বলাগড়, 31 জানুয়ারি : পিকনিকে 'জয় শ্রীরাম' গান চলায় এক বিজেপি মহিলা কর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে । ওই তৃণমূল নেতা ও তাঁর দলীয় কর্মীদের গ্রেপ্তারের দাবিতে আজ বলাগড়ের জিরাটে অসম লিঙ্ক রোড অবরোধ করে বিজেপি কর্মীরা । অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় ঘণ্টা দুয়েকের জন্য । অবশ্য পরে পুলিশি আশ্বাসে সেই অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।
গতকাল বলাগড়ের সবুজ দ্বীপে বিজেপি কর্মীসমর্থকরা পিকনিক করতে যায় । সেখানে 'জয় শ্রীরাম' গান চালায় । সেই সময় স্থানীয় তৃণমূল নেতা ও দলীয় কিছু কর্মী বিজেপির এক মহিলা কর্মীকে মারধর করে ও শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ ওঠে । এছাড়া মোবাইল ভেঙে দেওয়া হয় । ঘটনায় ওই মহিলা কর্মী আহত হন, তাঁকে জিরাট হাসপাতালে পাঠানো হয় । বলাগড় থানায় লিখিত অভিযোগ জানানো হয় । পুলিশি গাফিলতির অভিযোগে গতরাতেই থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায় । যদিও স্থানীয় তৃণমূল নেতা জানিয়েছে, আমাদের দলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ।
আরও পড়ুন : নেতাজির জন্মদিনে জয় শ্রীরাম ধ্বনি, ক্ষমাপ্রার্থী তৃণমূল সমর্থকরা !
শান্তনু বন্দ্যোপাধ্যায় দাবি করেন, "আমরা সবুজ দ্বীপে কয়েকজন মিলে ঘুরতে গেছিলাম । ওখানে বেশ কয়েকজন মিলে জয় শ্রীরামের গান চালাচ্ছিল । আমরা তাতে কোনও আপত্তি করিনি । বরং ওরাই আমাদের দেখে টিটকিরি দিতে শুরু করে । এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে । আমরা কাউকে মারধর করিনি । মিথ্যে দোষারোপ করা হচ্ছে ।" ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "জয় শ্রীরাম নিয়ে গান শুনতেই পারে । সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা নিয়ে অন্য রাজনৈতিক দলকে হেয় করা কিংবা আমাদের দলনেত্রীকে কুকথা বলাটা উচিত নয় ।"
গতকাল সন্ধ্যের পর থেকেই বলাগড় থানা চত্ত্বরে উত্তেজনা তৈরি হয় । দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় । পুলিশি হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।