ETV Bharat / state

কেউ তৃণমূলের এজেন্ট হতে চাইছেন না, কটাক্ষের সুর লকেটের গলায়

author img

By

Published : Apr 2, 2021, 2:28 PM IST

শোভা মজুমদারের মৃত্য়ুর ঘটনায় সঠিক তদন্তের দাবি করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায় ৷ বিক্ষোভে তিনি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর অভিযোগ, বাংলার মেয়েদের কোনও নিরাপত্তা নেই ৷ বাংলার মেয়েরা সুরক্ষিত নন ৷

chinsurah
লকেটের বিক্ষোভ

চুঁচুড়া, 2 এপ্রিল : শোভা মজুমদারের মৃত্য়ুর ঘটনায় সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ দেখালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায় ৷ চুঁচুড়া ঘড়ির মোড়ে দলের নেতা-নেত্রীদের নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি ৷ পাশাপাশি গতকাল নন্দীগ্রামে তৃণমূলের এজেন্ট বসা নিয়েও কটাক্ষ শোনা যায় তাঁর গলায়৷

26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছিল বলে অভিযোগ বিজেপির । এই ঘটনার পর আহত অবস্থায় শোভা মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয় । প্রায় 20-25 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ এরপর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । 29 মার্চ সকালে মৃত্য়ু হয় শোভা মজুমদারের। বিজেপির অভিযোগ, তৃণমূলের অত্য়াচারের জন্য়ই মৃত্য়ু হয়েছে শোভাদেবীর ৷ আর সেকারণে আজ বিক্ষোভে বসেন লকেট ৷

শোভা মজুমদারের মৃত্য়ুর তদন্তের দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন-নিমতার বৃদ্ধার মৃত্যুতে সরগরম বঙ্গ রাজনীতি, টুইট-যুদ্ধে তৃণমূল-বিজেপি

বিক্ষোভে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দাগেন লকেট ৷ তাঁর অভিযোগ, বাংলার মেয়েদের কোনও নিরাপত্তা নেই ৷ বাংলার মেয়েরা সুরক্ষিত নন ৷ কামদুনি সহ একাধিক ঘটনা টেনে এনে তিনি বলেন, "নারী অত্য়াচারে সবথেকে শীর্ষে বাংলা ৷ বাংলার মেয়েদের উপর অত্য়াচার করা হচ্ছে ৷" তার দাবি, বাংলার মেয়েরা সম্মান ও সুরক্ষা চান ৷ কিন্তু তাঁরা সেটা পাচ্ছেন না ৷

এদিকে গতকালের নন্দীগ্রামের নির্বাচন নিয়েও মুখ খোলেন লকেট ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায় গতকাল অভিযোগ করেছিলেন, বেশ কিছু বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেওয়া হয়নি ৷ এপ্রসঙ্গে লকেটের পাল্টা দাবি, বসতে না দেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা ভুল ৷ তৃণমূলের হয়ে কেউ এজেন্ট বসতে চাননি ৷

চুঁচুড়া, 2 এপ্রিল : শোভা মজুমদারের মৃত্য়ুর ঘটনায় সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ দেখালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায় ৷ চুঁচুড়া ঘড়ির মোড়ে দলের নেতা-নেত্রীদের নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি ৷ পাশাপাশি গতকাল নন্দীগ্রামে তৃণমূলের এজেন্ট বসা নিয়েও কটাক্ষ শোনা যায় তাঁর গলায়৷

26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছিল বলে অভিযোগ বিজেপির । এই ঘটনার পর আহত অবস্থায় শোভা মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয় । প্রায় 20-25 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ এরপর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । 29 মার্চ সকালে মৃত্য়ু হয় শোভা মজুমদারের। বিজেপির অভিযোগ, তৃণমূলের অত্য়াচারের জন্য়ই মৃত্য়ু হয়েছে শোভাদেবীর ৷ আর সেকারণে আজ বিক্ষোভে বসেন লকেট ৷

শোভা মজুমদারের মৃত্য়ুর তদন্তের দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন-নিমতার বৃদ্ধার মৃত্যুতে সরগরম বঙ্গ রাজনীতি, টুইট-যুদ্ধে তৃণমূল-বিজেপি

বিক্ষোভে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দাগেন লকেট ৷ তাঁর অভিযোগ, বাংলার মেয়েদের কোনও নিরাপত্তা নেই ৷ বাংলার মেয়েরা সুরক্ষিত নন ৷ কামদুনি সহ একাধিক ঘটনা টেনে এনে তিনি বলেন, "নারী অত্য়াচারে সবথেকে শীর্ষে বাংলা ৷ বাংলার মেয়েদের উপর অত্য়াচার করা হচ্ছে ৷" তার দাবি, বাংলার মেয়েরা সম্মান ও সুরক্ষা চান ৷ কিন্তু তাঁরা সেটা পাচ্ছেন না ৷

এদিকে গতকালের নন্দীগ্রামের নির্বাচন নিয়েও মুখ খোলেন লকেট ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায় গতকাল অভিযোগ করেছিলেন, বেশ কিছু বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেওয়া হয়নি ৷ এপ্রসঙ্গে লকেটের পাল্টা দাবি, বসতে না দেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা ভুল ৷ তৃণমূলের হয়ে কেউ এজেন্ট বসতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.