ETV Bharat / state

জাঙ্গিপাড়ার 88 নম্বর বুথে পুনর্নির্বাচন - জাঙ্গিপাড়া

নতুন করে ভোটগ্রহণের সুপারিশ করেছিলেন ওই বুথের অবজ়ারভার ।

possibility-of-re-poling-in-booth-number-88-of-jangipara
possibility-of-re-poling-in-booth-number-88-of-jangipara
author img

By

Published : Apr 8, 2021, 4:56 PM IST

Updated : Apr 8, 2021, 7:57 PM IST

জাঙ্গিপাড়া, 8 এপ্রিল : পুনর্নির্বাচন হবে জাঙ্গিপাড়া বিধানসভার 88 নম্বর বুথে ৷ নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ 10 এপ্রিল ওই বুথে পুনর্নির্বাচন হবে ৷ সকাল 7টা থেকে সন্ধ্যা সাড়ে 6 টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ৷

হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার তৃতীয় দফায় ভোটগ্রহণ হয় ৷ ভোটের দিন অশান্তি হয় জাঙ্গিপাড়ার 88 নম্বর বুথের কাছে ৷ ওইদিন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-কে আক্রমণ করা হয় বলে অভিযোগ ৷ এই বিষয়ে কমিশনে অভিযোগ করেছিল তৃণমূল ৷ প্রার্থীর উপরে আক্রমণের ঘটনায় রিপোর্ট তলব করেছিল কমিশনও ৷ নতুন করে ভোটগ্রহণের সুপারিশ করেছেন ওই বুথের অবজ়ারভার । এরপরই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন: ইভিএম-এর সামনের খোলা জানালা বন্ধ করালেন বিজেপি প্রার্থী

ওই বুথের প্রিজ়াইডিং অফিসারও সেদিনের ভোট নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন ।

জাঙ্গিপাড়া, 8 এপ্রিল : পুনর্নির্বাচন হবে জাঙ্গিপাড়া বিধানসভার 88 নম্বর বুথে ৷ নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ 10 এপ্রিল ওই বুথে পুনর্নির্বাচন হবে ৷ সকাল 7টা থেকে সন্ধ্যা সাড়ে 6 টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ৷

হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার তৃতীয় দফায় ভোটগ্রহণ হয় ৷ ভোটের দিন অশান্তি হয় জাঙ্গিপাড়ার 88 নম্বর বুথের কাছে ৷ ওইদিন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-কে আক্রমণ করা হয় বলে অভিযোগ ৷ এই বিষয়ে কমিশনে অভিযোগ করেছিল তৃণমূল ৷ প্রার্থীর উপরে আক্রমণের ঘটনায় রিপোর্ট তলব করেছিল কমিশনও ৷ নতুন করে ভোটগ্রহণের সুপারিশ করেছেন ওই বুথের অবজ়ারভার । এরপরই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন: ইভিএম-এর সামনের খোলা জানালা বন্ধ করালেন বিজেপি প্রার্থী

ওই বুথের প্রিজ়াইডিং অফিসারও সেদিনের ভোট নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন ।

Last Updated : Apr 8, 2021, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.