গোঘাট, 17 এপ্রিল : বিজেপির আইটি সেলের এক কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জখম বিজেপি কর্মীর নাম শুভময় কুণ্ডু । বর্তমানে ওই ব্যক্তি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
বিজেপির অভিযোগ, এদিন দুপুরে শুভময় ও তাঁর দুই বন্ধু বাইকে করে ভাদুরের দিকে যাচ্ছিলেন । সেই সময় পোড়াবাগান সংলগ্ন এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । পায়ে আঘাত লাগে শুভময়ের । তাঁর সঙ্গে থাকা বন্ধুরা শুভময়কে হাসপাতালে নিয়ে আসেন ।
সুমন সাহানা নামে শুভময়ের এক বন্ধু জানিয়েছেন, তাঁরা ভিকদাস থেকে ভাদুরের দিকে যাচ্ছিলেন, সেই সময় পোড়াবাগান এলাকায় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । রক্তাক্ত অবস্থায় কামারপুকুর হাসপাতালে নিয়ে আসা হয় শুভময়কে । সেখান থেকে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।
আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে আসেন গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক । তিনি বলেন, "বেলি থেকে ভাদুরের দিকে যাচ্ছিলেন বিজেপির কর্মীরা । সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় । কোনওক্রমে প্রাণে বেঁচেছেন কর্মীরা ।" তাঁর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস ছড়াতে এই কাজ করেছে ৷
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন গোঘাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস মজুমদার ৷ তিনি বলেন, "শান্ত গোঘাটকে চক্রান্ত করে অশান্ত করতে চাইছে বিজেপি ।"
ঘটনার তদন্ত করতে আরামবাগ মহকুমা হাসপাতালে আসেন আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদারসহ বিশাল পুলিশ বাহিনী । আক্রান্তের বয়ান রেকর্ড করেন পুলিশ আধিকারিকরা ৷
আরও পড়ুন : তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে মারধর, কাঠগড়ায় বিজেপি