ETV Bharat / state

সরস্বতী পুজোয় ভ্যালেন্টাইন'স ডে পালন করলে "উপযুক্ত ব্যবস্থা", হুমকি বজরং দলের - হুগলি

বজরং দলের হুমকি পোস্টারের কোনও দায়ভার নিতে চায়নি বিজেপি । যদিও সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন'স ডে পালন তারা সমর্থন করে না বলে গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে । পাল্টা তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপি ও বজরং দলের মধ্যে কোনও পার্থক্য নেই ।

সরস্বতী পুজোয় ভ্যালেন্টাইন ডে নিয়ে উত্তরপাড়ায় বজরং দলের হুমকি পোস্টার
সরস্বতী পুজোয় ভ্যালেন্টাইন ডে নিয়ে উত্তরপাড়ায় বজরং দলের হুমকি পোস্টার
author img

By

Published : Feb 16, 2021, 4:54 PM IST

উত্তরপাড়া, 16 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর দিন উত্তরপাড়াজুড়ে বজরং দলের হুমকি পোস্টার । পোস্টারে লেখা বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো আরাধনা করার দিন । তাই এইদিনে পাশ্চাত্য সংস্কৃতির ব্যবহার করে নষ্ট না করার নিদান দিল বজরং দল । কেউ জুটি হিসেবে ঘুরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে পোস্টারে ।

আরও পড়ুন : পড়ুয়া ছাড়াই স্কুলে সরস্বতী পুজো

যদিও বিজেপির তরফে বলা হয়েছে, "বজরং দল বিজেপির কোন শাখা সংগঠন নয় তারা একটি স্বাধীন দল। তবে ভ্যালেন্টাইন'স ডে হিসেবে আমরা এটাকে মানি না এটা সত্য। স্কুলের ছাত্রছাত্রীরা আনন্দ করে ঘুরে বেড়ায় পূজা করে সব ঠিক আছে কিন্তু ভ্যালেন্টাইন'স ডে হিসেবে এটা কি আমরা মানতে পারিনা। যদিও এই পোস্টারের দায়িত্ব বিজেপির নয় বজরং দলেরই।" তৃমমূলের তরফে জানানো হয়েছে, "বজরং দল আর বিজেপি একই। বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় । তাদেরকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে হুমকি দেওয়া হচ্ছে। এধরনের কোনও জিনিস বরদাস্ত করা হবে না।"

উত্তরপাড়া, 16 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর দিন উত্তরপাড়াজুড়ে বজরং দলের হুমকি পোস্টার । পোস্টারে লেখা বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো আরাধনা করার দিন । তাই এইদিনে পাশ্চাত্য সংস্কৃতির ব্যবহার করে নষ্ট না করার নিদান দিল বজরং দল । কেউ জুটি হিসেবে ঘুরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে পোস্টারে ।

আরও পড়ুন : পড়ুয়া ছাড়াই স্কুলে সরস্বতী পুজো

যদিও বিজেপির তরফে বলা হয়েছে, "বজরং দল বিজেপির কোন শাখা সংগঠন নয় তারা একটি স্বাধীন দল। তবে ভ্যালেন্টাইন'স ডে হিসেবে আমরা এটাকে মানি না এটা সত্য। স্কুলের ছাত্রছাত্রীরা আনন্দ করে ঘুরে বেড়ায় পূজা করে সব ঠিক আছে কিন্তু ভ্যালেন্টাইন'স ডে হিসেবে এটা কি আমরা মানতে পারিনা। যদিও এই পোস্টারের দায়িত্ব বিজেপির নয় বজরং দলেরই।" তৃমমূলের তরফে জানানো হয়েছে, "বজরং দল আর বিজেপি একই। বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় । তাদেরকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে হুমকি দেওয়া হচ্ছে। এধরনের কোনও জিনিস বরদাস্ত করা হবে না।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.