চুঁচুড়া, 27 মার্চ : তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ তাঁর চোখে ইচ্ছাকৃত ভাবে আবির ছোড়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি ৷ ঘটনার কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন এই অভিনেত্রী সাংসদ ৷
শনিবার বিকেলে চুঁচুড়ার রবীন্দ্রনগর কালিতলা এলাকায় ভোটের প্রচারে যান বিজেপি প্রার্থী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সেখানেই এক জায়গায় বসন্ত উৎসব চলছিল ৷ সেই উৎসবে যোগ দেন তিনি ৷ মহিলারা লকেটকে রং মাখাতে চাইলে নিষেধ করেন তিনি ৷
মহিলারা লকেট চট্টোপাধ্যায়ের কপালে আবির দিয়ে টিপ দেন ৷ লকেটের অভিযোগ এই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর মুখে ইচ্ছা করে আবির ছোড়ে ৷ চোখে লাগে সেই আবির ৷ অসহ্য যন্ত্রণা শুরু হয় ৷
আরও পড়ুনঃ- ফুটবল ছুড়ে বিজেপিকে বোল্ড আউট করতে বললেন মমতা
লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের লোকজনই এসব ঘটনা ঘটিয়েছে । তাঁর উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় বলেও অভিযোগ করেন লকেট ৷ পুরো ঘটনাটি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি ৷