হুগলি, 4 এপ্রিল : ব্যানার ছেঁড়া নিয়ে উত্তেজনা সিঙ্গুরে । বিজেপির ব্যানার থেকে মোদির মুখের ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা তাদের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ এনেছে তৃণমূল । সিঙ্গুরের এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয় ৷ যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সিঙ্গুরে।
এই ঘটনায় বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সহ সভাপতি সঞ্জয় পান্ডে বলেন, ‘‘বেচারাম মান্নার 102 ও 103নং বুথে বিজেপির অনেক ব্যানার ছিড়ে ফেলে দেওয়া হয়েছে ৷ ব্লেড চালানো হয়েছে ব্যানারগুলিতে। বোড়াই, পহলামপুর এলাকায় মোদির মুখ আছে এমন ব্য়ানারগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে । এইসব দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি আমার।’’
আরও পড়ুন : ফ্ল্যাগ ছেঁড়াকে কেন্দ্র করে অশোকনগরে রাজনৈতিক উত্তাপ
অন্যদিকে, সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী বেচারাম মান্না বিজেপির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘নিজেরাই নিজেদের ব্যানারগুলো ছিঁড়েছে ৷ বিজেপি রাজনৈতিকভাবে মাঠে না থেকে, রাতের অন্ধকারে ঘনশ্যামপুর, বিঘাটি অঞ্চলে তৃণমূলের ব্যানার ছিঁড়ে দিয়েছে । তৃণমূল এসব করে না ।"