তপ্ত হুগলির পান্ডুয়া । ভাঙা হল দলীয় কার্যালয় ৷ ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার দ্বারবাসিনী হাটতলা এলাকায় । গতকাল রাতে স্থানীয় এক তৃণমূল নেতার কিছু লোকজন গিয়ে দলীয় কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল টিভি ভাঙচুর করে । আটকাতে গেলে তৃণমূলের দুই তরফের কয়েকজন আহত হয় ।

স্থানীয় সূত্রে খবর অঞ্চল সভাপতি করা নিয়ে তৃণমূলের বিবেকানন্দ বিশ্বাস ও আমানুল ইসলামের মধ্যে দীর্ঘদিনের লড়াই চলছে। অভিযোগ ওঠে পান্ডুয়ায় তৃণমূল প্রার্থী রত্না দেনাগের নির্বাচনের প্রচারের টাকা একাই খরচ করছেন বিবেকানন্দ । সেই নিয়ে বচসা শুরু হয় । আর তারপরই দলীয় কার্যালয় ভাঙচুর করা হয় ।

তৃণমূলের অঞ্চল কার্যকরী সভাপতি আমানুল ইসলাম বলেন, ‘‘দলের নির্দেশ বিবেকানন্দ মানতে চাইছেন না ৷’’ আর এই নিয়েই গন্ডগোলের সূত্রপাত । যদিও এ বিষয়ে বিবেকানন্দ বিশ্বাস কিছু বলতে চাননি।

অব্যাহত তৃণমূলের গোষ্ঠীকোন্দল
পান্ডুয়ার ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, ‘‘পান্ডুয়ায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই । দোলের সময় কিছু উৎশৃঙ্খল লোক এই ঘটনা ঘটিয়েছে । এর সঙ্গে দলের কোনও যোগ নেই । এটা বিক্ষিপ্ত ঘটনা ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.