ETV Bharat / state

হুগলির পেয়ারাপুরে চলছে নিষিদ্ধ পোস্ত চাষ, কাঠগড়ায় শাসকদল - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

চাষিদের দাবি, জলের সমস্যার কারণে অন্য ধরনের সবজির চাষ করা যাচ্ছে না ৷ সেকথা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ আবার বিরোধীদের আশঙ্কা, পোস্ত থেকে আফিমের কারবার চলছে ৷ বিষয়টিতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তোলা হয়েছে ৷

হুগলির পেয়েরাপুরে শাসকদলের মদতে নিষিদ্ধ পোস্ত চাষের অভিযোগ উঠছে, দাবি বিরোধীদের
হুগলির পেয়েরাপুরে শাসকদলের মদতে নিষিদ্ধ পোস্ত চাষের অভিযোগ উঠছে, দাবি বিরোধীদের
author img

By

Published : Mar 26, 2021, 1:18 PM IST

হুগলি, 26 মার্চ : হুগলির পেয়ারাপুরের জঙ্গল রোড ৷ চারিদিক ফাঁকা ৷ রাস্তার দু'পাশে শুধু বিঘার পর বিঘা জমি ৷ জমিগুলিতে বিভিন্ন ধরনের সবজির চাষ হয় ৷ ভেন্ডি, পেঁয়াজ , আলু কি না চাষ হয় ৷ কিন্তু, এই সবজি চাষের আড়ালে রমরমিয়ে চলছে নিষিদ্ধ পোস্ত চাষ ৷ চাষিদের দাবি, জলের সমস্যার জন্য সেরকমভাবে চাষ হচ্ছে না ৷ তাই, বাধ্য হয়ে তারা কিছু কিছু অংশে পোস্ত চাষ করছেন ৷ অন্যদিকে বিরোধীদের অভিযোগ, শাসকদলের মদতেই এই চাষ হচ্ছে ৷

পোস্ত চাষ সাধারণত নিষিদ্ধ ৷ কারণ, এর থেকে আফিম তৈরি হয় ৷ তাই পোস্ত চাষ করার জন্য অনুমতি নিতে হয় ৷ পেয়ারাপুরের এই চাষিরা তা ভালমতোই জানেন ৷ কিন্তু, খানিকটা বাধ্য হয়েই এই চাষ করছেন তাঁরা ৷ কারণ, জলের অভাবে অন্য সবজির চাষ হচ্ছে না ৷ অন্যদিকে, বিরোধীরা অভিযোগ, এই পোস্ত চাষের মাধ্যমে আফিমের কারবার চলছে ৷ এর পিছনে তারা দায়ী করেছে শাসকদলকে ৷ অভিযোগ, শাসকদলের মদতে নিষিদ্ধ পোস্ত চাষ চলছে ৷

কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, ‘‘এখানে জলের সমস্যার কারণে চাষের সমস্যায় পড়তে হচ্ছে চাষিদের । এর আগে আমি জলের ব্যবস্থা করে দিয়েছিলাম ৷ ডিপ টিউবিয়াল বসিয়ে দিয়েছিলাম ৷ কিন্তু, তৃণমূল সরকার এসে সব কিছু তুলে দিল ৷ বিক্রি করে দিল ৷ এখন আর জল নেই ৷ চাষও হচ্ছে না ৷ ফলে চাষের জমিগুলি নষ্ট হচ্ছে ৷ তাই ওঁরা একটা বিকল্প চাষের ব্যবস্থা করছে ৷ যা খুবই দুর্ভাগ্যজনক ৷ কয়েকজন তোলাবাজ পোস্ত চাষ করাচ্ছে । প্রশাসনের কোনও হেলদোল নেই । উপরন্তু, প্রশাসন ও শাসকদলের মদতে বিকল্প এই চাষ বেছে নিচ্ছেন চাষিরা । প্রশাসনের এটা দেখা উচিত ।’’

চাঁপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং বলেন, ‘‘সরকারি অনুমতি ছাড়া এই চাষ হয় না । আফিম চাষ হচ্ছ ৷ চাষিদের দিয়ে চাষ করিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিচ্ছেন । আমরা নির্বাচন কমিশনে বিষয়টি জানাব । তদন্তের দাবি জানাব ৷

হুগলির পেয়েরাপুরে শাসকদলের মদতে নিষিদ্ধ পোস্ত চাষের অভিযোগ উঠছে, দাবি বিরোধীদের

আরও পড়ুন, চা শ্রমিকদের 350 টাকা মজুরির প্রতিশ্রুতি অমিতের, অসম্ভব বললেন কল্যণী

তৃণমূলের দাবি, এই চাষের বিষয়ে তাদের কিছুই জানা নেই ৷ বিরোধীদের অভিযোগ একেবারেই ভিত্তিহীন ৷ বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক ও তৃণমূলের চাঁপদানি কেন্দ্রের প্রার্থী অরিন্দম গুঁই বলেন, ‘‘ওখানে যে পোস্ত ও আফিম চাষ হচ্ছে তা আমাদের জানা ছিল না । বিরোধীরা অনেক কথা বলেন ৷ আমাদের তরফে কোনও মদত দেওয়া হয় না । গরিব চাষিরা চাষ করছেন । তবে চাষের জলের সমস্যা থাকায় ওখানে খালের সংস্কার করা হচ্ছে । আমরা কোনওদিন পোস্ত চাষ ওখানে দেখিনি ৷ বিষয়টি অবশ্যই প্রশাসনের নজরে আনব ।’’

হুগলি, 26 মার্চ : হুগলির পেয়ারাপুরের জঙ্গল রোড ৷ চারিদিক ফাঁকা ৷ রাস্তার দু'পাশে শুধু বিঘার পর বিঘা জমি ৷ জমিগুলিতে বিভিন্ন ধরনের সবজির চাষ হয় ৷ ভেন্ডি, পেঁয়াজ , আলু কি না চাষ হয় ৷ কিন্তু, এই সবজি চাষের আড়ালে রমরমিয়ে চলছে নিষিদ্ধ পোস্ত চাষ ৷ চাষিদের দাবি, জলের সমস্যার জন্য সেরকমভাবে চাষ হচ্ছে না ৷ তাই, বাধ্য হয়ে তারা কিছু কিছু অংশে পোস্ত চাষ করছেন ৷ অন্যদিকে বিরোধীদের অভিযোগ, শাসকদলের মদতেই এই চাষ হচ্ছে ৷

পোস্ত চাষ সাধারণত নিষিদ্ধ ৷ কারণ, এর থেকে আফিম তৈরি হয় ৷ তাই পোস্ত চাষ করার জন্য অনুমতি নিতে হয় ৷ পেয়ারাপুরের এই চাষিরা তা ভালমতোই জানেন ৷ কিন্তু, খানিকটা বাধ্য হয়েই এই চাষ করছেন তাঁরা ৷ কারণ, জলের অভাবে অন্য সবজির চাষ হচ্ছে না ৷ অন্যদিকে, বিরোধীরা অভিযোগ, এই পোস্ত চাষের মাধ্যমে আফিমের কারবার চলছে ৷ এর পিছনে তারা দায়ী করেছে শাসকদলকে ৷ অভিযোগ, শাসকদলের মদতে নিষিদ্ধ পোস্ত চাষ চলছে ৷

কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, ‘‘এখানে জলের সমস্যার কারণে চাষের সমস্যায় পড়তে হচ্ছে চাষিদের । এর আগে আমি জলের ব্যবস্থা করে দিয়েছিলাম ৷ ডিপ টিউবিয়াল বসিয়ে দিয়েছিলাম ৷ কিন্তু, তৃণমূল সরকার এসে সব কিছু তুলে দিল ৷ বিক্রি করে দিল ৷ এখন আর জল নেই ৷ চাষও হচ্ছে না ৷ ফলে চাষের জমিগুলি নষ্ট হচ্ছে ৷ তাই ওঁরা একটা বিকল্প চাষের ব্যবস্থা করছে ৷ যা খুবই দুর্ভাগ্যজনক ৷ কয়েকজন তোলাবাজ পোস্ত চাষ করাচ্ছে । প্রশাসনের কোনও হেলদোল নেই । উপরন্তু, প্রশাসন ও শাসকদলের মদতে বিকল্প এই চাষ বেছে নিচ্ছেন চাষিরা । প্রশাসনের এটা দেখা উচিত ।’’

চাঁপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং বলেন, ‘‘সরকারি অনুমতি ছাড়া এই চাষ হয় না । আফিম চাষ হচ্ছ ৷ চাষিদের দিয়ে চাষ করিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিচ্ছেন । আমরা নির্বাচন কমিশনে বিষয়টি জানাব । তদন্তের দাবি জানাব ৷

হুগলির পেয়েরাপুরে শাসকদলের মদতে নিষিদ্ধ পোস্ত চাষের অভিযোগ উঠছে, দাবি বিরোধীদের

আরও পড়ুন, চা শ্রমিকদের 350 টাকা মজুরির প্রতিশ্রুতি অমিতের, অসম্ভব বললেন কল্যণী

তৃণমূলের দাবি, এই চাষের বিষয়ে তাদের কিছুই জানা নেই ৷ বিরোধীদের অভিযোগ একেবারেই ভিত্তিহীন ৷ বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক ও তৃণমূলের চাঁপদানি কেন্দ্রের প্রার্থী অরিন্দম গুঁই বলেন, ‘‘ওখানে যে পোস্ত ও আফিম চাষ হচ্ছে তা আমাদের জানা ছিল না । বিরোধীরা অনেক কথা বলেন ৷ আমাদের তরফে কোনও মদত দেওয়া হয় না । গরিব চাষিরা চাষ করছেন । তবে চাষের জলের সমস্যা থাকায় ওখানে খালের সংস্কার করা হচ্ছে । আমরা কোনওদিন পোস্ত চাষ ওখানে দেখিনি ৷ বিষয়টি অবশ্যই প্রশাসনের নজরে আনব ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.