ETV Bharat / state

প্রথম দফার নির্বাচনে ইভিএম বিভ্রাট নিয়ে কারচুপির অভিযোগ ফিরহাদের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

পুরশুড়া বিধানসভায় প্রচারে গিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তুললেন ফিরহাদ হাকিম ৷ তাঁর অভিযোগ প্রথম দফার নির্বাচেন জঙ্গলমহলে ইভিএম কারচুপি করিয়েছে বিজেপি ৷

bengal election 2021 Firhad hakim has accused the EVM is manipulate by bjp in first round of elections
প্রথম দফার নির্বাচনে ইভিএম বিভ্রাট নিয়ে কারচুপির অভিযোগ ফিরহাদের
author img

By

Published : Mar 30, 2021, 9:43 PM IST

হুগলি, 30 মার্চ : প্রথম দফার নির্বাচনে ইভিএম বিভ্রাট নিয়ে এবার সরব হলেন ফিরহাদ হাকিম ৷ অভিযোগ করলেন, ইভিএম বিভ্রাট আসলে কারচুপির চেষ্টা ৷ বিজেপি সব সংস্থাগুলিকে কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন রাজ্যের বিদায়ী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ৷ এদিন হুগলির পুরশুড়া তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে নির্বাচনী প্রচারে যান ফিরহাদ হাকিম ৷ ওই এলাকায় রোড শো করেন তিনি ৷ সেখানেই প্রথম দফার নির্বাচন নিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন ফিরহাদ ৷

প্রথম দফার নির্বাচনে ইভিএম বিভ্রাট নিয়ে কারচুপির অভিযোগ ফিরহাদের


দিন যত যাচ্ছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে আরামবাগ মহকুমা জুড়ে। তৃণমূল ও বিজেপি উভয় শিবিরই তাদের প্রচারে ঝড় তুলছে। মঙ্গলবার বিকালে পুরশুড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে রোড শো করলেন ফিরহাদ হাকিম। পুরশুড়া বিধানসভায় লম্বা রোড শো করেন তিনি। যেখানে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী দিলীপ যাদব সহ অন্যান্যরা।
আরও পড়ুন : চাঁচল পৌরসভার প্রতিশ্রুতি নির্বাচনী গিমিক, অভিযোগ কংগ্রেসের

এদিন পুরশুড়ায় এসে ফিরহাদ হাকিম বলেন, তৃণমূলের জয়লাভ কেবলমাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এদিনের রোড শো-তে মানুষের জনসমর্থন দেখে অভিভূত হন তিনি ৷ গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ফল খারাপ হয়েছিল। তারপরেও এই বিধানসভা কেন্দ্রের জন্য ঝুঁকি নিয়েছে দিলীপ যাদব।

হুগলি, 30 মার্চ : প্রথম দফার নির্বাচনে ইভিএম বিভ্রাট নিয়ে এবার সরব হলেন ফিরহাদ হাকিম ৷ অভিযোগ করলেন, ইভিএম বিভ্রাট আসলে কারচুপির চেষ্টা ৷ বিজেপি সব সংস্থাগুলিকে কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন রাজ্যের বিদায়ী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ৷ এদিন হুগলির পুরশুড়া তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে নির্বাচনী প্রচারে যান ফিরহাদ হাকিম ৷ ওই এলাকায় রোড শো করেন তিনি ৷ সেখানেই প্রথম দফার নির্বাচন নিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন ফিরহাদ ৷

প্রথম দফার নির্বাচনে ইভিএম বিভ্রাট নিয়ে কারচুপির অভিযোগ ফিরহাদের


দিন যত যাচ্ছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে আরামবাগ মহকুমা জুড়ে। তৃণমূল ও বিজেপি উভয় শিবিরই তাদের প্রচারে ঝড় তুলছে। মঙ্গলবার বিকালে পুরশুড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে রোড শো করলেন ফিরহাদ হাকিম। পুরশুড়া বিধানসভায় লম্বা রোড শো করেন তিনি। যেখানে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী দিলীপ যাদব সহ অন্যান্যরা।
আরও পড়ুন : চাঁচল পৌরসভার প্রতিশ্রুতি নির্বাচনী গিমিক, অভিযোগ কংগ্রেসের

এদিন পুরশুড়ায় এসে ফিরহাদ হাকিম বলেন, তৃণমূলের জয়লাভ কেবলমাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এদিনের রোড শো-তে মানুষের জনসমর্থন দেখে অভিভূত হন তিনি ৷ গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ফল খারাপ হয়েছিল। তারপরেও এই বিধানসভা কেন্দ্রের জন্য ঝুঁকি নিয়েছে দিলীপ যাদব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.