গোঘাট, 6 এপ্রিল : ভোটের আগের দিন রাতে বিজেপি কর্মীর মাকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে গোঘাট থানার কৃষ্ণগঞ্জ এলাকায় । মৃতার নাম মাধবী আদক । তাঁর ছেলে বিজেপি কর্মী ৷
সোমবার রাত 10 টা নাগাদ ঘরেই ছিলেন মাধবী দেবী । সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে তাঁর ছেলের উপর হামলা চালায় বলে অভিযোগ । ছেলেকে বাঁচাতে গেলে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয় মহিলাকে । এমনকি তাঁর বুকে-পেটে লাথি মারার অভিযোগও ওঠে । রাত 1 টা নাগাদ বাড়িতেই তাঁর মৃত্যু হয় ।
আরও পড়ুন : 5 হাজার 507টি বুথে ওয়েবকাস্টিং, রাজ্যের ভোট দেখবে বিশ্ব
ভোট শুরুর আগেই এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । ঘটনার পর এলাকায় যান গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক । বিজেপি প্রার্থী এই ঘটনায় সরাসরি শাসক দলকে দায়ী করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী মানস মজুমদার ।